জলজ উদ্ভিদ
যে সকল উদ্ভিদ মূল মাটির সাথে বা জলের সাথে সংযুক্ত থাকেনা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ভাসতে থ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জলজ উদ্ভিদ বলতে সেই সকল উদ্ভিদকে বোঝানো হয়, যারা জলেই (লোনাপানি অথবা স্বাদুপানি) বসবাসের জন্য অভিযোজিত হয়েছে। এদের হাইড্রোফাইট এবং ম্যাক্রোফাইট নামেও অভিহিত করা হয়, যাতে শৈবাল এবং মাইক্রোফাইট জাতীয় উদ্ভিদ থেকে এদের আলাদা করা যায়। ম্যাক্রোফাইট জাতীয় উদ্ভিদ জলে অথবা জলের কিনারে বেড়ে ওঠে। এগুলো জলের ওপরে থাকতে পারে, নিমজ্জিত থাকতে পারে, এমনকি জলে ভেসেও থাকতে পারে। হ্রদ এবং নদীতে এরা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং পানিতে অক্সিজেনের চাহিদাও ঠিক রাখে।[১]


জল ছাড়াও মাটিতে এই উদ্ভিদ জন্মাতে পারে। তবে মাটিতে পানির পরিমাণ বেশি থাকতে হবে। এ কারণে জলাভূমিতে প্রায়ই এই উদ্ভিদগুলো পাওয়া যায়।[২] আমাজনের শাপলা সারা বিশ্বেই একটি পরিচিত জলজ উদ্ভিদ। সবচেয়ে ছোট জলজ উদ্ভিদ হচ্ছে ক্ষুদিপানা। ক্ষুদ্র ক্ষুদ্র পানিতে থাকা প্রাণীরা এই ক্ষুদিপানাকে তাদের আবাসস্থল হিসেবে ব্যবহার করে। অনেকে আত্মরক্ষার্থেও ক্ষুদিপানা ব্যবহার করে।
প্রাপ্যতা
জলজ উদ্ভিদের উপস্থিতি নির্ভর করে পানির উচ্চতা এবং তারা কতটুকু পানির মধ্যে আছে তার ওপর। এছাড়া পানির স্রোত, লবণাক্ততা, পানিতে থাকা খাবারের পরিমাণও তাদের বেড়ে ওঠায় প্রভাব ফেলে।
বিবর্তন
জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ
জলের মধ্যে নিমজ্জিত থাকার কারণে জলজ উদ্ভিদে সাধারণ উদ্ভিদের মতন সূর্যের আলো পৌঁছায় না। বাতাস না থাকার কারণে কার্বণও এরা পায়না।[৩] এইসকল ঘাটতির কারণে জলজ উদ্ভিদ নিজেদের টিকিয়ে রাখতে বিশেষ কিছু প্রক্রিয়া উদ্ভাবন করেছে।
ভাসমান জলজ উদ্ভিদে, পাতার উপরিতলে শুধু পত্ররন্ধ থাকে। এর মধ্য দিয়েই এরা গ্যাসীয় আদান প্রদান করে।[৪] এবং সবসময় পত্ররন্ধ খোলা থাকে। যেহেতু এরা জলেই বসবাস করে, উদ্ভিদরা পানি শূন্যতায় ভুগে না। এমনকি প্রস্বেদনও হয় না।
স্রোতের সাথে অভিযোজন
জলে থাকার কারণে জলজ উদ্ভিদকে স্রোতের মোকেবেলাও করতে হয়। এর ফলে এরা নিজেদের দৈহিক পরবর্তন সেভাবে করেছে।[৫] তাদের কোষগুলো খুব নরম হয় যাতে স্রোতের ফলে নড়া চড়ায় তারা ভেঙ্গে না যায়। সবুজ শৈবালের কোষ একদমই চিকন। গবেষণায় দেখা দেছে, স্থলভাগের উদ্ভীদের সৃষ্টি হয়েছে এই সবুজ শৈবাল থেকে।[৬]
ম্যাক্রোফাইটের প্রকারভেদ
অর্ধ-জলজ উদ্ভিদ
অর্ধ-জলজ উদ্ভিদের অর্ধেক থাকে পানিতে আর বাকি অর্ধেক থাকে পানির উপরিতলে।
এর ফলে উদ্ভিদের সালেকসংশ্লেষণে কোন অসুবিধা হয় না। উদ্ভিদের ফুল উপরিতলে থাকে। পতঙ্গের সাহায্যে খুব সহজেই পরাগায়ণ করতে পারে।[৭]
ভাসমান জলজ উদ্ভিদ
ভাসমান জলজ উদ্ভিদগুলোর মূল পানির তলের সাথে সংযুক্ত থাকে। কিন্তু এর পাতাগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে।
নিমজ্জিত জলজ উদ্ভিদ
নিমজ্জিত জলজ উদ্ভিদের কোন অংশই পানির উপরে থাকেনা। এর সবটুকুই থাকে পানির নিচে।
মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ
মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ বলতে বোঝায় যেসকল উদ্ভিদের মূল মাটির সাথে বা পানির তলের সাথে সংযুক্ত থাকেনা। পানির উপরিতলেই এরা ভাসমান থাকে। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ভাসতে থাকে। বাতাসে এরা উড়েও যেতে পারে। মশাদের ডিম পারার উপযুক্ত স্থান এই মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ।[৮]
ব্যবহার
ম্যাক্রোফাইটস বাস্তুতন্ত্রে অবদান রাখে। এমনকি মানুষের বন্ধু হিসেবেও কাজ করে। যেমন এরা পানিতে থাকা নাইট্রোজেন এবং ফসফোরাস শোষণ করে নেয়।[৯] এছাড়া বিশ্বের বিভিন্ন জায়গার জলাভূমি থেকে নাইট্রোজেন এবং ফসফোরাস দূরীকরণে মাইক্রোফাইটস ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.