Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জেনোয়া ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব এস.পি.এ. (সাধারণত জেনোয়া সিএফসি অথবা শুধুমাত্র জেনোয়া ইতালীয় উচ্চারণ: [ˈdʒɛːnoa] নামে পরিচিত) হচ্ছে জেনোয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৩ সালের ৭ই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে।[4] জেনোয়া সিএফসি তাদের সকল হোম ম্যাচ জেনোয়ার স্তাদিও লুইগি ফেররারিসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৬,৫৯৯।[5] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রোলান্দো মারান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন এনরিকো প্রেৎজিওসি। ইতালীয় রক্ষণভাগের খেলোয়াড় দোমেনিকো ক্রিশিতো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | জেনোয়া ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ইল গ্রিফোনে (কল্পিত প্রাণী) ই রসসোব্লু (লাল এবং নীল) ইল ভেচ্চিও বালোর্দো[1] (ওল্ড ফুল) | |||
প্রতিষ্ঠিত | ৭ সেপ্টেম্বর ১৮৯৩[2] | |||
মাঠ | স্তাদিও লুইগি ফেররারিস | |||
ধারণক্ষমতা | ৩৬,৫৯৯[3] | |||
সভাপতি | এনরিকো প্রেৎজিওসি | |||
প্রধান কোচ | রোলান্দো মারান | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১৭তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, জেনোয়া সিএফসি এপর্যন্ত ১৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৯টি সেরিয়ে আ শিরোপা, ১টি কোপ্পা ইতালিয়া, ৬টি সেরিয়ে বি শিরোপা এবং ১টি সেরিয়ে চি শিরোপা রয়েছে।[6]
ইতালীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ / নর্দার্ন লীগ / সেরিয়ে আ:
কোপ্পা ইতালিয়া:
সেরিয়ে বি:
সেরিয়ে চি / সেরিয়ে চি১:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.