Loading AI tools
পাখির প্রজাতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাফিন হল অক প্রজাতির একটি পাখি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের প্রজনন কালে অতি উজ্জ্বল ঠোঁট দেখতে মেলে। এরা একরকমের সামুদ্রিক পাখি যাদের জলের মধ্যে ডাইভ মেরে শিকার ধরতে দেখা যায়। এদের মধ্যে দুটো প্রজাতি টাফটেড পাফেন এবং হর্নড পাফিন প্রজাতিটির দেখা মেলে উত্তর প্রশান্ত মহাসাগরে এবং আরেকটি প্রজাতি হল আটলান্টিক পাফিন, যার দেখা মেলে উত্তর আটলান্টিক মহাসাগরে।
পাফিন সময়গত পরিসীমা: Pleistocene - Holocene, ০.১–০কোটি | |
---|---|
আটলান্টিক পাফিন (F. arctica) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
আদর্শ প্রজাতি | |
Alca arctica Linnaeus, 1758 | |
Species | |
F. arctica | |
প্রতিশব্দ | |
Lunda |
এই পাখিগুলি গাঁট্টাগোট্টা, স্বল্প পাখনা যুক্ত ও ছোটো লেজ যুক্ত হয় এবং এদের অপরের অংশ হয় কালো এবং নিচের অংশ হয় সাদা বা কটা ধূসর রঙের। মাথায় একটি কালো টুপির মতোন অংশ আছে। মুখটা প্রধানত সাদাই হয় এবং পাগুলো হয় গাড় কমলা রঙের। প্রজনন কালে তাদের ঠোঁট গুলো রঙিন ও উজ্জ্বল হয়। ঠোঁটের বাইরের অংশটা প্রজনন মরসুমের পরে চালা হয়ে যায় এবং নিচের দিকে একটি ছোটো এবং ঘোলাটে আসল ঠোঁট প্রকাশ পায়।[1]
শ্রেণীকরণের সূত্র অনুযায়ী প্রজাতি | |||
---|---|---|---|
প্রচলিত এবং দ্বিপদ নাম | চিত্র | বর্ণনা | ব্যাপ্তি |
আটলান্টিক পাফিন (Fratercula arctica) |
৩২ সেমি (১৩ ইঞ্চি) লম্বা, ৫৩ সেমি (২১ ইঞ্চি) পাখনার দৈর্ঘ্য, ওজন ৩৮০ গ্রাম (১৩ আউন্স)[2] | উত্তর আটলান্টিক: উত্তর থেকে দক্ষিণে উত্তর ইউরোপের উপকূলীয় ফ্রান্স, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ফারো দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে এবং আটলান্টিক কানাডা, তারপর মেইন এর দক্ষিণে। শীতকালে মরোক্কো এবং নিউ ইয়র্ক[3] | |
হর্নড পাফিন (Fratercula corniculata) |
৩৮ সেমি (১৫ ইঞ্চি) লম্বা, ৫৮ সেমি (২৩ ইঞ্চি) পাখনার দৈর্ঘ্য, ওজন ৬২০ গ্রাম (১.৩৭ পা).[2] | North Pacific: সাইবেরিয়া উপকূল অঞ্চল, আলাস্কা এবং ব্রিটিশ কলাম্বিয়া, শীতকালে ক্যালিফোর্নিয়া এবং বাজা ক্যালিফোর্নিয়া[4] | |
টাফটেড পাফেন (Fratercula cirrhata) |
৩৮ সেমি (১৫ ইঞ্চি) লম্বা, ৬৩.৫ সেমি (২৫.০ ইঞ্চি) পাখনার দৈর্ঘ্য, ওজন ৭৮০ গ্রাম (১.৭২ পা).[2] | North Pacific: ব্রিটিশ কলাম্বিয়া, দক্ষিণ আলাস্কা এবং আলেউত দ্বীপপুঞ্জ, কামচাটকা উপদ্বীপ, কুড়িল দ্বীপপুঞ্জ এবং গোটা ওখট্স্ক সাগর। শীতকালে হোণ্শুউ এবং ক্যালিফোর্নিয়া[5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.