Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গিতেগা মধ্য আফ্রিকার রাষ্ট্র বুরুন্ডির রাজধানী নগরী। এটি বুরুন্ডির ২য় বৃহত্তম নগরী যা দেশটির কেন্দ্রভাগে বুরুন্ডীয় কেন্দ্রীয় মালভূমিতে অবস্থিত।[2] এটি দেশটির প্রাক্তন রাজধানী ও বৃহত্তম নগরী বুজুম্বুরা-র প্রায় ৬২ কিলোমিটার পূর্বে অবস্থিত।[3]) শহরটি ১৯৬৬ সালে বুরুন্ডি রাজ্যের অবলুপ্তির আগ পর্যন্ত রাজ্যটির রাজধানী ছিল।[4][টীকা 1] বুরুন্ডির রাষ্ট্রপতি পিয়ের এনকুরুঞ্জিজা ২০১৮ সালের ডিসেম্বর মাসে ঘোষণা দেন যে তিনি ২০০৭ সালে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গিতেগাকে রাজনৈতিক রাজধানীর মর্যাদায় পুনরাসীন করবেন,[4] তবে বুজুম্বুরা অর্থনৈতিক রাজধানী ও ব্যবসাবাণিজ্যের কেন্দ্র হিসেবে বজায় থাকবে।[5] ২০১৯ সালের ১৬ই জানুয়ারি তারিখে বুরুন্ডির সংসদে একটি ভোটে গিতেগাকে আনুষ্ঠানিকভাবে বুরুন্ডির রাজধানী ঘোষণা করা হয়। ঘোষণার তিন বছরের মধ্যে সরকারের সমস্ত শাখা সেখানে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।[6]
গিতেগা | |
---|---|
রাজধানী নগরী | |
শীর্ষ: গিতেগা স্কাইলাইন; মধ্য: ক্রাইস্ট দ্য কিং ক্যাথেড্রাল, ডাউনটাউন গিতেগা; গিতেগা জাতীয় জাদুঘর, কিবিম্বা স্কুল মেমোরিয়াল | |
বুরুন্ডিতে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩°২৬′ দক্ষিণ ২৯°৫৪′ পূর্ব | |
দেশ | বুরুন্ডি |
প্রদেশ | গিতেগা প্রদেশ |
আয়তন | |
• রাজধানী নগরী | ২২ বর্গকিমি (৮ বর্গমাইল) |
• পৌর এলাকা | ২২ বর্গকিমি (৮ বর্গমাইল) |
• মহানগর | ২৭ বর্গকিমি (১০ বর্গমাইল) |
উচ্চতা | ১,৫০৪ মিটার (৪,৯৩৪ ফুট) |
জনসংখ্যা (২০২০)[1] | |
• রাজধানী নগরী | ১,৩৫,৪৬৭ |
• জনঘনত্ব | ৫,৪৫৪/বর্গকিমি (১৪,১৩০/বর্গমাইল) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.