Loading AI tools
একটি ইউকে ভিত্তিক ইংরেজি ভাষার ব্রডশিট দৈনিক পত্রিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি: The Daily Telegraph) একটি ইউকে ভিত্তিক ইংরেজি ভাষার ব্রডশিট দৈনিক পত্রিকা, যা লন্ডন থেকে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত এবং যুক্তরাজ্য সহ আন্তর্জাতিকভাবেও বিতরণকৃত। আর্থার বি. স্লেইগ কর্তৃক জুন ১৮৫৫ সালে দ্য ডেইলি টেলিগ্রাফ অ্যান্ড কুরিয়ার নামে এটি প্রতিষ্ঠিত হয়, এবং ২০০৪ সাল থেকে ডেভিড ও ফ্রেডেরিক বার্কলে কর্তৃক এর মালিকানাধীন হস্তান্তর করা হয়। মার্চ, ২০১৪ সালে এর দৈনিক প্রচলন ছিল ৫২৩,০৪৮,[3] যা ২০১৩ সালের ৫৫২.০৬৫ থেকে কম। [4] তুলনামূলকভাবে, দ্য টাইমস পত্রিকার গড়ে প্রতিদিন প্রচলন ছিল ৪০০,০৬০,[4] কমে ৩৯৪,৪৪৮।[5]
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | Telegraph Media Group |
সম্পাদক | ইয়ান ম্যাকগ্রেগর |
প্রতিষ্ঠাকাল | ১৮৫৫ |
রাজনৈতিক মতাদর্শ | Centre-right Conservative[1] |
সদর দপ্তর | ১১১ বাকিংহাম প্যালেস রোড, লন্ডন, SW1W 0DT |
প্রচলন | ৫১১,৮৬৮ প্রতিদিন[2] (আগস্ট ২০১৪ অনুযায়ী) |
আইএসএসএন | ০৩০৭-১২৩৫ |
ওসিএলসি নম্বর | 49632006 |
ওয়েবসাইট | telegraph.co.uk |
এটি দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকার ভগিনী পত্রিকা। এটি ভিন্ন সম্পাদকীয় কর্মীদের কর্তৃক আলাদাভাবে পরিচালিত হয়। ২০০৯ এর জানুয়ারীতে দ্য ডেইলি টেলিগ্রাফ যুক্তরাজ্যের সর্বোচ্চ বিক্রীত পত্রিকা ছিল। এক গবেষণা জরিপে দেখা গেছে যে, পত্রিকাটির ৬৪% পাঠক কনজারভেটিভ পার্টি সমর্থন করে।[6]
দ্য ডেইলি টেলিগ্রাফ অ্যান্ড কুরিয়ার জুন ১৮৫৫ সালে কর্নেল আর্থার বি. স্লেইগ কর্তৃক প্রতিষ্ঠিত হয়, ব্রিটিশ সেনা, কমান্ডার-ইন-চিফ প্রিন্স জর্জ, ডিউক অফ কেমব্রিজের বিরুদ্ধে একটি ব্যক্তিগত অসন্তোষের কারণে।[1][7] জোসেফ মোসেস লেভি, দ্য সানডে টাইমসের মালিক, সংবাদপত্র মুদ্রণ করতে রাজি হন, এবং জুন ২৯, ১৮৫৫ সালে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.