দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিডিএফএ) হল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, জাতীয় নিয়ন্ত্রক সংস্থার সাথে অনুমোদিত। এটি সন্তোষ ট্রফি এবং সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল পাঠায়।
সংক্ষেপে | ডিএনএইচডিডিএফএ |
---|---|
গঠিত | ২০২২ |
সদরদপ্তর | দমন |
যে অঞ্চলে কাজ করে | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, ভারত |
সদস্যপদ | ৩টি জেলা অ্যাসোসিয়েশন |
সভাপতি | অমিত খেমানি |
সচিব | ওয়াল্টার পেরেইরা |
প্রধান প্রতিষ্ঠান | সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) |
দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিডিএফএ) হল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের দমন ও দিউ জেলার ফুটবলের জেলা পরিচালনাকারী সংস্থা।[1]
দাদরা এবং নগর হাভেলি ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএনএইচএফএ) হল দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের দাদরা এবং নগর হাভেলি জেলার ফুটবলের জেলা পরিচালনাকারী সংস্থা।[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.