দ্বিতীয় মন্দির
জেরুজালেমের হারাম আল-শরিফে অবস্থিত ইহুদিদের পবিত্র মন্দির (৫১৬ খ্রিস্টপূর্ব - ৭০) উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জেরুজালেমের হারাম আল-শরিফে অবস্থিত ইহুদিদের পবিত্র মন্দির (৫১৬ খ্রিস্টপূর্ব - ৭০) উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দ্বিতীয় মন্দির (হিব্রু: בֵּית־הַמִּקְדָּשׁ הַשֵּׁנִי, বেইথ হা'মিকদাশ হা'শেনি) জেরুজালেমের হারাম আল-শরিফে অবস্থিত ইহুদিদের কেন্দ্রীয় পবিত্র মন্দির, যার অস্তিত্ব আনু. ৫১৬ খ্রিস্টপূর্ব থেকে আনু. ৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলো।
| |
---|---|
בית־המקדש השני | |
ধর্ম | |
অঞ্চল | ইস্রায়েল দেশ |
ঈশ্বর | যিহোবা |
অবস্থান | |
অবস্থান | হারাম আল-শরিফ, জেরুজালেম |
স্থানাঙ্ক | ৩১.৭৭৮০১৩° উত্তর ৩৫.২৩৫৩৬৭° পূর্ব |
স্থাপত্য | |
সৃষ্টিকারী | জেরুবাবেল (বাইবেল অনুযায়ী), মহান হেরোড কর্তৃক পুনর্নির্মিত |
ধ্বংস | ৭০ খ্রিস্টাব্দ |
বিনির্দেশ | |
উচ্চতা (সর্বোচ্চ) | ৪৫.৭২ মিটার (১৫০.০ ফু) |
উপাদানসমূহ | জেরুজালেম পাথর |
মাতৃ তালিকায়ন | দ্বিতীয় মন্দির |
ইতিহাস | |
প্রতিষ্ঠিত |
|
স্থান নোটসমূহ | |
খননের তারিখ | ১৯৩০, ১৯৬৭, ১৯৬৮, ১৯৭০–১৯৭৮, ১৯৯৬–১৯৯৯, ২০০৭ |
প্রত্নতত্ত্ববিদ | চার্লস ওয়ারেন, বেঞ্জামিন মাজার, রনি রেইচ, এলি শুকরন, ইয়াকভ বিলিং |
অবস্থা | সম্পূর্ণভাবে ধ্বংসকৃত; প্রত্নতাত্ত্বিক পার্ক |
মালিকানা | জেরুজালেম ইসলামি ওয়াকফ |
জনসাধারণের প্রবেশাধিকার | মন্দির এসপ্ল্যানেড (হারাম): সীমিত; পশ্চিমের প্রাচীর: লিঙ্গ ভিত্তিতে; প্রত্নতাত্ত্বিক পার্ক: হ্যাঁ |
হিব্রু বাইবেল অনুসারে শলোমনের মন্দিরটিকে (প্রথম মন্দির) দ্বিতীয় মন্দির দ্বারা প্রতিস্থাপিত করা হয়[1] যা ৫৮৬ খ্রিস্টপূর্বে ব্যাবিলনীয়দের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং যিহূদা রাজ্যের একটি অংশকে পরবর্তীতে ব্যাবিলনে নির্বাসিত করা হয়।
বাইবেল অনুযায়ী দ্বিতীয় মন্দিরটি নির্মাণে পারস্য সাম্রাজ্যের ইয়াহুদি প্রদেশের রাজ্যপতি ও ডেভিড রাজবংশের রাজপুত্র জেরুবাবেলের নেতৃত্বে ব্যাবিলনে নির্বাসন ফেরত ইহুদি দল নির্মাণ করে। তবে হাসমোনীয় সাম্রাজ্যের রাজা মহান হেরোডের আমলে দ্বিতীয় মন্দিরটি নতুন করে সংস্কার করা হয় এবং সম্প্রসারণ করা হয়। ব্যাবিলনীয়রা যেভাবে শলোমনের মন্দির ধ্বংস করেছিলো ঠিক সেভাবেই রোমানরা আনুমানিক ৭০ খ্রিস্টাব্দে ইহুদি বিদ্রোহের সময় দ্বিতীয় মন্দিরটি ধ্বংস করে। দ্বিতীয় মন্দিরটি ৫৮৫ বছর টিকে ছিলো।[2][lower-alpha 1]
ইহুদি অক্ষতত্ত্ব বিশ্বাস করে ভবিষ্যতে মশীহের যুগে দ্বিতীয় মন্দিরটি নতুন তৃতীয় মন্দির দ্বারা প্রতিস্থাপিত হবে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.