Loading AI tools
রাজস্থানের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চুরু জেলা উত্তর ভারতের রাজস্থান রাজ্যের একটি জেলা। চুরু শহরটি জেলা সদর। চুরু জেলা বিকানির বিভাগের একটি অংশ।
চুরু জেলা | |
---|---|
রাজস্থানের জেলা | |
রাজস্থানের মানচিত্রে চুরু জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | রাজস্থান |
প্রতিষ্ঠা | চুরু |
আয়তন | |
• মোট | ১৩,৮৫৮ বর্গকিমি (৫,৩৫১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২০,৪১,১৭১ |
• জনঘনত্ব | ১৫০/বর্গকিমি (৩৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
২০১১ সালের আদমশুমারি অনুসারে পালি জেলার জনসংখ্যা ২,০৮১,১৭১ জন,[1] যা বতসোয়ানা[2] বা মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো রাজ্যের সমান।[3] এটি জনসংখ্যার হিসাবে ভারতে ২২৪ তম স্থান (মোট ৬৪০ টির মধ্যে) অর্জন করে।[1] জেলাটির বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১৪৮ জন (৩৮০ জন/বর্গ মাইল)। ২০০১-২০১১-এর দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ৬.১% ছিল।[1] পালি জেলার লিঙ্গ অনুপাত রয়েছে ১,০০০ জন পুরুষ প্রতি ৯৩৮ জন মহিলা এবং শিক্ষার হার ৬৭.৪৬%।[1]
ভারতের ২০১১ সালের আদমশুমারির সময়ে, জেলার ৯৯.৫১% জনগোষ্ঠী তাদের প্রথম ভাষা হিসাবে হিন্দি ভাষায় কথা বলেন।[4]
২০১১ সালের আদম শুমারির জন্য চুরু জেলার মোট জনসংখ্যার মধ্যে ২৮.২৫ শতাংশ জেলার নগর অঞ্চলে বাস করে।[5] শহরে মোট ৫৭৬,২৩৫ জন লোক বাস করেন, যার মধ্যে পুরুষ ২৯৬,৪১৮ জন এবং মহিলা ২৭৯,৮১৭ জন। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুসারে চুরু জেলার নগর অঞ্চলে লিঙ্গ অনুপাত ৯৪৪। একইভাবে ২০১১ সালের আদমশুমারিতে চুরু জেলায় শিশু লিঙ্গের অনুপাত ছিল ৮৯৯। শহরাঞ্চলে শিশুর জনসংখ্যা (০- ৬) ছিল ৮৩,৫৩০ জন, এর মধ্যে পুরুষ ও মহিলা ছিলেন ৪৩,৯৮৫ জন এবং ৩৯,৫৪৫ জন।[5] এই চুরু জেলার শিশুসংখ্যা সংখ্যা মোট শহুরে জনসংখ্যার ১৪.৮৪%।[5] ২০১১ সালের আদম শুমারি অনুসারে চুরু জেলায় গড় সাক্ষরতার হার ৭২.৬১%, এর মধ্যে পুরুষ এবং মহিলার সাক্ষরতার হার যথাক্রমে ৮৩.৩৮ % এবং ৬১.৩০%।[5] প্রকৃত সংখ্যায় ৩৫৭,৭৭০ জন মানুষ শহরাঞ্চলে সাক্ষর, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ১৭৮,৪৮৪ জন এবং ১২৩,৪২১ জন।[5]
২০১১ সালের আদমশুমারি অনুসারে সাক্ষরতার জেলার ৭১.৭৫% জনগোষ্ঠী গ্রামে বাস করে। জেলার পল্লী অঞ্চলে জনসংখ্যা ১,৪৬৩,৩১২ জন, যার মধ্যে পুরুষ এবং মহিলা যথাক্রমে ৭৫৫,০২৮ জন এবং ৭০৮,২৮৪ জন। চুরু জেলার গ্রামীণ অঞ্চলে, লিঙ্গ অনুপাত ১০০০ জন পুরুষ প্রতি ৯৩৮ জন মহিলা। যদি চুরু জেলার শিশুদের লিঙ্গের অনুপাতের তথ্য বিবেচনা করা হয়, তবে প্রতি ১০০০ জন ছেল প্রতি ৯০৩ জন মেয়ে রয়েছে।[5] গ্রামাঞ্চলে ০-৬ বছর বয়সী শিশুদের জনসংখ্যা ২৩৪,২৮৩ জন, যার মধ্যে পুরুষ ১২৩,০৯৯ জন এবং মহিলা ১১১,১৪৮ জন।[5] চুরু জেলার মোট পল্লী জনসংখ্যার ১৬.৩০% শিশু। ২০১১ সালের আদম শুমারি অনুসারে চুরু জেলার গ্রামীণ অঞ্চলে সাক্ষরতার হার ৬৪.৪০%।[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.