নাভোই প্রদেশ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নাভোই অঞ্চল (উজবেক: Навоий вилояти, নাভোই ভিলোয়াতি, রুশ: Навоийская область) হলো উজবেকিস্থানের একটি অঞ্চল। এটি দেশটির কেন্দ্রীয় উত্তর / উত্তর পূর্বাংশে অবস্থিত। কিজিল-কুম মরুভূমির এক বৃহৎ অংশ সহ এই প্রদেশটির আয়তন ১,১১,০৯৫ কিমি২ (৪২,৮৯৪ মা২), যা এটিকে দেশের সবচেয়ে বড় প্রদেশের মর্যাদা দিয়েছে, যদিও ১,৬৬,৫৯০ বর্গকিলোমিটার আয়তনের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র কারাকালপাকস্তান সর্ববৃহৎ অঞ্চল।[1] নাভোই অঞ্চলের কাজাখস্তান, সমরকন্দ প্রদেশ, বুক্সোরো প্রদেশ, জিজাখ প্রদেশ এবং কারাকালপাকস্তান প্রজাতন্ত্রের সাথে সীমন্ত রয়েছে। ২০২২ সালে এখানকার আনুমানিক লোকসংখ্যা ছিলো ১০,৩৩,৮৫৭ জন, যার ৫১% অধিবাসীই গ্রামীণ এলাকায় বসবাস করে।[2][3] এর রাজধানী নাভোই, যার আনুমানিক লোকসংখ্যা ১,৪৬,৯০০ জন।[4] এই অঞ্চলটি এবং এর রাজধানীর নামকরণ করা হয়েছে কবি আলী-শির নাভাই-এর নামানুসারে।
নাভোই অঞ্চল Навоий вилояти / নাভোই ভিলোয়াতি (উজবেক) | |
---|---|
প্রদেশ | |
উজবেকিস্তানে নাভোই | |
স্থানাঙ্ক: ৪২°০′ উত্তর ৬৪°১৫′ পূর্ব | |
দেশ | উজবেকিস্তান |
রাজধানী | নাভোই |
সরকার | |
• হাকিম | নরমাট তুরসুনোভ |
আয়তন | |
• মোট | ১,১১,০৯৫ বর্গকিমি (৪২,৮৯৪ বর্গমাইল) |
উচ্চতা | ১২৬ মিটার (৪১৩ ফুট) |
জনসংখ্যা (২০২২) | |
• মোট | ১০,৩৩,৮৫৭ |
• জনঘনত্ব | ৯.৩/বর্গকিমি (২৪/বর্গমাইল) |
সময় অঞ্চল | পূর্ব (ইউটিসি+৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | নির্দিষ্ট নয় (ইউটিসি+৫) |
আইএসও ৩১৬৬ কোড | UZ-NW |
জেলা | ৮ |
নগর | ৭ |
শহর | ৪৬ |
গ্রাম | ৫৮২ |
ওয়েবসাইট | www |
নাভোইয়ের জলবায়ু সাধারণ উপ-মরুভূমি এলাকার মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। নাভোই অঞ্চলটিতে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা রয়েছে, বিশেষত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং দামী ধাতু ও নির্মাণ কাজের কাঁচামালের। এখানকার অর্থনীতি ভীষণভাবে খনিজ পদার্থ উত্তোলন, ধাতব পরিশোধন এবং রাসায়নিক দ্রব্য উৎপাদন কাণ্ডের উপর নির্ভরশীল। নাভোই এবং জারাফশান খনি হতে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ উত্তোলিত হয়।
প্রধান কৃষিজ পণ্য হলো তুলা এবং কারাকুল ভেড়া। সেচ ব্যবস্থার আওতায় আনা গেলে এর ৯০ শতাংশ এলাকাই কৃষিজ পণ্য উৎপাদনের জন্য উর্বরভূমি হিসাবে অনন্য।
নাভোই প্রদেশে ৮টি জেলা এবং তিনটি জেলা-পর্যায়ের নগর: নাভোই, জারাফশান ও গজগন রয়েছে।[1][4]
ক্রম | জেলার নাম | জেলার রাজধানী |
---|---|---|
১ | কোনিমেক্স জেলা | কনিমেক্স |
২ | কিজিলটেপা জেলা | কিজিলটেপ |
৩ | জাটিরচি জেলা | ইয়ানগিরাবড |
৪ | নাভবাহর জেলা | বেশরাবোট |
৫ | কারমানা জেলা | কারমানা |
৬ | নুরোটা জেলা | নুরোটা |
৭ | টোমডি জেলা | টোমডিবুলোক |
৮ | উচকুডুক জেলা | উচকুডুক |
নাভোই প্রদেশে ৭টি নগর (নভোই, জারাফশান, গজগন, কিজিলটেপা, নুরোটা, উচকুডুক, ইয়ানগিরাবড) এবং ৪৬টি ছোট শহর রয়েছে।[1][4]
নাভোই অঞ্চলটি দেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় এটি দেশের সর্ববৃহৎ শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। এই অঞ্চলে খনিজ ও কাঁচামালের সমৃদ্ধ আবাসস্থল - স্বর্ণ, সিলিকা, গ্রানাইট, মার্বেল, ফসফেট সহ আরও অনেক দ্রব্যের।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.