Loading AI tools
বৃহস্পতির দেবত্ব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বৃহস্পতি (সংস্কৃত: बृहस्पति) একটি ভারতীয় নাম এবং এর দ্বারা নির্দেশ করা হয় বিভিন্ন যুগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রচনায় বর্ণিত পৌরাণিক চরিত্রকে।[1] প্রাচীন হিন্দু সাহিত্য মতে বৃহস্পতি বৈদিক যুগের একজন ঋষি যিনি দেবতাদের পরামর্শদাতা ও গুরু।[2][3] বিভিন্ন মধ্যযুগীয় গ্রন্থে এই শব্দটি বৃহস্পতি গ্রহকে ইঙ্গিত করে।[4] প্রাচীন ভারতীয় বৈদিক গ্রন্থ মতে, তিনি হলেন বাগ্মিতার দেবতা, এবং কখনও কখনও তাকে অগ্নি দেবতার সঙ্গে শনাক্ত করা হয়।[5]
বৃহস্পতি/দেবগুরু বৃহস্পতি | |
---|---|
জ্ঞান বৃহস্পতিগ্রহ | |
অন্তর্ভুক্তি | নবগ্রহ, গ্রহ, দেবতাদের গুরু |
গ্রহ | বৃহস্পতি গ্রহ |
মন্ত্র | ॐ बृं बृहस्पतये नमः॥
গায়ত্রী মন্ত্র : ওঁ আঙ্গিরসায় বিদ্মহে দন্ডায়ুধায় ধীমহি তন্নো জীব প্রচোদয়াৎ॥ প্রণাম মন্ত্র: দেবতানামৃষীণাঞ্চ গুরুং কনকসন্নিভম্। বন্দ্যভূতং ত্রিলোকেশং ত্বং নমামি বৃহস্পতিম্।। |
দিবস | বৃহস্পতিবার |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা |
|
সহোদর | উতথ্য |
সঙ্গী | তারা |
সন্তান | ভরদ্বাজ মুনি, কচ, কেশরি |
ঋগবেদে বলা হয়েছে, পৃথিবীর প্রথম উজ্জ্বল ও পবিত্র মহাআলোক থেকে বৃহস্পতির জন্ম যিনি সকল আঁধার দূরীভূত করেন।[4][6][7] কোথাও কোথাও তার বিগ্রহে থাকে দন্ড ও পদ্ম এবং জপমালা।[8] মধ্যযুগীয় পুরাণ মতে বৃহস্পতি তারাকে বিবাহ করেন। তারা চন্দ্রের দ্বারা অপহৃত হন ও এক পুত্রের জন্ম দেন তার নাম বুধ।[9] ব্রহ্মা চন্দ্রের উপর চাপ সৃষ্টি করেন তারাকে তাঁর স্বামী বৃহস্পতির নিকট ফিরিয়ে দিতে বাধ্য করেন।[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.