নলহাটি বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নলহাটি (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি বিধানসভা কেন্দ্র।
নলহাটি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৮′ উত্তর ৮৭°৪৯′ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বীরভূম |
কেন্দ্র নং. | ২৯৩ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৪২. বীরভূম |
নির্বাচনী বছর | ১৭৬,৫৩৬ (২০১১) |
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৯৩ নং নলহাটি বিধানসভা কেন্দ্রটি নলহাটি-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং কুশমোর-১, কুশমোর-২ এবং রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত গুলি মুরারই-২ সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত।[1]
নলহাটি বিধানসভা কেন্দ্রটি ৪২ নং বীরভূম লোকসভা কেন্দ্র এর অন্তর্গত। [1]
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল | |
---|---|---|---|---|
১৯৫১ | নলহাটি | মহম্মদ ইয়াকুব হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[2] | |
১৯৫৭ | মহম্মদ ইয়াকুব হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[3] | ||
শিশির কুমার সাহা | ভারতীয় জাতীয় কংগ্রেস [3] | |||
১৯৬২ | শিরোমনি প্রসাদ | ভারতীয় জাতীয় কংগ্রেস[4] | ||
১৯৬৭ | গোলাম মহিউদ্দিন | নির্দল [5] | ||
১৯৬৯ | গোলাম মহিউদ্দিন | নির্দল[6] | ||
১৯৭১ | গোলাম মহিউদ্দিন | নির্দল[7] | ||
১৯৭২ | গোলাম মহিউদ্দিন | নির্দল[8] | ||
১৯৭৭ | ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[9] | ||
১৯৮২ | সত্তিক কুমার রায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[10] | ||
১৯৮৭ | সত্তিক কুমার রায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[11] | ||
১৯৯১ | সত্তিক কুমার রায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[12] | ||
১৯৯৬ | কালিমুদ্দিন শামস | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[13] | ||
২০০১ | কালিমুদ্দিন শামস | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[14] | ||
২০০৬ | দীপক চ্যাটার্জী | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[15] | ||
২০১১ | অভিজিত মুখার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[16] |
২০১৩ সালের উপনির্বাচনে, বিধায়ক অভিজিৎ মুখার্জী জঙ্গীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন ফলে উপনির্বাচন হয়]।[17]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
ফরওয়ার্ড ব্লক | দীপক চ্যাটার্জী | ৫৫,৩৪১ | ৩২.৯৯ | -৫.৯৬ | |
কংগ্রেস | আব্দুর রহমান | ৪৭,৫৯৫ | ২৮.৩৮ | -২০.২৭ | |
তৃণমূল | বিপ্লব কুমার ওঝা | ৪৭,০৪১ | ২৮.০৫ | +২৮.০৫ | |
বিজেপি | অনিল সিংহ | ১২,২১৯ | ৭.২৮ | +০.৪৬ | |
এআইইউডিএফ | মহ.নুরুল হোদা | ১,৯৫৩ | ১.১৬ | ||
নির্দল | ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় | ১,৩৬৮ | |||
জনতা পার্টি | নুরুল ইসলাম | ১,২২৭ | |||
নির্দল | কাওসার শেখ | ৯৫৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৭,৭০১ | ||||
কংগ্রেস থেকে ফরওয়ার্ড ব্লক অর্জন করেছে | সুইং |
২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের অভিজিত মুখার্জী (প্রণব মুখার্জীর পুত্র) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইআইএফবির দীপক চ্যাটার্জীকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | অভিজিত মুখার্জী | ৭৬,০৪৭ | ৪৮.৬৫ | +৩.২২ | |
ফরওয়ার্ড ব্লক | দীপক চ্যাটার্জী | ৬০,৮৮৭ | ৩৮.৯৫ | -১১.৪৯ | |
বিজেপি | অনিল সিংহ | ১০,৬৫৬ | ৬.৮২ | ||
বিএসপি | বিকাশ মণ্ডল | ২,৭১৭ | ১.৭৪ | ||
নির্দল | রুদ্র দেব ঘোষ | ১,৫১৬ | |||
নির্দল | আজরেল মহম্মদ | ১,২৫৮ | |||
এসইউসিআই(সি) | রফিকুল হাসান | ১,১২৩ | |||
নির্দল | প্রভাত কুমার মণ্ডল | ৯১২ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৬,৩২৯ | ৮৮.৫৫ | |||
ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেস অর্জন করেছে | সুইং | +১৪.৭১ |
পার্টি | আসন জয় | আসন পরিবর্তন |
---|---|---|
তৃণমূল কংগ্রেস | ৬ | ৫ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ২ | ১ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ৪ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ১ | ২ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ১ |
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[15] ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জী নলহাটি কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আব্দুল ওয়ালে মোল্লাকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১[14] এবং ১৯৯৬ সালে[13] ফরওয়ার্ড ব্লকের কালিমুদ্দিন শামস কংগ্রেসের শরিফ হোসেনকে পরাজিত করেন। ফরওয়ার্ড ব্লকের সত্তিক কুমার রায় ১৯৯১ সালে বিজেপির মদন মোহন মণ্ডলকে,[12] ১৯৮৭ সালে কংগ্রেসের বিন্দাবন সাহাকে[11] এবং ১৯৮২ সালে কংগ্রেসের সচিনানন্দন সাউকে পরাজিত করেন।[10] ফরওয়ার্ড ব্লকের ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় ১৯৭৭ সালে কংগ্রেসের অভয় চরণ দাসকে পরাজিত করেন।[9][23]
নির্দলের গোলাম মহিউদ্দিন ১৯৭২,[8] ১৯৭১,[7] ১৯৬৯[6] এবং ১৯৬৭ সালে[5] জয়ী হন। ১৯৬২ সালে কংগ্রেসের শিরোমনি প্রসাদ জয়ী হন।[4] ১৯৫৭ সালে নলহাটি কেন্দ্রে যৌথ আসন ছিল। কংগ্রেসের মহম্মদ ইয়াকুব হোসেন এবং শিশির কুমার সাহা উভয়ই নলহাটি কেন্দ্র থেকে জয়ী হন।[3] স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে কংগ্রেসের মহম্মদ ইয়াকুব হোসেন জয়ী হন।[2][24]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.