Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্যান্টন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্টার্ক কাউন্টির একটি শহর ও কাউন্টি আসন।[6] এটি ক্লিভল্যান্ড থেকে প্রায় ৬০ মাইল (৯৭ কিমি) দক্ষিণে এবং উত্তর-পূর্ব ওহাইওর অ্যাক্রেন থেকে ২০ মাইল (৩২ কিমি) দক্ষিণে অবস্থিত।[7] ক্যান্টন ক্যান্টন-ম্যাসিলন, ওএইচ মহানগর পরিসংখ্যান অঞ্চলের বৃহত্তম পৌরসভা, যা স্টার্ক এবং ক্যারল কাউন্টির সমস্ত অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। শহরের জনসংখ্যা ২০১০-এর আদম শুমারি অনুসারে ৭৩,০০৭ জন।[8]
ক্যান্টন, ওহাইও | |
---|---|
শহর | |
সিটি অব ক্যান্টন | |
ডাকনাম: হল অব ফেম সিটি | |
ওহাইও রাজ্যে অবস্থান | |
স্টার্ক কাউন্টিতে ক্যান্টনের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪০°৪৮′১৮″ উত্তর ৮১°২২′৩৩″ পশ্চিম | |
রাষ্ট্র | যুক্তরাষ্ট্র |
অঙ্গরাজ্য | ওহাইও |
কাউন্টি | স্টার্ক |
প্রতিষ্ঠিত | ১৮০৫ |
অন্তর্ভূক্ত | ১৮১৫ (গ্রাম) |
– | ১৮৫৪ (শহর) |
সরকার | |
• ধরন | পৌরপ্রধান-পরিষদ |
• পৌরপ্রধান | টমাস বের্নাবেই (আই)[1] |
• নগর পরিষদ | সদস্যদের তালিকা |
আয়তন[2] | |
• শহর | ২৬.১৭ বর্গমাইল (৬৭.৭৮ বর্গকিমি) |
• স্থলভাগ | ২৬.১৫ বর্গমাইল (৬৭.৭৩ বর্গকিমি) |
• জলভাগ | ০.০২ বর্গমাইল (০.০৫ বর্গকিমি) |
উচ্চতা | ১,০৬০ ফুট (৩২৩ মিটার) |
জনসংখ্যা (২০১০)[3] | |
• শহর | ৭৩,০০৭ |
• আনুমানিক (২০১৯)[4] | ৭০,৪৪৭ |
• জনঘনত্ব | ২,৬৯৩.৮৫/বর্গমাইল (১,০৪০.১১/বর্গকিমি) |
• পৌর এলাকা | ২,৭৯,২৪৫ (ইউএস: ১৩৫তম) |
• মহানগর | ৪,০৪,৪২২ (ইউএস: ১৩৬তম) |
• সিএসএ | ৩৪,৮৫,৬৯১ (ইউএস: ১৮তম) |
বিশেষণ | ক্যান্টোনিয়ান |
সময় অঞ্চল | পূর্ব (ইএসটি) (ইউটিসি−৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি−৪) |
জিপ কোডসমূহ | ৪৪৭০০-৪৪৭৯৯ |
অঞ্চল কোড/অঞ্চল কোড | ৩৩০ ও ২৩৪ |
এফএডি কোড | ৩৯-১২০০০ |
জিএনআইএস বৈশিষ্ট্য আইডি | ১০৪৮৫৮০[5] |
ওয়েবসাইট | www.cantonohio.gov |
মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো অনুসারে, শহরের মোট আয়তন ২৬.১৭ বর্গমাইল (৬৭.৭৮ বর্গকিমি), যার মধ্যে ২৬.১৫ বর্গমাইল (৬৭.৭৩ বর্গকিমি) ভূমিভাগ ও ০.০২ বর্গমাইল (০.০৫ বর্গকিমি) জলভাগ নিয়ে গঠিত।
২০১০-এর আদমশুমারি অনুসারে, শহরে ৭৩,০০৭ জন মানুষ, ২৯,৭০৫ জন গৃহমালিক ও ১৭,১২৭ টি পরিবার বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে ২,৬৯৩.৮৫ জন (১,০৪০.১১ জন/বর্গকিমি)। প্রতি বর্গমাইলে গড়ে ১,৩৫৭.৯ এর (৫২৪.৩ জন/বর্গকিমি) ঘনত্বে ৩৪,৫৭১ টি আবাসন ইউনিট রয়েছে। শহরটির বর্ণগত পরিসংখ্যান অনুসারে মোট জনসংখ্যার মধ্যে ৬৯.১% শ্বেতাঙ্গ, ২৪.২% আফ্রিকান আমেরিকান, ০.৫% নেটিভ আমেরিকান, ০.৩% এশীয়, ১.০% অন্যান্য জাতি এবং ৪.৮% দুই বা ততোধিক বর্ণের থেকে ছিল। যে কোনও জাতির হিস্পানিক বা লাতিনো জনসংখ্যার ২.৬% ছিল।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.