ক্যান্টারবারি নিউজিল্যান্ডের ক্যান্টারবারিভিত্তিক প্রথম-শ্রেণীর ক্রিকেট দলবিশেষ। নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালনায় ছয়টি দলের অন্যতম এটি। নিউজিল্যান্ডের ইতিহাসে ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক সফল দল। প্রথম-শ্রেণীর প্রতিযোগিতা প্লাঙ্কেট শীল্ড ও একদিনের প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে দলটি অংশ নিচ্ছে। এছাড়াও, ক্যান্টারবারি কিংস নামে সুপার স্ম্যাশ প্রতিযোগিতায়ও অংশ নেয়।
টোয়েন্টি২০ নাম | ক্যান্টারবারি কিংস | |||
---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||
অধিনায়ক | কোল ম্যাককঞ্চি | |||
কোচ | ব্রেন্ডন ডঙ্কার্স | |||
দলের তথ্য | ||||
প্রতিষ্ঠা | ১৮৬৪ | |||
স্বাগতিক মাঠ | হ্যাগলে ওভাল | |||
ধারণক্ষমতা | ৮,০০০ | |||
ইতিহাস | ||||
প্রথম শ্রেণী অভিষেক | ওতাগো ১৮৬৪ সালে ডুনেডিন | |||
প্লাঙ্কেট শীল্ড জয় | ১৯ | |||
ফোর্ড ট্রফি জয় | ১৪ | |||
সুপার স্ম্যাশ জয় | ১ | |||
দাপ্তরিক ওয়েবসাইট | ক্যান্টারবারি ক্রিকেট | |||
|
সম্মাননা
- প্লাঙ্কেট শীল্ড (১৯)
১৯২২-২৩, ১৯৩০-৩১, ১৯৩৪-৩৫, ১০৪৫-৪৬, ১৯৪৮-৪৯, ১৯৫১-৫২, ১৯৫৫-৫৬, ১৯৫৯-৬০, ১৯৬৪-৬৫, ১৯৭৫-৭৬, ১৯৮৩-৮৪, ১৯৯৩-৯৪, ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ২০০৭-০৮, ২০১০-১১, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৬-১৭
- ফোর্ড ট্রফি (১৪)
১৯৭১-৭২, ১৯৭৫-৭৬, ১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮, ১৯৮৫-৮৬, ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭, ১৯৯৮-৯৯, ১৯৯৯-০০, ২০০৫-০৬, ২০১৬-১৭
- সুপার স্ম্যাশ (১)
২০০৫-০৬
মাঠ
ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভাল ও র্যাঙ্গিওরার মেইনপাওয়ার ওভালে নিজেদের খেলাগুলোয় অংশ নেয়।
উল্লেখযোগ্য খেলোয়াড়
- জিওফ অ্যালট
- নাথান অ্যাসলে
- শেন বন্ড
- নীল ব্রুম
- ভন ব্রাউন
- ক্রিস কেয়ার্নস
- মারে চ্যাপেল
- গ্রাহাম ডোলিং
- স্টিফেন ফ্লেমিং
- পিটার ফুলটন
- রডি ফুলটন
- লি জার্মন
- ডেল হ্যাডলি
- ক্রিস হ্যারিস
- রিচার্ড হ্যাডলি
- ব্রায়ান হ্যাস্টিংস
- ম্যাট হেনরি
- রডনি ল্যাথাম
- টম ল্যাথাম
- টনি ম্যাকগিবন
- ব্রেন্ডন ম্যাককুলাম
- টিম ম্যাকিন্টোশ
- ক্রেগ ম্যাকমিলান
- ক্রিস মার্টিন
- ডিক মোৎজ
- হেনরি নিকোলস
- কার্লি পেজ
- মাইকেল পাপস
- মার্ক প্রিস্ট
- আরন রেডমন্ড
- কিথ টমসন
- জন ওয়ার্ড
- পল ওয়াইজম্যান
- ড্যারন রিকার্স
- লোগান ফন বিক
তথ্যসূত্র
আরও পড়ুন
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.