খুমান লাম্পাক মেইন স্টেডিয়াম
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
খুমান লাম্পাক মেইন স্টেডিয়াম হল ভারতের মণিপুরের ইম্ফলে অবস্থিত একটি ক্রীড়া স্টেডিয়াম।[3][4] এটি ফুটবল ও অ্যাথলেটিক্সের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে।[5] ৩৫,২৮৫ ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটিতে কেবল মাত্র মাঠের একদিকে গ্যালারি অবস্থিত।
অবস্থান | ইম্ফল, ভারত |
---|---|
স্থানাঙ্ক | ২৪°৪৯′২২″ উত্তর ৯৩°৫৭′০৯″ পূর্ব |
মালিক | নিখিল মণিপুর ফুটবল অ্যাসোসিয়েশন |
ধারণক্ষমতা | ৩৫,২৮৫ |
উপরিভাগ | ঘাস |
চালু | ১৯৯৯ |
ভাড়াটে | |
নেরোকা এফসি (বর্তমান) ট্রাউ এফসি (বর্তমান)[1] এনআইএসএ মণিপুর (প্রাক্তন)[2] |
এই স্টেডিয়ামে রেকর্ড দর্শক সংখ্যা ৩৫,২৮৫ (২০১৭-১৮ আই-লিগ: নেরোকা এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোস)। ২৫ মে ২০১১-তে স্টেডিয়ামের উন্নয়ন ও নতুন আলো লাগানোর কথা ঘোষণা করা হয়েছিল।[6]
এই স্টেডিয়াম মূলত নেরোকা এফসি ও ট্রাউ এফসির খেলা আয়োজন করে। দুটি ক্লাবই আই-লিগ-এ অংশ নেয়।[7]
২০২২ ডুরান্ড কাপ আয়োজন এই স্টেডিয়ামের উল্লেখযোগ্য ঘটনা, যা শুরু হয়েছিল ইম্ফল ডার্বি দিয়ে (নেরোকা বনাম ট্রাউ)।[8][9] ১৮ আগস্ট ২০২২-এ, মণিপুর সরকার সকল সরকারী প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি ঘোষণা করে এই ম্যাচকে স্মরণীয় করে তুলতে।[10] নেরোকা ট্রাউকে ৩–১ ফলাফলে হারায়।[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.