নানা পাটেকর একজন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্রাভিনেতা। তিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন ও একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন। পারিন্দা (১৯৮৯) সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পান। ২০১৩ সালে চলচ্চিত্র ও শিল্পে অবদানের কারণে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। অপহরণ ছবিতে খলনায়কের চরিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পান তিনি। তার পরিচালিত চলচ্চিত্র প্রহার, দ্যা ফাইনাল এটাক।

দ্রুত তথ্য নানা পাটেকর, জন্ম ...
নানা পাটেকর
Thumb
নানা পাটেকর
জন্ম
বিশ্বনাথ পাটেকর

(1951-01-01) ১ জানুয়ারি ১৯৫১ (বয়স ৭৩)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামনানা
মাতৃশিক্ষায়তনস্যার জে জে ইনস্টিটিউট অফ এপ্লায়েড আর্টস
পেশাঅভিনেতা, চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৯৭৮–বর্তমান
প্রতিষ্ঠাননাম ফাউন্ডেশন
দাম্পত্য সঙ্গীনীলাকন্ঠি পাটেকর
সন্তানমল্লার পাটেকর
পিতা-মাতাদিনকর পাটেকর
সঞ্জনাবাই পাটেকর
পুরস্কারপদ্মশ্রী (২০১৩)
বন্ধ

প্রারম্ভিক জীবন

নানা পাটেকর মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার আদি নাম ছিল বিশ্বনাথ। মুম্বাইয়ের জে জে আর্ট ইনস্টিটিউট থেকে শিক্ষা সম্পূর্ণ করেন তিনি।

চলচ্চিত্র জীবন

নানা পাটেকর বিভিন্ন ধরনের চরিত্র করার জন্যে প্রসিদ্ধ। তার প্রথম ছবি গমন (১৯৭৮)। এর পরে মারাঠি চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় অভিনয় জীবন শুরু করেন তিনি।

অভিনয় তালিকা

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
১৯৭৮গমনবাসু
১৯৭৯সিংহাসনMarathi film
১৯৮০ভালুMarathi film
১৯৮২রঘু ময়নাMarathi film
১৯৮৩সাবিত্রীMarathi film
১৯৮৪আজ কি আওয়াজজগমোহনদাস
১৯৮৫গড় জেজুরি জেজুরিMarathi film
১৯৮৬ অঙ্কুশরবি
লর্ড মাউন্টব্যাটেন: দ্য লাস্ট ভাইসরয়নাথুরাম গডসে
মাফিচা সাক্ষীদাররাজেন্দ্র জাক্কালMarathi film
based on Joshi-Abhyankar serial murders
ফাঁসিকা ফান্দারাঘবেন্দ্র
১৯৮৭ সূত্রধরকুমার
মোহরেআবদুল
অন্ধা যুধএস. পি. সুহাস ডান্ডেকার
প্রতিঘাতএক্স-কনস্টাবল করমবীর
১৯৮৮ তৃষাগ্নি
সালাম বোম্বে!বাবা
১৯৯০Jungle Book Shōnen Mowgli (Hindi)শের খান (কণ্ঠ)
১৯৯০ পারিন্দাআন্না শেঠ
থোড়াসা রুমানি হো যায়েNatwarlal aka Dhrushtadyumna Padmanabh
Prajapati Neelkant Dhumketu Barish Kar
১৯৯১ প্রহার: দ্য ফাইনাল এটাকমেজর চৌহান
দিশাবসন্ত ডি. মন্দ্রে
দিক্ষাকোগা পণ্ডিত
১৯৯২ রাজু বন গয়ে জেন্টলম্যানজয়
অংগারমাজিদ খান
১৯৯৩তিরঙ্গাশিবাজিরাও ওয়াগল
1994 ক্রান্তিবীরপ্রতাপ নারায়ণ তিলক
অভয়গোস্ট
1995হাম দুনোবিশাল সিংগাল
১৯৯৬ অগ্নি সাক্ষিবিশ্বনাথ
'খামোশি: দ্যা মিউজিক্যালজোসেফ ব্রাগানজা
১৯৯৭ Ghulam-E-Mustafaগুলাম-ই-মুস্তাফা
যশোয়ন্তযশোবন্ত লোহার
১৯৯৮ যুগপুরুষঅনিরুদ্ধ
ওয়াজুদমালহার গোপালদাস অগ্নিহোত্রী/কর্নেল লাট্টি
১৯৯৯ হু তু তুভাউ
কোহরামমেজর অজিত
২০০০ গেংআবদুল
তরকিবযশরাজ প্যাটেল
২০০২ বধডা. অর্জুন সিং
শক্তি: দ্য পাওয়ারনরসিমহা
২০০৩ ভূতইন্সপেকটর লিয়াকত কুরায়েশী
ডরনা মানা হ্যায়জন রড্রিগেজ
আঁচমহাদেব
২০০৪অব তক ছাপ্পানইন্সপেকটর সাধু আগাশে
২০০৫ অপহরণতাব্রেজ আলম
পক পক পকাকভুতিয়াMarathi film
ব্লাফমাস্টার!চান্দ্রু পারেখ
২০০৬Taxi No. 9211রাঘব শাস্ত্রী
২০০৭ হ্যাট্রিকডক্টর
দশ কহানিয়াMan Carrying balloons for dead wife in the story "Gubbare"
ওয়েলকামডন উদয় শেট্টি / শংকর শেট্টি
ইয়াত্রাদশরথ জোগ্লেকর
দ্যা পুলবাংলো ঔনার
২০০৮ এক:দ্যা পাওয়ার অফ ওয়ানসিবিআই অফিসার রেন
বোম্মালাত্তমফিল্ম ডিরেক্টরতামিল সিনেমা
২০০৯হরন ওকে প্লিসগোবিন্দা
২০১০ পাঠশালাপ্রিন্সিপাল আদিত্য সহায়
রাজনীতিব্রিজ গোপাল
তুম মিলো তো সহিসুব্রামনিয়ম
ইয়ক্ষপুলিস অফিসারকন্নড় সিনেমা
২০১১ শাগরিদহনুমন্ত সিং
দেউলভাও গালন্দ্Marathi film
২০১২কামাল

ধামাল

মালামাল
কাল্লু
২০১৩ [[দ্য এটাক অন ২৬/১১(সিনেমা)রাকেশ মারিয়া, Joint Commissioner of Police (Crime).[1][2]
It's My Lifeবিজনেসম্যান
হাংগামে পে হালগামাজিগর ভাইয়া
২০১৪ Dr. Prakash Baba Amte: The Real HeroDr. Prakash AmteMarathi film
Yashwantrao Chavan– Bakhar Eka VaadalaachiPratap DeshmukhMarathi film
২০১৫ Ab Tak Chhappan 2ইন্সপেকটর সাধু আগাশে
ওয়েলকাম ব্যাক উদয় শেট্টী
২০১৬ নটসম্রাটগণপতরাও রামচন্দ্র বেলওয়াকারMarathi film
The Jungle Book (Hindi)Shere Khan (Voice)
তড়োকাTukaramHindi film
২০১৮ ওয়েডিং এনিভারসারিNagarjunHindi film
বন্ধ

ব্যক্তিগত জীবন

তার স্ত্রীর নাম নীলকণ্ঠী পাটেকর। একটি পুত্রসন্তান আছে তাদের। নাম মল্লার পাটেকর। বর্তমানে নানা পাটেকরের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। নানা রাইফেল শুটিং অনুশীলন করেন। তিনি জিভি মভলঙ্কর রাইফেল শুট প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী ব্যক্তি।

সম্মান

২০১৩ সালে কলা বিভাগে বিশেষ অবদানের জন্য মহারাষ্ট্র রাজ্যের সুপারিশে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.