কিলমারনক ফুটবল ক্লাব
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কিলমারনক ফুটবল ক্লাব (সাধারণত কিলমারনক এফসি নামে পরিচিত) হচ্ছে কিলমারনক ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে।[২] এই ক্লাবটি ১৮৬৯ সালের ৫ই জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। কিলমারনক এফসি তাদের সকল হোম ম্যাচ কিলমারনকের রাগবি পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৭,৮৮৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অ্যালেক্স ডায়ার[৩] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন বিলি বোয়ি। আইরিশ মধ্যমাঠের খেলোয়াড় হ্যারি ডিকার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | কিলমারনক ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | কিলি | |||
প্রতিষ্ঠিত | ৫ জানুয়ারি ১৮৬৯ | |||
মাঠ | রাগবি পার্ক | |||
ধারণক্ষমতা | ১৭,৮৮৯[১] | |||
প্রধান অংশীদার | বিলি বোয়ি | |||
ম্যানেজার | অ্যালেক্স ডায়ার | |||
লিগ | স্কটিশ প্রিমিয়ারশিপ | |||
২০১৯–২০ | ৮ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, কিলমারনক এফসি এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি স্কটিশ ফুটবল লীগ, ২টি স্কটিশ প্রথম বিভাগ, ৩টি স্কটিশ কাপ এবং ১টি স্কটিশ লীগ কাপ শিরোপা রয়েছে।
অর্জন
ঘরোয়া
- স্কটিশ ফুটবল লীগ (১ম স্তর):
- চ্যাম্পিয়ন: ১৯৬৪–৬৫
- রানার-আপ (৪): ১৯৫৯–৬০, ১৯৬০–৬১, ১৯৬২–৬৩, ১৯৬৩–৬৪
- চ্যাম্পিয়ন: ১৯৬৪–৬৫
- স্কটিশ প্রথম বিভাগ (২য় স্তর):[৪]
- চ্যাম্পিয়ন: ১৮৯৭–৯৮, ১৮৯৮–৯৯
- রানার-আপ (৬): ১৯৫৩–৫৪, ১৯৭৩–৭৪, ১৯৭৫–৭৬, ১৯৭৮–৭৯, ১৯৮১–৮২, ১৯৯২–৯৩
- চ্যাম্পিয়ন: ১৮৯৭–৯৮, ১৮৯৮–৯৯
- স্কটিশ দ্বিতীয় বিভাগ (৩য় স্তর):
- রানার-আপ: ১৯৮৯–৯০
- স্কটিশ কাপ:
- চ্যাম্পিয়ন: ১৯১৯–২০, ১৯২৮–২৯, ১৯৯৬–৯৭
- রানার-আপ (৫): ১৮৯৭–৯৮, ১৯৩১–৩২, ১৯৩৭–৩৮, ১৯৫৬–৫৭, ১৯৫৯–৬০
- চ্যাম্পিয়ন: ১৯১৯–২০, ১৯২৮–২৯, ১৯৯৬–৯৭
- স্কটিশ লীগ কাপ:
- চ্যাম্পিয়ন: ২০১১–১২
- রানার-আপ (৫): ১৯৫২–৫৩, ১৯৬০–৬১, ১৯৬২–৬৩, ২০০০–০১, ২০০৬–০৭
- চ্যাম্পিয়ন: ২০১১–১২
আরও দেখুন
- কিলমারনক মহিলা ফুটবল ক্লাব
- হাওয়ার্ড পার্ক, কিলমারনক
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.