নভদেভিচে সমাধি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নভদেভিচে সমাধি (রুশ: Новоде́вичье кла́дбище) হল মস্কোতে অবস্থিত একটি বিখ্যাত সমাধি। ১৮৯৮ সালে এটি উদ্বোধন করা হয়। এটি মস্কোর তৃতীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা ষোড়শ শতাব্দীর নভদেভিচে কনভেন্টের দক্ষিণ প্রাচীরের নিকটে অবস্থিত।[1]
সমাধিটির নকশা করেন ইভান মাশকভ এবং ১৮৯৮ সালে এটি উদ্বোধন করা হয়।[2] মধ্যযুগীয় মুস্কোভিত সন্ন্যাসালয়গুলো (সিমনভ, দানিলভ, দনস্কয়) ধ্বংস করা হলে ১৯৩০-এর দশক থেকে এই সমাধির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। দনস্কয়ের সমাধিটি কেবল যোসেফ স্তালিনের যুগ পর্যন্ত ঠিকেছিল। অনেক বিখ্যাত রুশ ব্যক্তিদের তথা নিকলাই গোগল ও সের্গেই আকসাকভকে অন্যান্য সন্ন্যাসালয়ে সমাহিত করার পর পুনরায় নভদেভিচে সমাহিত করা হয়েছিল।
নভদেভিচে সমাধিতে নিম্নোক্ত ভাস্করদের কাজ পাওয়া যায়:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.