Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নাগা স্ব-প্রশাসিত অঞ্চল (বর্মী: နာဂကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ [nàɡa̰ kòbàɪɰ̃ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɰ̃ja̰ dèθa̰]) হল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাগা পাহাড় এলাকার একটি স্ব-প্রশাসিত অঞ্চল। এর প্রশাসনিক রাজধানী হল লাহে শহর।[2]
নাগা স্ব-প্রশাসিত অঞ্চল နာဂကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ | |
---|---|
স্ব-প্রশাসিত অঞ্চল | |
মিয়ানমারে নাগা অঞ্চলটি হালকা নীল রঙে দেখা যাচ্ছে = জনপদের সংখ্যা | |
দেশ | মিয়ানমার |
অঞ্চল | সাগাইং অঞ্চল |
রাজধানী | লাহে |
সরকার | |
• চেয়ারপার্সন | কে হোসাই |
জনসংখ্যা (২০১৪)[1] | |
• মোট | ১,১৬,৮২৮ |
বিশেষণ | নাগা |
ওয়েবসাইট | নাগা স্ব-প্রশাসিত অঞ্চল |
নাগা স্ব-প্রশাসিত অঞ্চলটি মিয়ানমারের ২০০৮ সালের সংবিধানের শর্ত অনুসারে তৈরি করা হয়েছিল।[3] ২০ আগস্ট ২০১০ তারিখের আদেশ দ্বারা এর আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়।[4][2]
আগস্ট ২০১৬ সালে হামের প্রাদুর্ভাবে ৪৪ জন শিশুর মৃত্যু হয়েছিল।[5][6] দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর কারণে হামের টিকা দেওয়ার অভাবে এই প্রাদুর্ভাব ঘটতে পারে।[7]
নাগা স্ব-প্রশাসিত অঞ্চলটি একটি নেতৃস্থানীয় সরকার দ্বারা পরিচালিত হয়, যেটিতে কমপক্ষে দশজন সদস্য থাকে ও আঞ্চলিক লুত্তাও (আইনসভা) সহ এতে প্রতিটি এলাকা থেকে নির্বাচিত সদস্য এবং সশস্ত্র বাহিনী কর্তৃক মনোনীত সদস্য অন্তর্ভুক্ত থাকে। নেতৃস্থানীয় সরকার কার্যনির্বাহী ও আইনি উভয় কার্য সম্পাদন করে এবং এর চেয়ারপার্সন পদটি বর্তমানে কে হসাই এর কাছে রয়েছে।[8] নগর ও গ্রামীণ উন্নয়ন, রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং জনস্বাস্থ্য সহ নীতির দশটি ক্ষেত্রে নেতৃস্থানীয় সরকারের দক্ষতা রয়েছে।[9]
অঞ্চলটি তিনটি জনপদ নিয়ে গঠিত:[10]
উপজনপদ
নাগা স্ব-প্রশাসিত অঞ্চল তৈরির আগে তিনটি জনপদই আগে হাকামতি জেলার অংশ ছিল।
২০১৫ সালে হাকমতি ও হোমালিন জনপদ নাগা স্ব-প্রশাসিত অঞ্চলে যুক্ত করার প্রস্তাব করা হয়। নাগারা এই প্রস্তাবের প্রতি স্বাগত জানালেও জনপদগুলোর অন্যান্য নৃগোষ্ঠী এর বিরোধিতা করে।[11]
অঞ্চলটি নাগাদের দ্বারা স্ব-শাসিত হওয়ার জন্য তৈরি করা হয়েছিল। মায়ানমারের নাগা জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ খ্রিস্টান এবং এক-তৃতীয়াংশ থেরবাদ বৌদ্ধ ধর্ম পালন করে।[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.