Loading AI tools
উন্নয়নশীল জীববিজ্ঞানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্যার জন বার্ট্রান্ড গার্ডন, এফআরএস (ইংরেজি: John Gurdon; জন্ম: ২ অক্টোবর ১৯৩৩) ব্রিটিশ জীববিজ্ঞানী। নিউক্লিয়ার স্থানান্তরজনিত গবেষণার পথিকৃৎ হিসেবেই মূলতঃ তিনি সবচেয়ে বেশি পরিচিত ব্যক্তিত্ব।[2][3][4] এছাড়াও তিনি ক্লোনিং প্রক্রিয়াকরণেও দক্ষতা দেখিয়েছেন।[1][5][6][7] ২০০৯ সালে তিনি ল্যাস্কার পুরস্কার লাভ করেছিলেন। স্টেম সেল গবেষণায় অবদানের জন্যে তিনি ২০১২ সালে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।[8]
জন বার্ট্রান্ড গার্ডন | |
---|---|
জন্ম | ২ অক্টোবর ১৯৩৩ |
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | ক্রাইস্ট চার্চ, অক্সফোর্ড |
পরিচিতির কারণ | নিউক্লিয়ার স্থানান্তরকরণ, ক্লোনিং |
পুরস্কার | চিকিৎসায় ওল্ফ প্রাইজ (১৯৮৯) আলবার্ট ল্যাস্কার বেসিক মেডিক্যাল রিসার্চ অ্যাওয়ার্ড (২০০৯) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০১২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ডেভেলাপমেন্টাল বায়োলোজি |
প্রতিষ্ঠানসমূহ | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি |
অভিসন্দর্ভের শিরোনাম | Studies on nucleocytoplasmic relationships during differentiation in vertebrates (১৯৬১) |
ডক্টরাল উপদেষ্টা | মাইকেল ফিশবার্গ[1] |
ওয়েবসাইট | www www |
জন গর্ডন এটন কলেজে ভর্তি হয়েছিলেন। সেখানে জীববিজ্ঞান বিষয়ে তার অবস্থান ছিল ২৫০ জনের মধ্যে সর্বশেষ। অন্যান্য বিজ্ঞান বিষয়েও তার তেমন দক্ষতা ছিল না। একজন শিক্ষক তার প্রতিবেদন উল্লেখ করেছিলেন যে, "আমি বিশ্বাস করি যে সে বিজ্ঞানী হবার পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্ত তার বর্তমান কার্যধারা অসম্ভব করে তুলেছে।"
গর্ডন ঐ প্রতিবেদনকে মনের পর্দায় গেঁথে রাখেন। পরবর্তীকালে একজন প্রতিবেদককে বলেছেন যে, "যখন আপনি পরীক্ষণের ন্যায় কোন বিষয় কাজ করতে পারছেন না, তখন তা সমস্যারূপে দেখা দেয় যা পরীক্ষণে সর্বদাই হয়ে থাকে। এরচেয়ে ভালো তা মনে রাখা যে আপনারা এ কাজের জন্য উপযুক্ত নন এবং শিক্ষক তা সঠিকভাবেই তুলে ধরেছিলেন।"[9]
১৯৫৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে তিনি ব্যাঙের সফলতম ক্লোনিং কার্য সম্পাদন করেন।[10][11] ক্লোনিংটি ছিল ব্রিগস এবং কিংয়ের ১৯৫২ সালের নিউক্লেই স্থানান্তরের বর্ধিতকরণ।[12]
গার্ডনের পরীক্ষণটি বৈজ্ঞানিক মহলে বেশ মনোযোগ আকর্ষণ করে। তার প্রদর্শিত এ পদ্ধতি নিউক্লিয়ার স্থানান্তর ও উত্তোরণে অদ্যাবধি ব্যবহৃত হয়ে আসছে। ক্লোন পরিভাষাটি[13](প্রাচীন গ্রিক শব্দκλών (klōn, “twig”)) বিংশ শতকের শুরুতে উদ্ভিদবিদ্যাকে নির্দেশ করতো। ১৯৬৩ সালে ব্রিটিশ জীববিদ্যাবিশারদ জে. বি. এস. হল্ডেন গার্ডনের ফলাফলকে প্রাণীজগতে ক্লোন শব্দের ব্যবহারের পথিকৃৎদের একজন হিসেবে বর্ণনা করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.