গ্রিক লিপি (বা গ্রিক বর্ণমালা) গ্রিক ভাষা রচনার জন্য নবম থেকে অষ্টম খ্রিস্টপূর্ব শতাব্দীর শুরু থেকেই ব্যবহৃত হয়ে আসছে। [1][2] এটি পূর্ববর্তী ফিনিশীয় লিপি থেকে উদ্ভূত হয়েছে,[3] এবং ইতিহাসের প্রথম বর্ণানুক্রমিক লিপি যা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের স্বতন্ত্র বর্ণ রয়েছে। প্রত্নতাত্ত্বিক এবং প্রারম্ভিক ধ্রুপদী সময়ে গ্রিক বর্ণমালার অনেকগুলি স্থানীয় রূপ বিদ্যমান ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শেষের দিকে ইউক্যালিডিয়ান বর্ণমালা, চব্বিশটি অক্ষর সহ, আলফা থেকে ওমেগা পর্যন্ত নির্দেশিত ছিল। এটি প্রমিত হয়ে গিয়েছিল এবং এই সংস্করণটি এখনও গ্রিক লেখার জন্য ব্যবহৃত হয়। এই চব্বিশটি অক্ষর হচ্ছে: Α α, Β β, Γ γ, Δ δ, Ε ε, Ζ ζ, Η η, Θ θ, Ι ι, Κ κ, Λ λ, Μ μ, Ν ν, Ξ ξ, Ο ο, Π π, Ρ ρ, Σ σ/ς, Τ τ, Υ υ, Φ φ, Χ χ, Ψ ψ, and Ω ω.

Thumb
উচ্চ এবং নিম্ন উভয় ক্ষেত্রে গ্রিক অক্ষর এবং তাদের নাম

গ্রিক বর্ণমালা বা ভাষায় তালব্য ধ্বনি নেই। যেমন :চ ছ জ ঝ শ ইত্যাদি। উল্লেখ্য জ এর উচ্চারণ এই ভাষায় দন্ত্য। ট বর্গীয় ধ্বনিগুলো একেবারেই অনুপস্থিত। হ ধ্বনিও এই লিপিতে নেই।

Thumb
এথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিজাদুঘরে মৃৎশিল্পের উপর খোদাইকৃত গ্রিক বর্ণমালা

গ্রিক বর্ণমালা হচ্ছে লাতিন এবং সিরিলীয় লিপির পূর্বপুরুষ [4] লাতিন এবং সিরিলীয় লিপির মতো গ্রিকও মূলত প্রতিটি বর্ণের একক রূপ ছিল; এটি আধুনিক যুগে লাতিনের সমান্তরালে ছোট ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। প্রাচীন এবং আধুনিক গ্রিক ব্যবহারের মধ্যে কিছু অক্ষরের শব্দ মূল্য এবং প্রচলিত লিপি পৃথক, কারণ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী এবং আজকের মধ্যে গ্রিক ভাষার উচ্চারণ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আধুনিক গ্রিক এবং প্রাচীন গ্রিক এছাড়াও বিভিন্ন ডায়াক্রিটিক ব্যবহার করে। গ্রিক ভাষা রচনায় এর ব্যবহার ছাড়াও, এর প্রাচীন এবং আধুনিক উভয় রূপেই আজ গ্রিক বর্ণমালাও গণিত, বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রের অনেকগুলি ক্ষেত্রে প্রযুক্তিগত চিহ্ন এবং লেবেলের উৎস হিসাবে কাজ করে।

প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে লিখন পদ্ধতির বিকাশ ঘটে ও বর্ণমালার উদ্ভব ঘটে। অন্যান্য ইউরোপীয় বর্ণমালা পরবর্তীকালে এই গ্রিক বর্ণমালা থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিকশিত হয়।

ইতিহাস

গ্রিক বর্ণমালার পূর্বসূরি উত্তর সেমিটিক বর্ণমালা যা ফিনিসীয় ভাষা থেকে রূপ লাভ করে। অবশ্য যেহেতু গ্রিক ভাষাটি কোন সেমিটিক ভাষা নয় সেহেতু সেমিটিক গোত্র থেকে উদ্ভূত বর্ণমালা দ্বারা গ্রিক লেখার জন্য তাতে কিছু পরিমার্জন আনা হয়।

সারণী

আরও তথ্য বর্ণ, নাম ...
বর্ণ নাম উচ্চারণ আ-ধ্ব-ব-তে ফিনিসীয
বর্ণ
লাতিন লিপিতে
প্রাচীন
গ্রিক
মধ্যযুগীয়
গ্রিক
আধুনিক
গ্রিক
বাংলা ধ্রুপদী
প্রাচীন
গ্রিক
আধুনিক
গ্রিক
প্রাচীন
গ্রিক
আধুনিক
গ্রিক
সংখ্যা
A α ἄλφα
আল্ফা
άλφα
আল্ফ়া
আলফা [a] [aː] [a] আলেফ আলেফ a a 1
B β βῆτα
বেতা
βήτα
ভ়িতা
বিটা বা বেটা [b] [v] Beth Beth b v 2
Γ γ γάμμα
গাম্মা
γάμμα
γάμα
গামা
গামা [ɡ] [e̞] বা [i]-এর আগে [ʝ];
নাহলে [ɣ]
Gimel Gimel g gh, g, j 3
Δ δ δέλτα
দেল্তা
δέλτα
দেল্তা
ডেল্টা [d] [ð] Daleth Daleth d d, dh 4
Ε ε εἶ
ἒ ψιλόν
এ প্সিলোন্‌
έψιλον
এপ্সিলন্‌
এপসাইলন [e] [e̞] He He e e 5
Ζ ζ ζῆτα
জ়্‌‌দেতা
ζήτα
জ়িতা
জেটা সম্ভবত [zd]
(কিংবা [dz]?)
পরে [zː]
[z] Zayin Zayin z z 7
Η η ἦτα
অ্যাতা
ήτα
ইতা
ইটা [ɛː] [i] Heth Heth e, ē i 8
Θ θ θῆτα
থেতা
θήτα
থ়িতা
থিটা [tʰ] [θ] Teth Teth th th 9
Ι ι ἰῶτα
ইয়োতা
ιώτα
γιώτα
গ়িয়োতা
আইয়োটা [i] [iː] [i], [j] Yodh Yodh i i 10
Κ κ κάππα
কাপ্পা
κάππα
κάπα
কাপা
কাপ্পা [k] [e̞] বা [i]-আগে [c];
নাহলে [k]
Kaph Kaph k k 20
Λ λ λάβδα
লাব্দা
λάμβδα
লাম্ব্দা
λάμδα
λάμβδα
লাম্‌দা
ল্যাম্বডা [l] [l] Lamedh Lamedh l l 30
Μ μ μῦ
ম্যু
μι
μυ
মি
মিউ [m] [m] Mem Mem m m 40
Ν ν νῦ
ন্যু
νι
νυ
নি
নিউ [n] [n] Nun Nun n n 50
Ξ ξ ξεῖ
ক্সে
ξῖ
ক্সি
ξι
ক্সি
সি [ks] [ks] Samekh Samekh x x, ks 60
Ο ο οὖ
ὂ μικρόν
ও মিক্রোন্‌
όμικρον
অমিক্রন্‌
ওমিক্রন [o] [o̞] Ayin 'Ayin o o 70
Π π πεῖ
পে
πῖ
পি
πι
পি
পাই [p] [p] Pe Pe p p 80
Ρ ρ ῥῶ
হ্র
ρω
রো [r], [r̥] [r] Res Resh r (: rh) r 100
Σ σ
ς
(শব্দের শেষে)
σῖγμα
সিংমা
σίγμα
সিগ্‌মা
সিগমা [s] [s] Sin Shin s s 200
Τ τ ταῦ
তাউ
ταυ
তাফ়্‌
টাউ [t] [t] Taw Taw t t 300
Υ υ
উ্য
ὓ ψιλόν
উ্য প্সিলোন্‌
ύψιλον
ইপ্সিলন্‌
ইপসাইলন [y] [yː]
(পূর্বে [u] [uː])
[i] Waw Waw u, y y, v, f 400
Φ φ φεῖ
ফে
φῖ
ফি
φι
ফ়ি
ফাই [pʰ] [f] উৎপত্তি বিতর্কিত ph f 500
Χ χ χεῖ
খে
χῖ
খি
χι
খ়ি
কাই [kʰ] [ç] before [e̞] or [i];
[x] otherwise
ch ch, kh 600
Ψ ψ ψεῖ
প্সে
ψῖ
প্সি
ψι
প্সি
সাই [ps] [ps] ps ps 700
Ω ω
ὦ μέγα
অমেগা
ωμέγα
অমেগ়া
ওমেগা [ɔː] [o̞] Ayin 'Ayin o, ō o 800
বন্ধ

অব্যবহৃত অক্ষর

আরও তথ্য অক্ষর, ফিনিসীয অক্ষর ...
অক্ষর ফিনিসীয অক্ষর নাম প্রাচীন গ্রিক ক্ল্যাসিকাল প্রাচীন গ্রিক সংখ্যা
ইংরেজি মধ্যযুগীয গ্রিক আধুনিক গ্রিক
Ϝ ϝ Waw Waw Digamma ϝαῦ δίγαμμα w [w] 6
Ϛ ϛ Stigma στίγμα στίγμα st [st] 6
Ͱ ͱ Heth Heth Heta ἧτα h [h]
Ϻ ϻ Sade Sade San ϻάν σάν s [s]
Ϟ ϟ (Ϙ ϙ) Qoph Qoph Koppa ϙόππα κόππα q [q] 90
Ϡ ϡ (Ͳ ͳ) Sade Sade Sampi σαμπῖ ss [sː], [ks], [ts] 900
Ϸ ϸ Shin Shin Sho sh [ʃ]
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

আরও দেখুন

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.