তাজিকিস্তান উত্তর এবং পশ্চিমে কিরগিজস্তানউজবেকিস্তান, পূর্ব দিকে চীন এবং দক্ষিণে আফগানিস্তান এর মধ্যে অবস্থিত একটি দেশ। তাজিকিস্তানের ভূভাগের ৯৩ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে পর্বতসমূহ। দুটি মূল পর্বত শ্রেণী পামির পর্বতমালা এবং অ্যালে পর্বতমালা বহু হিমবাহযুক্ত স্রোত ধারা এবং নদীর জন্ম দিয়েছে যা প্রাচীন কাল থেকেই কৃষিজমিতে সেচের জন্য ব্যবহৃত হয়ে আসছে। মধ্য এশিয়ার অন্যান্য প্রধান পর্বতশ্রেণী থিয়েন শান উত্তর তাজিকিস্তানের প্রান্ত ছুঁয়ে চলে গেছে। দেশটির পার্বত্য অঞ্চলটি তাজিকিস্তানের দুটি প্রধান জনসংখ্যা কেন্দ্রকে পৃথক করেছে যাঁরা দেশের অপেক্ষাকৃত নিম্নাঞ্চল ভাগের দক্ষিণের (পঞ্জ নদী) এবং উত্তরের (ফারগানা উপত্যকা) অংশে বসবাস করেন। [1] নিবিড় কৃষি ও শিল্প ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন এর প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সংস্থান নীতিসমূহের দ্বারা এক পরিবেশগত সমস্যার উত্তরাধিকার দিয়ে স্বাধীন তাজিকিস্তানকে ছেড়ে গিয়েছে। [2]

Thumb
তাজিকিস্তানের মানচিত্র

ভূসংস্থান এবং নিকাশী

Thumb
তাজিকিস্তানের বিস্তারিত মানচিত্র
Thumb
তাজিকিস্তানের ভূসংস্থানিক মানচিত্র

তাজিকিস্তানের অপেক্ষাকৃত নিম্ন অধিরোহ অঞ্চলটি তিনটি পর্বত শ্রেণীর দ্বারা উত্তর এবং দক্ষিণ অঞ্চলে বিভক্ত। এই পর্বত শ্রেণী বিশাল থিয়েন শান পর্বতমালার পশ্চিম দিকের বর্ধিত অংশ দ্বারা গঠিত। পূর্ব থেকে পশ্চিমে মূলত সমান্তরালভাবে চলমান পর্বত শ্রেণীগুলি হ'ল তুর্কস্তান, জারাভশান (জারাফশান) এবং হিসোর (গিসার) পর্বত। এর মধ্যে সর্বশেষটি রাজধানী দুশানবের ঠিক উত্তরে এবং পশ্চিম-মধ্য তাজিকিস্তানে অবস্থিত। [3]

তাজিকিস্তানের অর্ধেকেরও বেশি ভূভাগের উচ্চতা ৩,০০০ মিটার (৯,৮০০ ফু) উপরে অবস্থাণ করছে। এমনকি নিম্নভূমিগুলি যা সুদূর উত্তরে ফারগানা উপত্যকা এবং দক্ষিণ-পশ্চিমে খতলোন প্রদেশ এ অবস্থিত - তাদের ভূভাগও সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উপরে অবস্থান করছে। তুর্কস্তান পর্বতে পশ্চিমভাগের শৃঙ্গগুলির মধ্যে সর্বোচ্চতা হল ৫,৫১০ মিটার (১৮,০৮০ ফু)। এই পর্বত শ্রেণীর পূর্ব দিকের সর্বোচ্চতা সম্পন্ন স্থানটি কিরগিজস্তানের সীমান্তের নিকটে অবস্থিত। এই অঞ্চলটিতে পামির-অ্যালে পর্বতমালার শিখরগুলির প্রাধান্য বর্তমান যার মধ্যে আছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের তিনটি সর্বোচ্চ শৃঙ্গের দুটি: মাউন্ট লেনিন৭,১৩৪ মিটার (২৩,৪০৬ ফু) এবং ইসমাইল সোমানী শৃঙ্গ৭,৪৯৫ মিটার (২৪,৫৯০ ফু)। এই অঞ্চলের অন্যান্য বেশ কয়েকটি শৃঙ্গের উচ্চতাও ৭,০০০ মিটার (২৩,০০০ ফু) সীমা অতিক্রম করেছে। এই পর্বতগুলিতে রয়েছে অসংখ্য হিমবাহ যার মধ্যে বৃহত্তম ফেদচেনকো হিমবাহ ৭০০ বর্গকিলোমিটার (২৭০ মা) এর চেয়েও বেশি স্থান দখল করে আছে এবং মেরু অঞ্চলের বাইরে এটিই বিশ্বের বৃহত্তম হিমবাহ। যেহেতু তাজিকিস্তান একটি সক্রিয় ভূমিকম্প বলয়ে রয়েছে তাই এখানে তীব্র ভূমিকম্পও সাধারণ ঘটনা।[3]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.