তাংগানিকা হ্রদ
পূর্ব-মধ্য আফ্রিকার একটি বৃহৎ হ্রদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পূর্ব-মধ্য আফ্রিকার একটি বৃহৎ হ্রদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তাংগানিকা হ্রদ আফ্রিকাতে অবস্থিত একটি বৃহৎ হ্রদ। এটি আয়তন ও গভীরতার দিক থেকে রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি পানির হ্রদ৷[3] তদুপরি এটি বিশ্বের সর্বোচ্চ দৈর্ঘ্যের হ্রদ ৷ এই হ্রদ চারটি দেশজুড়ে বিস্তৃত হয়ে আছে- তানজানিয়াতে ৪৬%, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রতে ৪০%, বুরুন্ডি ও জাম্বিয়াতে বাকী অংশ৷ এই হ্রদের জল কঙ্গো নদীতে প্রবাহিত হয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
তাংগানিকা হ্রদ | |
---|---|
স্থানাঙ্ক | ৬°৩০′ দক্ষিণ ২৯°৫০′ পূর্ব |
হ্রদের ধরন | গ্রস্ত উপত্যকা হ্রদ |
প্রাথমিক অন্তর্প্রবাহ | রুজিজি নদী মালাগারাসি নদী কালাম্বো নদী |
প্রাথমিক বহিঃপ্রবাহ | লুকুগা নদী |
অববাহিকা | ২,৩১,০০০ কিমি২ (৮৯,০০০ মা২) |
অববাহিকার দেশসমূহ | বুরুন্ডি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র তানজানিয়া জাম্বিয়া |
সর্বাধিক দৈর্ঘ্য | ৬৭৩ কিমি (৪১৮ মা) |
সর্বাধিক প্রস্থ | ৭২ কিমি (৪৫ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | ৩২,৯০০ কিমি২ (১২,৭০০ মা২) |
গড় গভীরতা | ৫৭০ মি (১,৮৭০ ফু) |
সর্বাধিক গভীরতা | ১,৪৭০ মি (৪,৮২০ ফু) |
পানির আয়তন | ১৮,৯০০ কিমি৩ (৪,৫০০ মা৩) |
পানিচক্র#বাসস্থান সময় | ৫৫০০ বছর[1] |
উপকূলের দৈর্ঘ্য১ | ১,৮২৮ কিমি (১,১৩৬ মা) |
পৃষ্ঠতলীয় উচ্চতা | ৭৭৩ মি (২,৫৩৬ ফু)[2] |
জনবসতি | কিগোমা, তানজানিয়া কালেমি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বুজুম্বুরা, বুরুন্ডি |
তথ্যসূত্র | [2] |
১ উপকূলের দৈর্ঘ্য ভাল সংজ্ঞায়িত পরিমাপ হয়নি। |
তাংগানিকা নামের অর্থ "সমভূমি সদৃশ হ্রদ"।[4]:Vol.Two,৭১বলে জানা যায় ৷
তাংগানিকা হ্রদ আলবার্টীয় গ্রস্ত উপত্যকার (Albertine Rift) ভেতরে অবস্থিত। এই প্রাচীর পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা ব্যবস্থার (East African Rift) একটি অংশ। আফ্রিকার সর্ববৃহৎ গ্রস্ত হ্রদ (rift lake)। এই হ্রদ বিশ্বের প্রায় ১৮% নির্মল জল বা মিঠা পানি ধরে রেখেছে বলে ধারণা করা হয়। তাংগানিকা হ্রদ উত্তর-দক্ষিণে ৬৭৬ কিমি (৪২০ মা) দীর্ঘ ও এর প্রস্থ প্রায় ৫০ কিমি (৩১ মা)। হ্রদটির মোট বিস্তার ৩২,৯০০ কিমি২ (১২,৭০০ মা২), তটরেখা (shoreline) ১,৮২৮ কিমি (১,১৩৬ মা), গড় গভীরতা ৫৭০ মি (১,৮৭০ ফু) ও সর্বোচ্চ গভীরতা ১,৪৭০ মি (৪,৮২০ ফু) ৷[5] হ্রদের পৃষ্ঠীয় জলের উষ্ণতা ২৫° সেলসিয়াস ও অম্লত্বমাত্রা (pH) ৮.৪।
এই হ্রদের গভীরতা ও ক্রান্তীয় অবস্থানর জন্য এর জলের ভরের বিশেষ পরিবর্তন ('turnover' of water masses) হয় না ৷ যার ফলে এই হ্রদের কিছু গভীরতার জল জীবাশ্ম জল ('fossil water') ও অক্সিজেনবিহীন (anoxic)। এই হ্রদের অববাহিকার বিস্তার ২৩১ হাজার বর্গকিলোমিটার।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.