চার্লস জোসেফ জন ‘‘জো’’ হার্ট (ইংরেজি: Joe Hart; জন্ম ১৯ এপ্রিল ১৯৮৭) একজন ইংরেজ ফুটবল গোলরক্ষক যিনি প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি থেকে ধারে সিরি এ এর দল তুরিনোতে এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | চার্লস জোসেফ জন হার্ট[1] | ||
জন্ম | ১৯ এপ্রিল ১৯৮৭ | ||
জন্ম স্থান | শ্রিউসবারি, শ্রপশায়ার, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | টটেনহ্যাম | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০০৩ | শ্রিউসবারি টাউন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৩–২০০৬ | শ্রিউসবারি টাউন | ৫৪ | (০) |
২০০৬– | ম্যানচেস্টার সিটি | ২৬৬ | (০) |
২০০৭ | ট্রানমিয়ার রোভার্স (ধার) | ৬ | (০) |
২০০৭ | ব্ল্যাকপুল (ধার) | ৫ | (০) |
২০০৯–২০১০ | তুরিনো (ধার) | ১২ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৫–২০০৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ | ৬ | (০) |
২০০৭–২০০৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ | ২১ | (০) |
২০০৮– | ইংল্যান্ড | ৬৮ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৭ নভেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ নভেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক। |
ক্লাব ক্যারিয়ার
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.