পুঞ্চ জেলা, পাকিস্তান
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পুঞ্চ (উর্দু: ضلع پونچھ ) পাকিস্তানের আজাদ কাশ্মীরের ১০টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। ভারতের শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী পুঞ্চ জেলা অবস্থিত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বৃহত্তর বিরোধের অংশ হিসেবে পরিচিত জেলাটি।
পুঞ্চ জেলা | |
---|---|
জেলা | |
পুঞ্চ | |
আজাদ কাশ্মীরের পুঞ্চ জেলা মানচিত্রের হাইলাইটস করা হয়েছে | |
স্থানাঙ্ক: ৩৩.৮৫৪০° উত্তর ৭৩.৭৫০৭° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
এলাকা | আজাদ কাশ্মীর |
সদর দপ্তর | রাওয়ালকোট |
আয়তন | |
• মোট | ৮৫৫ বর্গকিমি (৩৩০ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯৮)[1] | |
• মোট | ৪,১১,০০০ (out of population ৩,৮০,০০০ were Sudhans)[2] |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
পুঞ্চ জেলার রাজধানী শহরের নাম হচ্ছে রাওয়ালকোট।
সতেরো শতকের শেষে ১৮৩৭ খ্রিষ্টাব্দের দিকে, হাভেলি তহসিলেরে লোরানের মুসলিম রাজাদের শাসনকালে পুঞ্চ গঠিত হয়েছিল। এরপর এলাকাটি রাজা ফয়েজতলাব পাঞ্জাব সরকার শাসন করেন। ১৮৪৮ সালে জম্মু ও কাশ্মীরের মহারাজা গুলব সিং পাহাড়ী অঞ্চলের হস্তান্তরের জন্য পুঞ্চকে অন্তর্ভুক্ত করেছিলেন। এই স্থানান্তরের পূর্বে পুঞ্চকে লাহোরের জেলা হিসেবে মনে করা হত।
জেলাটি প্রশাসনিকভাবে ৩টি তহসিলে বিভক্ত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.