নোয়াখালীয় উপভাষা বা নোয়াখালীয় বাংলা হচ্ছে ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের অন্তর্গত বাংলা ভাষার একটি উপভাষা। এটি বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের মানুষের প্রধান উপভাষা। বর্তমান চট্টগ্রাম বিভাগের নোয়াখালী,ফেনীলক্ষীপুরের স্থানীয় মানুষের প্রধান উপভাষা এটি। নোয়াখালী,ফেনী ও লক্ষীপুর ছাড়াও পার্শবর্তী কুমিল্লা, চাঁদপুর জেলার দক্ষিণ অঞ্চলের মানুষও এ উপভাষাতে কথা বলে।এমনকি বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিন ত্রিপুরায় বিলোনিয়া,হৃষ্যমুখ প্রধান উপভাষা হিসেবে প্রচলিত। তবে দক্ষিণ কুমিল্লা ও দক্ষিণ চাঁদপুরের ভাষায় আশেপাশের অঞ্চলের উপভাষার অনেক উপাদান বিদ্যমান রয়েছে। সেকারণে এদুটো উপভাষাকে পাঁচমিশালি উপভাষা বলা চলে। দক্ষিণ কুমিল্লার মানুষজন নিজেদের কথ্য ভাষাকে ‘লাকসাইম্মা’ ও ‘চৌদ্দগেরাইম্মা’ ডেকে থাকে। নোয়াখালীয় উপভাষার সঙ্গে এগুলোর যথেষ্ট মিল থাকলেও বৈসাদৃশ্যও কম নয়।

দ্রুত তথ্য নোয়াখালীয়, দেশোদ্ভব ...
নোয়াখালীয়
  • নোয়াখাইল্লা
নোয়াখালী জেলার স্থানীয় মানুষের প্রধান কথ্য ভাষা নোয়াখালীয়।
দেশোদ্ভববাংলাদেশ এবং ভারত
অঞ্চলবৃহত্তর নোয়াখালী, দক্ষিণ ত্রিপুরা
মাতৃভাষী
৭০ লক্ষ (২০১১)
উপভাষাচাটখিল[1][2]
বাংলা,
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
বন্ধ

প্রমিত বাংলার সঙ্গে ব্যকরণগত মিল এবং কাছাকাছি অঞ্চলের বরিশালি উপভাষার সঙ্গে এর যথেষ্ট মিল বিদ্যমান থাকায় এটিকে একটি বাংলা উপভাষা হিসাবে বিবেচনা করা হয়।

নোয়াখালীয় ভাষা কৌতুকইন্টারনেট মিম পোস্টিং এর জন্য সর্বদাই বিখ্যাত। হাস্যরসাত্মক নাটকচলচ্চিত্রতেও এর প্রভাব লক্ষ্যণীয়। নোয়াখালীয় উপভাষায় বেশ কিছু লোকগানও রচিত হয়েছে।

ভৌগোলিক বিস্তার

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুরফেনী জেলার মানুষের মুখের কথ্য ভাষা হচ্ছে এই উপভাষা। তাছাড়া বৃহত্তর নোয়াখালীর পাশ্ববর্তী জেলার মধ্যে দক্ষিণ কুমিল্লা, দক্ষিণ চাঁদপুর মানুষের উপভাষাও নোয়াখাইল্লা। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় মানুষের উপভাষার ব্যাকরণেও নোয়াখালীর উপভাষার সঙ্গে অনেকাংশে মিল খুঁজে পাওয়া যায় যেটি মূলত চাটগাঁইয়া এবং নোয়াখাইল্লা মিশ্রিত একটি উপভাষা।এর বাইরে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া,হৃষ্যমুখ জেলায় প্রধান কথ্য ভাষা হিসেবে নোয়াখাইল্লা উপভাষা প্রচলিত।

প্রমিত বাংলার সঙ্গে পার্থক্য

আরও তথ্য প্রমিত বাংলা, নোয়াখাইল্লা ...
প্রমিত বাংলানোয়াখাইল্লাটীকা
ছেলেহোলা/হুত
পানিহানি
শোনো~শুনোহুন/হুনো
কিকিয়া/কিতা
আমিআঁই
হাইআই
সকলবেকে/বেগগুন"বেবাক-গুলিন" থেকে আগত
পেঁপেহাবিয়া/কবিয়া
কলকাতাকইলকাত্তা
বড়, বড্ডবড্ডা
ডিম, আণ্ডা, বয়দাবয়জা/ডিমাআরবি: بيضة, প্রতিবর্ণীকৃত: bayḍah থেকে আগত
শয়তানিখন্নাশি[3]আরবি: خناس, প্রতিবর্ণীকৃত: khannās থেকে আগত
শুয়ে পড়াহুতা/হুতি যা
বন্ধু, দোস্ত, ইয়ারবন্দু, দোস্ত, এয়ার
সে আমাকে ফোন করেছিলহেতে আঁরে হোন কইর্ছিলো
করতে দেব নাকইত্তাম দিতান্ন
আমার মনে হয় পাঁচটা বাজেআঁত্তুন লাগে যেন হাঁসটা বাইজ্জে
পায়খানাহাইকানা
চিরুনিকাঁই
শশুরহোর
শাশুড়িহড়ি
শ্যালক/শালাহালা
শালিকা/শালিহালি
আপনার নাম কি?আন্নের নাম কিয়া?
তোমার নাম কি?তোঁয়ার নাম কিয়া?
আপনি কোথায় যাবেন?আন্নে কোঁনাই যাইবেন?
আপনি কি খাওয়া-দাওয়া করেছেন?আন্নে কি খানা-দানা খাইচেন্নি?
আমি রাতে ভাত খাই নাআঁই রাইত্তা বাত খাই না
আপনি কেন এখানে এসেছেন?আন্নে কিল্লাই ইয়ানে আইচেন?
আমাদের ভাষা নোয়াখাইল্লাআংগো বাষা নোয়াখাইল্লা
বন্ধ

আরও দেখুন

আরো পড়ুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.