Loading AI tools
জাতিসংঘের একটি সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি :(ইংরেজি: United Nations Environment Programme, সংক্ষেপে ইউএনইপি; UNEP) জাতিসংঘের উদ্যোগে তার সিস্টেমের মধ্যে পরিবেশগত সমস্যাগুলির প্রতিক্রিয়া সমন্বয় করে।[1][2] ১৯৭২ সালের জুন মাসে স্টকহোমে মানব পরিবেশের ওপর জাতিসংঘের সম্মেলনের পর এটির প্রথম পরিচালক মরিস স্ট্রং এটি প্রতিষ্ঠা করেন। এর দায়িত্ব হল নেতৃত্ব প্রদান করা, বিজ্ঞান প্রদান করা এবং বিস্তৃত সমস্যার সমাধান বিকাশ করা।[3] জলবায়ু পরিবর্তন সহ, সামুদ্রিক ও স্থলজ বাস্তুতন্ত্রের ব্যবস্থাপনা এবং সবুজ অর্থনৈতিক উন্নয়ন।[4] সংস্থাটি আন্তর্জাতিক পরিবেশগত চুক্তিও তৈরি করে, পরিবেশ বিজ্ঞান প্রকাশ করে এবং প্রচার করে এবং জাতীয় সরকারকে পরিবেশগত লক্ষ্য অর্জনে সহায়তা করে।
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (অক্টোবর ২০২৪) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএন পরিবেশ) | |
---|---|
সংস্থার ধরন | কর্মসূচি |
মর্যাদা | সক্রিয় |
প্রধান কার্যালয় | নাইরোবি, কেনিয়া |
ওয়েবসাইট | www |
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট গ্রুপের সদস্য হিসেবে, ইউএনইপির লক্ষ্য বিশ্বকে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে সহায়তা করা।[5]
ইউএনইপি বেশ কয়েকটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি এবং গবেষণা সংস্থার সচিবালয় হোস্ট করে, যার মধ্যে রয়েছে দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি (CBD), দ্য মিনামাটা কনভেনশন অন মার্কারি, দ্য বাসেল, রটারডাম এবং স্টকহোম কনভেনশন, দ্য কনভেনশন অন মাইগ্রেটরি স্পিসিজ এবং দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ডেঞ্জারড। অন্যান্যদের মধ্যে বন্য প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি (CITES)।[6]
১৯৮৮ সালে, বিশ্ব আবহাওয়া সংস্থা এবং ইউএনইপি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল (IPCC) প্রতিষ্ঠা করে।[7] ইউএনইপি হল গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (GEF) এবং মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নের জন্য বহুপাক্ষিক তহবিলের জন্য বেশ কয়েকটি বাস্তবায়নকারী সংস্থার মধ্যে একটি ।[8][9]
ইউএনইপি মাঝে মাঝে ইউএন এনভায়রনমেন্ট বিকল্প নাম ব্যবহার করে।[10]
আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.