দেহ নিয়ে লজ্জা দেওয়া
বাহ্যিক রূপের উপর ভিত্তি করে বৈষম্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দেহ নিয়ে লজ্জা দেওয়া হচ্ছে কোনও ব্যক্তির শারীরিক অবস্থাকে উপহাস করা বা উপহাস করার মত কিছু কাজ করা, যাতে ঐ ব্যক্তি লজ্জা অনুভব করে।
এই নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
![]() | এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |

দেহ নিয়ে লজ্জা দেওয়ার অনেক পদ্ধতি আছে। চর্বি বা স্থুল হওয়ায়, পাতলা বা চিকন হওয়ায় , উচ্চতা বা লম্বা, লোমশতা বা লোম না থাকায়, চুলের রঙ, শরীরের আকৃতি, কারো পেশীবহুলতায় বা এর অভাব, চেহারার বা মুখের বৈশিষ্ট্যের জন্য এবং এর বিস্তৃত অর্থে ট্যাটু এবং ছিদ্র বা রোগে ও বিভিন্ন কারণে পড়া শারীরিক চিহ্ন বা দাগ এর জন্য লজ্জা দেয়া প্রভৃতি।[১][২]
শিশুদের মনস্তত্ত্ব প্রকাশ মূলক বিভিন্ন ছায়াছবিতে এর গুরুত্ব সম্পর্কে উপস্থাপিত যেখানে দেখানো হয়েছে শিশুদের জন্য বিভিন্ন মাধ্যমে সম্পর্কের এবং আন্তঃব্যক্তিক মিথস্ক্রিয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আকর্ষণীয়তার বিষয়টির প্রভাব বা ভূমিকা।[৩]
এগুলো নিয়ে গবেষণা করা হয় এবং গবেষণায় ব্যবহৃত সিনেমাগুলির মধ্যে দুটি ডিজনি মুভিতে ব্যক্তিগত সৌন্দর্য সম্পর্কে সর্বাধিক সংখ্যক বার্তা রয়েছে। এই সমীক্ষায় আরও দেখা গেছে যে ৬৪% ছবিতে স্থূল চরিত্রগুলিকে অমনোযোগী, দুষ্ট, নিষ্ঠুর এবং বন্ধুত্বপূর্ণ বলে উপস্থাপন করেছে এবং অর্ধেকেরও বেশি চিত্রিত চিত্র বিবেচনা বা খাবারের সাথে জড়িত।[৪]
শরীর অমর্যদা -এর কিছু রূপ জনপ্রিয় কুসংস্কারের প্রাচীন উৎপত্তি, যেমন লাল চুলের প্রতি কুসংস্কার। বয়সের উপর নির্ভর করে বৈষম্যের রূপও উল্লেখযোগ্যভাবে আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ, সমবয়সীদের মধ্যে যারা লম্বা তাদের কখনও কখনও "লম্বু" এর মতো অবমাননাকর ছদ্মবেশী পদগুলির মুখোমুখি হতে হয়। তবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, এই ধরনের উদ্বিগ্ন মনোভাবগুলি সাধারণত একটি বিপর্যয় ঘটে কারণ তখন সমবয়সীদের মধ্যে লম্বা হওয়াটা গুরুত্ব সহকারে দেখা হয় সর্বত্র।[১] কখনো কখনো শরীর অমর্যদা এমন ধারণা পর্যন্ত বিস্তৃত হতে পারে যে যা একজন পুরুষত্ব বা নারীত্বকে পর্যাপ্তভাবে প্রদর্শন করে না। উদাহরণস্বরূপ,কখনও কখনও প্রশস্ত কোমর বা পুরুষের একটু সুডোল স্তন বা মুখে দাঁড়ির অভাব এ নারী বৈশিষ্ট্য উপস্থিত হওয়ার জন্য লজ্জা দেয়া।[৫] একইভাবে নারীদেহে পুরুষদের বৈশিষ্ট্য উপস্থিতির জন্য,[৬] যেমন: বিস্তৃত কাঁধ, পেশিবহুলতা, ছোটচুল অথবা টাক,দাড়ি বা লোমশতা প্রভৃতি থাকার কারণে দেহ নিয়ে লজ্জা দেওয়া।[৫]
শরীর অমর্যাদার বিস্তৃত স্তরের নেতিবাচক সংবেদনশীল প্রভাব থাকতে পারে, আত্ম-সম্মান হ্রাস (পারসোনালিটি ডিজঅর্ডার) এবং অন্যান্য সমস্যা যেমন খাওয়ার ব্যাধি (ইটিং ডিজঅর্ডার), রাগ, উদ্বেগ,মানসিক চাপ, শরীরের ডিস্মারফিয়া এবং হতাশা।[৭] এছাড়াও, শরীর অমর্যদা মারাত্মক বিষণ্নতার দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে যখন মানুষ মনে করে যে তাদের শরীর সামাজিক মানদণ্ড পূরণ করতে পারে না।[৮]
যাঁরা দেহ নিয়ে লজ্জা দেয়, দেখা যায় তাঁরা নিজে হীনম্মন্যতায় ভোগে বা তাঁদের ব্যক্তিত্বের সমস্যা আছে। যিনি নিজে ব্যক্তিজীবনে বা পেশাগত ক্ষেত্রে কোথাও পরাজিত বা হতাশ, তাঁরাই বেশি বেশি শরীর অসম্মান করে থাকে। যাঁরা নিজেরা একসময় শরীর অসম্মান মুখোমুখি হয়েছিলো, পরবর্তী সময়ে তাঁদের মধ্যেও অপরকে শরীর অসম্মান করার প্রবণতা থাকতে পারে। যদি কারও মধ্যে ব্যক্তিত্বের বিকার থাকে, তবে কখনো তাঁরাও অপরকে শরীর অসম্মান করে থাকে।[৯]
বিভিন্ন দেশে দেহ নিয়ে লজ্জা দেওয়া ও আইন
- মালয়েশিয়ায় সামাজিক মাধ্যমে কারো শরীর নিয়ে অবমাননাকর মন্তব্য করলে সর্বোচ্চ সোয়া ১০ লাখ টাকা জরিমানা বা সর্বোচ্চ এক বছরের জেল, কিংবা উভয় শাস্তি হতে পারে৷
- ভারতে ২০২০ সালে এক নারী দেহ নিয়ে লজ্জা দেওয়ায় তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন৷ অভিযোগে তিনি বলেন যে, ২০১৭ সালের বিয়ের পর থেকে তারা তার শরীরের অতিরিক্ত ওজন নিয়ে কথা বলতে থাকে৷
- ইন্দোনেশিয়ায় দেহ নিয়ে লজ্জা দেওয়ার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাড়ে চার মাস জেল কিংবা সর্বোচ্চ সাড়ে চার হাজার ইন্দোনশিয়ান রূপি জরিমানা হতে পারে৷ সামাজিক মাধ্যমে দেহ নিয়ে লজ্জা দিলে সর্বোচ্চ চার বছরের জেল কিংবা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা জরিমানা বা উভয় শাস্তি হতে পারে৷
- বাংলাদেশে ২০২২ সালের মার্চে প্রকাশিত এক জরীপ অনুযায়ী ৬৯.৯২ শতাংশ তরুণী শারীরিক অবয়ব নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন৷ ৩৭.২৪ শতাংশ তরুণী আত্মীয় স্বজনদের কথায় ও ইঙ্গিতে হেয় প্রতিপন্ন হচ্ছেন৷ বন্ধুবান্ধবের কাছে দেহ নিয়ে লজ্জা দেওয়ার শিকার হয়েছেন ২২ শতাংশ নারী৷ দেশে অন্যান্য যৌন হয়রানির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ থাকলেও দেহ নিয়ে লজ্জা দেওয়ার বিষয়ে আইন স্পষ্ট নয়৷ অন্য আইনগুলো দিয়ে মামলা করা বা থানায় অভিযোগ করা যায়৷
- যুক্তরাষ্ট্রে মিশিগান রাজ্য ও সান ফ্রান্সিসকো, ম্যাডিসনের মতো কয়েকটি শহর ছাড়া বাকি সব জায়গায় চাকরিদাতারা মোটা হওয়ার কারণ দেখিয়ে কাউকে চাকরি থেকে ছাঁটাই করতে পারে৷ এই বৈষম্য থেকে রক্ষা করার কোনো আইন নেই সেখানে৷ এক জরিপ অনুযায়ী প্রতি ২.৭২ কেজি ওজন বাড়ার জন্য যুক্তরাষ্ট্রে একজন নারী কর্মীর বেতন ঘণ্টাপ্রতি দুই শতাংশ কমে গেছে৷
- অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ওজনধারী প্রায় ১৪ হাজার মানুষের উপর পরিচালিত জরিপের ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি তাদের ডাক্তার, পরিবার, বন্ধুবান্ধব, ক্লাসমেট ও সহকর্মীদের দ্বারা ফ্যাট-শেমিংয়ের শিকার হয়েছেন৷ সবচেয়ে বেশি (৭৬ থেকে ৮৮ শতাংশ) ফ্যাট-শেমিং করেছেন পরিবারের সদস্যরা৷[১০]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.