Loading AI tools
বাহ্যিক রূপের উপর ভিত্তি করে বৈষম্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দেহ নিয়ে লজ্জা দেওয়া হচ্ছে কোনও ব্যক্তির শারীরিক অবস্থাকে উপহাস করা বা উপহাস করার মত কিছু কাজ করা, যাতে ঐ ব্যক্তি লজ্জা অনুভব করে।
এই নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
দেহ নিয়ে লজ্জা দেওয়ার অনেক পদ্ধতি আছে। চর্বি বা স্থুল হওয়ায়, পাতলা বা চিকন হওয়ায় , উচ্চতা বা লম্বা, লোমশতা বা লোম না থাকায়, চুলের রঙ, শরীরের আকৃতি, কারো পেশীবহুলতায় বা এর অভাব, চেহারার বা মুখের বৈশিষ্ট্যের জন্য এবং এর বিস্তৃত অর্থে ট্যাটু এবং ছিদ্র বা রোগে ও বিভিন্ন কারণে পড়া শারীরিক চিহ্ন বা দাগ এর জন্য লজ্জা দেয়া প্রভৃতি।[1][2]
শিশুদের মনস্তত্ত্ব প্রকাশ মূলক বিভিন্ন ছায়াছবিতে এর গুরুত্ব সম্পর্কে উপস্থাপিত যেখানে দেখানো হয়েছে শিশুদের জন্য বিভিন্ন মাধ্যমে সম্পর্কের এবং আন্তঃব্যক্তিক মিথস্ক্রিয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আকর্ষণীয়তার বিষয়টির প্রভাব বা ভূমিকা।[3]
এগুলো নিয়ে গবেষণা করা হয় এবং গবেষণায় ব্যবহৃত সিনেমাগুলির মধ্যে দুটি ডিজনি মুভিতে ব্যক্তিগত সৌন্দর্য সম্পর্কে সর্বাধিক সংখ্যক বার্তা রয়েছে। এই সমীক্ষায় আরও দেখা গেছে যে ৬৪% ছবিতে স্থূল চরিত্রগুলিকে অমনোযোগী, দুষ্ট, নিষ্ঠুর এবং বন্ধুত্বপূর্ণ বলে উপস্থাপন করেছে এবং অর্ধেকেরও বেশি চিত্রিত চিত্র বিবেচনা বা খাবারের সাথে জড়িত।[4]
শরীর অমর্যদা -এর কিছু রূপ জনপ্রিয় কুসংস্কারের প্রাচীন উৎপত্তি, যেমন লাল চুলের প্রতি কুসংস্কার। বয়সের উপর নির্ভর করে বৈষম্যের রূপও উল্লেখযোগ্যভাবে আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ, সমবয়সীদের মধ্যে যারা লম্বা তাদের কখনও কখনও "লম্বু" এর মতো অবমাননাকর ছদ্মবেশী পদগুলির মুখোমুখি হতে হয়। তবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, এই ধরনের উদ্বিগ্ন মনোভাবগুলি সাধারণত একটি বিপর্যয় ঘটে কারণ তখন সমবয়সীদের মধ্যে লম্বা হওয়াটা গুরুত্ব সহকারে দেখা হয় সর্বত্র।[1] কখনো কখনো শরীর অমর্যদা এমন ধারণা পর্যন্ত বিস্তৃত হতে পারে যে যা একজন পুরুষত্ব বা নারীত্বকে পর্যাপ্তভাবে প্রদর্শন করে না। উদাহরণস্বরূপ,কখনও কখনও প্রশস্ত কোমর বা পুরুষের একটু সুডোল স্তন বা মুখে দাঁড়ির অভাব এ নারী বৈশিষ্ট্য উপস্থিত হওয়ার জন্য লজ্জা দেয়া।[5] একইভাবে নারীদেহে পুরুষদের বৈশিষ্ট্য উপস্থিতির জন্য,[6] যেমন: বিস্তৃত কাঁধ, পেশিবহুলতা, ছোটচুল অথবা টাক,দাড়ি বা লোমশতা প্রভৃতি থাকার কারণে দেহ নিয়ে লজ্জা দেওয়া।[5]
শরীর অমর্যাদার বিস্তৃত স্তরের নেতিবাচক সংবেদনশীল প্রভাব থাকতে পারে, আত্ম-সম্মান হ্রাস (পারসোনালিটি ডিজঅর্ডার) এবং অন্যান্য সমস্যা যেমন খাওয়ার ব্যাধি (ইটিং ডিজঅর্ডার), রাগ, উদ্বেগ,মানসিক চাপ, শরীরের ডিস্মারফিয়া এবং হতাশা।[7] এছাড়াও, শরীর অমর্যদা মারাত্মক বিষণ্নতার দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে যখন মানুষ মনে করে যে তাদের শরীর সামাজিক মানদণ্ড পূরণ করতে পারে না।[8]
যাঁরা দেহ নিয়ে লজ্জা দেয়, দেখা যায় তাঁরা নিজে হীনম্মন্যতায় ভোগে বা তাঁদের ব্যক্তিত্বের সমস্যা আছে। যিনি নিজে ব্যক্তিজীবনে বা পেশাগত ক্ষেত্রে কোথাও পরাজিত বা হতাশ, তাঁরাই বেশি বেশি শরীর অসম্মান করে থাকে। যাঁরা নিজেরা একসময় শরীর অসম্মান মুখোমুখি হয়েছিলো, পরবর্তী সময়ে তাঁদের মধ্যেও অপরকে শরীর অসম্মান করার প্রবণতা থাকতে পারে। যদি কারও মধ্যে ব্যক্তিত্বের বিকার থাকে, তবে কখনো তাঁরাও অপরকে শরীর অসম্মান করে থাকে।[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.