Loading AI tools
জান্নাতের গাছ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তুবা (আরবি: طُوبَى), ইসলাম অনুসারে জান্নাতের একটি গাছ। এ শব্দটি কুরআনে সূরা আর-রাদের ২৯নং আয়াতে এবং বেশ কয়েকটি হাদিসে উল্লেখ করা হয়েছে।[1] এ গাছটির বিষয়ে নিউ টেস্টামেন্টে ৩৬ বার, ওল্ড টেস্টামেন্টে ৪১ বার উল্লেখ্য আছে। তবে খৃস্টানগণের নিকট এ গাছের নির্ধারিত সংজ্ঞা নাই। গাছটি সৌভাগ্যের প্রতিদান হিসাবে ব্যবহার হয়।[2]
নারীদের প্রদত্ত নাম তুবা, এই গাছের নাম থেকেই এসেছে। এ নামটি মুসলিম বিশ্বে, বিশেষ করে আরব বিশ্ব, পাকিস্তান ও তুরস্কে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।[3] সেনেগালের তুবা শহরের নামকরণও এ গাছটির নামানুসারে করা হয়েছে বলে মনে করা হয়।[4]
এক ব্যক্তি রাসুলকে প্রশ্ন করলেন, তুবা কী? তিনি বললেন, তুবা হলো জান্নাতের বৃক্ষ। ইহা ১০০ বছরের পথ সমান লম্বা হবে। এ গাছ থেকে জান্নাতিদের পোশাক তৈরি করা হবে।[5] এ গাছ জান্নাতুল ফেরদাউসে থাকবে।[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.