ট্রান্সনিস্ট্রিয়া (ইংরেজি: Transnistria ;রুশ: Приднестровская Молдавская Республика) আনুষ্ঠানিকভাবে প্রিডনেস্ট্রোভীয় মলদোভীয় প্রজাতন্ত্র (পিএমআর), ডিনিস্টার নদী এবং ইউক্রেনীয় সীমান্তের মধ্যে জমির সংকীর্ণ অংশে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র। তবে আন্তর্জাতিকভাবে এটি মলদোভার অংশ হিসাবেই স্বীকৃত। এর রাজধানী এবং বৃহত্তম শহর হলো তিরাসপোল। ট্রান্সনিস্ট্রিয়াকে কেবলমাত্র তিনটি স্বীকৃত অচেনা বিচ্ছিন্ন রাজ্য দ্বারা স্বীকৃত করা হয়েছে, সেগুলো হলো: আবখাজিয়া, আর্টসখ এবং দক্ষিণ ওশেতিয়া।[1] ট্রান্সনিস্ট্রিয়াকে মলদোভা প্রজাতন্ত্র ট্রান্সনিস্ট্রিয়া স্বায়ত্তশাসিত আঞ্চলিক ইউনিট হিসেবে বিশেষ আইনি মর্যাদা (রোমানীয়: Unitatea teritorială autonomă cu statut juridic special Transnistria)[2] বা Stînga Nistrului ("ডিনিস্টার এর বাম তীর") হিসাবে মনোনীত করেছে।[3][4][5][6]
প্রিডনেস্ট্রোভীয় মলদোভীয় প্রজাতন্ত্র
| |
---|---|
জাতীয় সঙ্গীত: Мы славим тебя, Приднестровье (রুশ) My slavim tebja, Pridnestrovje (লিপ্যন্তর) We sing the praises of Transnistria | |
অবস্থা | অ-স্বীকৃত রাষ্ট্র মলদোভার ডি জুর হিসেবে জাতিসংঘের স্বীকৃতি |
রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি | তিরাসপোল |
সরকারি ভাষা |
|
আন্ত-জাতিগত ভাষা | রুশ |
নৃগোষ্ঠী (২০১৫ আদমশুমারি) |
|
জাতীয়তাসূচক বিশেষণ | ট্রান্সনিস্ট্রীয়, প্রিডনেস্ট্রোভীয় |
সরকার | এককেন্দ্রিক আধা-রাষ্ট্রপতি প্রজাতন্ত্র |
• রাষ্ট্রপতি | ভাদিম ক্রাসনোসেলস্কি |
• প্রধানমন্ত্রী | আলেকজান্ডার মার্টিনভ |
• সুপ্রিম কাউন্সিলের স্পিকার | আলেকজান্ডার শেরবা |
আইন-সভা | সুপ্রিম কাউন্সিল |
আংশিক স্বীকৃত রাষ্ট্র | |
• মলদোভার এসএসআর থেকে স্বাধীনতার ঘোষণা | ২ সেপ্টেম্বর ১৯৯০ |
• সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় | ২৫ আগস্ট ১৯৯১ |
• প্রিডনেস্ট্রোভীয় মলদোভীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র | ৫ নভেম্বর ১৯৯১ |
• ট্রান্সনিস্ট্রিয়া যুদ্ধ | ২ মার্চ – ২১ জুলাই ১৯৯২ |
• স্বীকৃতি | ৩টি জাতিসংঘের অ-সদস্যরাসি |
আয়তন | |
• মোট | ৪,১৬৩ কিমি২ (১,৬০৭ মা২) |
• পানি (%) | ২.৩৫ |
জনসংখ্যা | |
• ২০১৮ আনুমানিক | ৪,৬৯,০০০ (স্থান পায়নি) |
• ঘনত্ব | ১১৪/কিমি২ (২৯৫.৩/বর্গমাইল) |
জিডিপি (মনোনীত) | ২০০৭ আনুমানিক |
• মোট | ১০০ কোটি মার্কিন ডলার |
• মাথাপিছু | ২,০০০ মার্কিন ডলার |
মুদ্রা | ট্রান্সনিস্ট্রীয় রুবেলডি (পিআরবি) |
সময় অঞ্চল | ইউটিসি+২ (ইইটি) |
ইউটিসি+৩ (ইইএসটি) | |
কলিং কোড | +৩৭৩e |
ইন্টারনেট টিএলডি | .এসইউ, .আরইউ, .এমডি এবং .কম |
|
এই অঞ্চলের উৎপত্তি মলদোভীয় স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে পাওয়া যায় যা ইউক্রেনীয় এসএসআরের মধ্যে ১৯২৪ সালে গঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সোভিয়েত ইউনিয়ন মলদোভীয় এসএসআর-এর কিছু অংশ নিয়েছিল, যা পরবর্তিতে বিলীন হয়ে গিয়েছিল এবং ১৯৪০ সালে মলদোভীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের জন্য রোমানিয়ার বেসারাবিয়া রাজ্যের অংশ হয়। এই অঞ্চলের বর্তমান ইতিহাস সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার মধ্যে ১৯৯০ সালের, যখন প্রিডনেস্ট্রোভীয় মলদোভীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই আশায় যে এটি সোভিয়েত ইউনিয়নের মধ্যেই থাকবে যদি মলদোভা রোমানিয়া বা স্বাধীনতার সাথে একীভূত হওয়ার চেষ্টা করে, পরেরটি ঘটেছিল ১৯৯১ সালের আগস্টে। এর কিছুদিন পরে, ১৯৯২ সালের মার্চ মাসে দুই পক্ষের মধ্যে একটি সামরিক সংঘাত শুরু হয় এবং একই বছরের জুলাইয়ে যুদ্ধবিরতির মাধ্যমে তা শেষ হয়।[7][8][9][10]
টীকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.