Loading AI tools
সায়ান বন্দোপাধ্যায় পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দোআঁশ ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। এর কাহিনী ও সংলাপ লেখার সাথে পরিচালনা করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়।[1][2] মোজোটেল এন্টারটেনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশন'-এর ব্যানারে প্রযোজনা করেছেন সুমনা কাঞ্জিলাল। প্রধান চরিত্র অভিনয় করেছেন সঞ্জিতা মুখোপাধ্যায়, শ্রীতমা দে এবং অনুভব কাঞ্জিলাল। এতে সুন্দরবনে কতটা অসহায় মানুষ বেঁচে থাকে তার একটি চমকপ্রদ গল্প বর্ণিত হয়।[3] যা ৫ই জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[4]
দোআঁশ | |
---|---|
সুরদীপ হাজরা কর্তৃক চলচ্চিত্র সঙ্গীত | |
মুক্তির তারিখ | ২০২৪ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
দৈর্ঘ্য | ৮:১১ |
সঙ্গীত প্রকাশনী | জি মিউজিক |
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুরদীপ হাজরা। মোট চারটি গানের মধ্যে দুটি লিখেছেন সায়ান বন্দ্যোপাধ্যায় এবং বাকি ঐতিহ্যবাহী লোকসঙ্গীত থেকে রূপান্তর করা হয়েছে।[6] "পিরিত ভরা কালা চোখে" গানটি গায় পারিজাত প্রধান।[7] "ওরে বনবিবি রে" এবং "কাঙালেরো মাতা তুমি" গানদুটি গেয়েছেন অহেলী সরকার।[8][9] সর্বশেষ "গাজীর গান" গেয়েছেন সুরদীপ হাজরা।[10]
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "পিরিত ভরা কালা চোখে" | সায়ান বন্দ্যোপাধ্যায় | পারিজাত প্রধান | ৪:১৫ |
২. | "ওরে বনবিবি রে" | সায়ান বন্দ্যোপাধ্যায় | অহেলী সরকার | ১:৪০ |
৩. | "গাজীর গান" | ঐতিহ্যবাহী | সুরদীপ হাজরা | ১:২২ |
৪. | "কাঙালেরো মাতা তুমি" | ঐতিহ্যবাহী | অহেলী সরকার | ১:০০ |
মোট দৈর্ঘ্য: | ৮:১১ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.