Loading AI tools
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওকলাহোমা[26] মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য অঞ্চলের একটি রাজ্য;[27] দক্ষিণ ও পশ্চিমে টেক্সাস, উত্তরে কানসাস, উত্তর-পূর্বে মিসৌরি, পূর্বে আরকানসাস, পশ্চিমে নিউ মেক্সিকোতে এবং উত্তর-পশ্চিমে কলোরাডো রাজ্য দ্বারা সীমাবদ্ধ। আংশিকভাবে দক্ষিণ আপল্যান্ডের পশ্চিমা চরম অঞ্চলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের মধ্যে ২০তম বৃহৎ এবং ২৮তম সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের বাসিন্দারা ওকলাহোমানস (বা কথোপকথনে "ওকিজ") নামে পরিচিত এবং এর রাজধানী ও বৃহত্তম শহর হল ওকলাহোমা সিটি।
ওকলাহোমা | |
---|---|
অঙ্গরাজ্য | |
স্টেট অব ওকলাহোমা | |
ডাকনাম: নেটিভ আমেরিকা, ল্যান্ড অব দ্য রেড ম্যান, সোনার স্টেট | |
নীতিবাক্য: Labor omnia vincit (Latin: Work conquers all) | |
সঙ্গীত: "ওকলাহোমা" ও "ওকলাহোমা হিলস" | |
যুক্তরাষ্ট্রের মানচিত্রে চিহ্নিত স্থানটি হলো ওকলাহোমা | |
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
রাজ্য প্রতিষ্ঠার আগে |
|
ইউনিয়নে অন্তর্ভুক্তি | ১৬ নভেম্বর ১৯০৭ (৪৬তম) |
রাজধানী | ওকলাহোমা সিটি |
বৃহত্তম শহর | রাজধানী |
বৃহত্তম মেট্রো | বৃহত্তর ওকলাহোমা সিটি |
সরকার | |
• গভর্নর | কেভিন স্টিট (আর) |
• লেফটেন্যান্ট গভর্নর | ম্যাট পিনেল (আর) |
আয়তন | |
• মোট | ৬৯,৮৯৯ বর্গমাইল (১,৮১,০৩৭ বর্গকিমি) |
• স্থলভাগ | ৬৮,৫৯৫ বর্গমাইল (১,৭৭,৬৬০ বর্গকিমি) |
• জলভাগ | ১,৩০৪ বর্গমাইল (৩,৩৭৭ বর্গকিমি) ১.৯% |
এলাকার ক্রম | ২০তম |
মাত্রা | |
• দৈর্ঘ্য | ৪৬৫ মাইল (৭৪৯ কিলোমিটার) |
• প্রস্থ | ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) |
উচ্চতা | ১,৩০০ ফুট (৪০০ মিটার) |
সর্বোচ্চ উচ্চতা (ব্ল্যাক মেসা[1][2]) | ৪,৯৭৫ ফুট (১,৫১৬ মিটার) |
সর্বনিন্ম উচ্চতা (ইন্ডিয়ান টেরিটোরি সীমানায় লিটল নদী[1][2]) | ২৮৯ ফুট (৮৮ মিটার) |
জনসংখ্যা (২০১৯) | |
• মোট | ৩৯,৫৬,৯৭১[3] |
• ক্রম | ২৮তম |
• জনঘনত্ব | ৫৫.২/বর্গমাইল (২১.৩/বর্গকিমি) |
• ঘনত্বের ক্রম | ৩৫তম |
• মধ্যবিত্ত পরিবার আয়ের | $৫০,০৫১[4] |
• আয়ের ক্রম | ৪৪তম |
বিশেষণ | ওকলাহোমান; ওকি (কথোপকথন) |
ভাষা | |
• দাপ্তরিক ভাষা | ইংরেজি • চক্টো • চেরোকি • বিঃদ্রঃ: (চক্টো ভাষা চক্টো নেশনের সরকারি ভাষা, চেরোকির ভাষা চক্টো নেশনের ও ইউকেবি এর সরকারি ভাষা )[5][6][7] |
সময় অঞ্চল | কেন্দ্রীয় (ইউটিসি−০৬:০০) |
পার্বত্য (ইউটিসি−০৭:০০) | |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিডিটি (ইউটিসি−০৫:০০) |
এমডিটি (ইউটিসি−০৬:০০) | |
ইউএসপিএস সংক্ষেপণ | ওকে |
আইএসও ৩১৬৬ কোড | ইউএস-ওকে |
অক্ষাংশ | ৩৩°৩৭' উত্তর থেকে ৩৭° উত্তর |
দ্রাঘিমাংশ | ৯৪° ২৬' পশ্চিম থেকে ১০৩° পশ্চিম |
ওয়েবসাইট | www |
ওকলাহোমা-এর অঙ্গরাজ্য প্রতীক | |
---|---|
জীবনযাপন | |
উভচর | বুলফ্রোগ[8] |
পাখি | কাঁচি-লেজযুক্ত ফ্লাইকাচার[9] |
মাছ | হোয়াইট বাস[10] |
ফুল |
|
ঘাস | ইন্ডিয়ান গ্রাস |
পতঙ্গ | ইউরোপীয় মধু মৌমাছি |
স্তন্যপায়ী | আমেরিকান বাইসন[11] |
সরীসৃপ | পর্বত বুমার |
বৃক্ষ | রেডবাস |
জড় খেতাবে | |
পানীয় | দুধ[12] |
রঙ | সাদা এবং সবুজ (বিপরীতে) |
নৃত্য | ওয়াল্টজ: ওকলাহোমা উইন্ড |
ডায়নোসর | অ্যাক্রোক্যান্থোসরাস এটোকেনসিস[13] |
লোকনৃত্য | স্কয়ার ডান্স |
জীবাশ্ম | সওরোফাগানাক্স ম্যাক্সিমাস[14] |
যন্ত্র | ড্রাম[15] |
শিলা | রোজ রক |
মৃত্তিকা | পোর্ট সিল্ট লোম |
টার্টান | ওকলাহোমা তারান |
অন্যান্য |
|
অঙ্গরাজ্য রুট চিহ্নিতকারী | |
অঙ্গরাজ্য কোয়ার্টার | |
২০০৮, রাজ্য কোয়ার্টার সিরিজ এর অংশ হিসাবে। ওকলাহোমার রাজ্য পাখি তার রাজ্য বন্যফুলের উপরে ওড়ে।[25]-এ প্রকাশিত | |
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য প্রতীকগুলির তালিকা |
রাজ্যের নাম চক্টো শব্দ ওকলা এবং হুমা শব্দ থেকে এসেছে, যার অর্থ "লাল মানুষ"।[28] এটি অনানুষ্ঠানিকভাবে ডাকনাম "দ্য সোনার স্টেট" নামে পরিচিত। যখন এটি ইউনিয়নে ৪৬তম রাজ্যে পরিণত হয়, তখন ১৯০৭ সালের ১৬ নভেম্বর ওকলাহোমা টেরিটরি ও ইন্ডিয়ান টেরিটোরিকে ওকলাহোমা রাজ্যে একীভূত করা হয়।
প্রাচীন পর্বতমালা, বৃক্ষহীন তৃণভূমি (প্রিরি), মেসা ও পূর্বের বনাঞ্চল সহ ওকলাহোমার বেশিরভাগ অংশ সমভূমি, ক্রস টিম্বারস ও মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উচ্চভূমিগুলিতে অবস্থিত, সমস্ত অঞ্চল খারাপ আবহাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে।[29] ওকলাহোমা তিনটি প্রধান আমেরিকান সাংস্কৃতিক অঞ্চলের সংমিশ্রণ ক্ষেত্র এবং ঐতিহাসিকভাবে গবাদিপশু চালানের পথ, দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জন্য একটি গন্তব্য এবং স্থানীয় আমেরিকানদের জন্য সরকার অনুমোদিত অঞ্চল হিসাবে কাজ করে। ওকলাহোমাতে পঁচিশটি স্থানীয় আমেরিকান ভাষায় কথা বলা হয়।[30]
প্রাকৃতিক গ্যাস, তেল এবং কৃষি পণ্যগুলির একটি প্রধান উৎপাদক, ওকলাহোমার বিমান, শক্তি, টেলিযোগাযোগ ও জৈবপ্রযুক্তির একটি অর্থনৈতিক ভিত্তির উপর নির্ভর করে।[31] ওকলাহোমা সিটি ও টালসা ওকলাহোমার প্রাথমিক অর্থনৈতিক কেন্দ্র হিসাবে কাজ করে, প্রায় দুই-তৃতীয়াংশ ওকলাহোমাবাসী তাদের মহানগর পরিসংখ্যানগত অঞ্চলে বাস করে।[32] ওকলাহোমা মেট্রোপলিটন করিডোর নামে সম্মিলিতভাবে পরিচিত এই শহরগুলি টেক্সাস ত্রিভুজ মেগেরেজিয়নে অন্তর্ভুক্ত রয়েছে।
৬৮,৫৯৫ বর্গ মাইল (১,৭৭,৬৬০ বর্গ কিলোমিটার) জমি ও ১,৩০৪ বর্গ মাইল (৩,৩৮০ বর্গ কিমি) জলভাগ সহ ৬৯,৮৯৯ বর্গ মাইল (১,৮১,০৪০ বর্গ কিমি) আয়তন নিয়ে ওকলাহোমা মার্কিন যুক্তরাষ্ট্রে ২০তম বৃহত্তম রাজ্য।[33] এটি ৪৮ টি সংলগ্ন রাজ্যের ভৌগোলিক কেন্দ্রের নিকটবর্তী বৃহৎ সমভূমিতে আংশিকভাবে অবস্থিত। এটি পূর্বদিকে আরকানসাস ও মিসৌরি, উত্তরে কানসাস, উত্তর-পশ্চিমে কলোরাডো, সুদূর পশ্চিমে নিউ মেক্সিকো এবং নিকট-পশ্চিমে টেক্সাস দ্বারা সীমাবদ্ধ।
ওকলাহোমা হল গ্রেট সমভূমি এবং মেক্সিকো উপসাগরের ওজার্ক মালভূমির মাঝামাঝি অবস্থিত,[34] এটি সাধারণত পশ্চিম সীমানাটির উঁচু সমতল থেকে দক্ষিণ-পূর্ব সীমান্তের নীচু জলাভূমিতে ঢালু।[35][36] ওকলাহোমা পানহান্ডলের সুদূর উত্তর-পশ্চিম কোণে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯৭৩ ফুট (১,৫১৬ মিটার) উচ্চতম শিখর, ব্ল্যাক মেসার সাথে এর সর্বাধিক ও নিম্নতম পয়েন্টগুলি অনুসরণ করে। এর সর্বোচ্চ ও নিম্নতম বিন্দুগুলি এই প্রবণতাটি অনুসরণ করে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯৭৩ (১,৫১৬ মিটার) ফুট উচু এর সর্বোচ্চ শিখর ব্ল্যাক মেসা ওকলাহোমা পানহান্ডলের সুদূর উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। রাজ্যের সর্বনিম্ন বিন্দুটি আইডাবেল শহরের নিকটে রাজ্যের দক্ষিণ-পূর্ব সীমান্তের নিকটবর্তী লিটল নদীর উপর অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৯ ফুট (৮৮ মিটার) উচু।[37]
ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় রাজ্যগুলির মধ্যে ওকলাহোমা হল চারটির মধ্যে একটি, সীমানায় ১১ টি সহ রাজ্যের অভ্যন্তরে ১০ টিরও বেশি স্বতন্ত্র বাস্তুসংস্থান অঞ্চল রয়েছে—এটি অন্য কোনও রাজ্যের তুলনায় প্রতি বর্গমাইল বেশি।[29]
ওকলাহোমা বিমান, শক্তি, পরিবহন সরঞ্জাম, খাদ্য প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ সহ বিভিন্ন ধরনের খাতের কেন্দ্র। ওকলাহোমা প্রাকৃতিক গ্যাস, বিমান ও খাবারের একটি গুরুত্বপূর্ণ উৎপাদক।[31] এই রাজ্যটি দেশের মধ্যে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে, এছাড়া এটি ২৭তম সর্বাধিক কৃষিক্ষেত্র উৎপাদনশীল রাজ্য ও গমের উৎপাদনেও এটি পঞ্চম স্থানে রয়েছে।[38] চারটি ফরচুন ৫০০ সংস্থা এবং ছয়টি ফরচুন ১০০০ সংস্থার সদর দফতর ওকলাহোমাতে অবস্থিত[39] এবং এটি ২০০৭ সালের সপ্তম-সর্বনিম্ন শুল্কের[40] সাথে দেশটির সবচেয়ে ব্যবসা-বান্ধব রাজ্যগুলির মধ্যে একটি হিসাবে চিহ্নিত হয়।[41]
২০১০ সালে, ওকলাহোমা সিটি-ভিত্তিক লাভ ট্র্যাভেল স্টপস অ্যান্ড কান্ট্রি স্টোরস বৃহত্তম বেসরকারী সংস্থাগুলির ফোর্বসের তালিকায় ১৮তম স্থান অর্জন করে, তুলসা ভিত্তিক কুইকিট্রিপ ৩৭তম এবং ওকলাহোমা সিটি-ভিত্তিক হোবি লবি ২০১০-এর প্রতিবেদনে ১৯৮তম স্থান অর্জন করে।[43] ওকলাহোমার স্থূল অভ্যন্তরীণ উৎপাদন ২০০৬ সালের ১৩১.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০১০ সালে ১৪৭.৫ বিলিয়ন ডলারে হয়, যা ১০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।[44] ওকলাহোমার ২০১০ সালে মাথাপিছু স্থূল অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ছিল ৩৫,৪৮০ ডলার, যা রাজ্যগুলির মধ্যে ৪০তম।[45]
যদিও তেল ঐতিহাসিকভাবে রাজ্যের অর্থনীতিতে আধিপত্য বিস্তার করেছে, তবে ১৯৮০-এর দশকে শক্তি শিল্পের পতনের ফলে ১৯৮০ সাল থেকে ২০০০ সালের মধ্যে প্রায় জ্বালানি-সংক্রান্ত ৯০,০০০ টি চাকরি হ্রাস পায়, যা স্থানীয় অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।[46] ওকলাহোমার অর্থনীতিতে খনিজ তেল ২০০৭ সালে ৩৩ বিলিয়ন ডলারের অবদান রাখে[47] এবং আরও পাঁচটি শিল্পের কর্মসংস্থান রাজ্যের তেল শিল্পের কর্মসংস্থানকে ২০০৭ সালে ছাড়িয়ে গেছে।[48] সেপ্টেম্বর ২০২০-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত, রাজ্যের বেকারত্বের হার ৫.৩%।[49]
২০১১ সালের মাঝামাঝি সময়ে ওকলাহোমাতে বেসামরিক শ্রম শক্তি ছিল ১.৭ মিলিয়ন এবং অকৃষি কর্মসংস্থান প্রায় দেড় মিলিয়ন ওঠানামা করে।[48] ২০১১ সালে সরকারি খাত সর্বাধিক ৩,৩৯,৩০০ টি চাকরি সরবরাহ করে, তারপরে পরিবহন ও ইউটিলিটিস খাত ২,৭৯,৫০০ টি চাকরি এবং শিক্ষা, ব্যবসা ও উৎপাদন ক্ষেত্র যথাক্রমে ২০৭,৮০০ টি, ১,৭৭,৪০০ টি এবং ১৩২,৭০০ টি চাকরি সরবরাহ করে।[48] রাজ্যের বৃহত্তম শিল্পগুলির মধ্যে মহাকাশ খাত বার্ষিক ১১ বিলিয়ন ডলার উৎপন্ন করে।[41]
তুলসায় বিশ্বের বৃহত্তম বিমান রক্ষণাবেক্ষণ ঘাঁটি রয়েছে, যা আমেরিকান এয়ারলাইন্সের বৈশ্বিক রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশল সদর দফতর হিসাবে কাজ করে।[50] সামগ্রিকভাবে, ওকলাহোমার শিল্প উৎপাদননের ১০ শতাংশেরও বেশি মহাকাশ খাত থেকে আসে এবং এটি মহাকাশ ইঞ্জিন উৎপাদনে শীর্ষ ১০ রাজ্যের মধ্যে একটি।[31] মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রে অবস্থানের কারণে ওকলাহোমা লজিস্টিক সেন্টারগুলির শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে এবং আবহাওয়া সম্পর্কিত গবেষণায় একটি বড় অবদানকারী।[41]
রাজ্যটি উত্তর আমেরিকার টায়ারের শীর্ষ উৎপাদনকারী এবং এটি দেশের দ্রুত বর্ধমান বায়োটেকনোলজিক শিল্পগুলির মধ্যে একটিকে ধারণ করে রয়েছে।[41] ২০০৫ সালে ওকলাহোমার উৎপাদন শিল্প থেকে আন্তর্জাতিক রফতানি হয়েছিল মোট অর্থনৈতিক প্রভাবের ৩.৬ শতাংশ।[51] টায়ার উৎপাদন, মাংস প্রক্রিয়াকরণ, তেল ও গ্যাস সরঞ্জাম উৎপাদন এবং এয়ার কন্ডিশনার উৎপাদন এই রাজ্যের বৃহত্তম উৎপাদন শিল্প।[52]
ওকলাহোমা হল দেশটির প্রাকৃতিক গ্যাসের তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম উৎপাদক। এই রাজ্যে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক সক্রিয় ড্রিলিং রিগ রয়েছে[47][53] এবং এটি অপরিশোধিত তেলের মজুদের ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে।[54] রাজ্যটি ২০১১ সালে স্থাপিত বায়ু শক্তির ক্ষমতায় অষ্টম স্থানে ছিল,[55] ২০০৯ সালে এটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে রাজ্যগুলির তালিকায় নীচে দিকে ছিল, কয়লা থেকে ২৫% এবং প্রাকৃতিক গ্যাস থেকে ৪৬% সহ রাজ্যটির ৯৪% বিদ্যুৎ ২০০৯ সালে অ-পুনর্নবীকরণযোগ্য উৎস দ্বারা উৎপাদিত হয়।[56]
দশ বছর পরে ২০১৯ সালে, প্রাকৃতিক গ্যাস থেকে ৫৩.৫% এবং বায়ু শক্তি থেকে ৩৪.৬% বিদ্যুত উৎপাদন করা হয়।[57]
ওকলাহোমার কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নেই। ২০০৯ সালে মাথাপিছু মোট বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে রাজ্যটি ১৩ তম স্থানে রয়েছে,[58] রাজ্যের শক্তি ব্যয় দেশটিতে অষ্টম-সর্বনিম্ন ছিল।[59]
সামগ্রিকভাবে, তেল শক্তি শিল্প ওকলাহোমার স্থূল অভ্যন্তরীণ উৎপাদনে (জিডিপি) $৩৫ বিলিয়ন ডলার অবদান রাখে এবং রাজ্যের তেল সম্পর্কিত সংস্থাগুলির কর্মীরা রাজ্যের সাধারণ বার্ষিক আয়ের চেয়ে দ্বিগুণ আয় করেন।[47] ২০০৯ সালে, রাজ্যে ৮৩,৭০০ টি বাণিজ্যিক তেলের কূপ ৬৫.৩৭৪ মিলিয়ন ব্যারেল (১,০৩,৯৩,৬০০ ঘনমিটার) অপরিশোধিত তেল উত্তোলন করে।[60] দেশটির প্রাকৃতিক গ্যাস সরবরাহের সাড়ে আট শতাংশ ওকলাহোমাতে উৎপাদিত হয়, রাজ্যটিতে ২০০৯ সালে ১.৬৭৩ ট্রিলিয়ন ঘনফুট (৪৭.৪ ঘন কিমি) উৎপাদিত হয়।[60]
ওকলাহোমা স্ট্যাক প্লে আনাদারকো অববাহিকার একটি ভৌগোলিক রেফারেন্সডযুক্ত অঞ্চল। তেল ক্ষেত্র "সোনের ট্রেন্ড", আনাদারকো অববাহিকা এবং কিংফিশার ও কানাডিয়ানদের কাউন্টিগুলি "ওকলাহোমা স্ট্যাক" এর ভিত্তি তৈরি করে। ঈগল ফোর্ডের মতো অন্যান্য বৈশিষ্টগুলি ভৌগোলিক নয় বরং ভূতাত্ত্বিক।[61]
কৃষিক্ষেত্রে ২৭তম সর্বাধিক উৎপাদনশীল রাজ্য ওকলাহোমা গবাদি পশুর উৎপাদনে পঞ্চম এবং গম উৎপাদনে পঞ্চম।[38][62] আমেরিকার প্রায় ৫.৫ শতাংশ গরুর মাংসের ওকলাহোমা থেকে আসে, যখন রাজ্যটি আমেরিকার গমের ৬.১ শতাংশ, শূকরজাত্যের ৪.২ শতাংশ এবং দুগ্ধজাত পণ্যের ২.২ শতাংশ উৎপাদন করে।[38]
২০১২ সালে এই রাজ্যের ৮৫,৫০০ টি খামার ছিল, যৌথভাবে তারা পশু পণ্যগুলিতে ৩৪.৩ বিলিয়ন ডলার উতপাদন করে ।[38]] পোল্ট্রি এবং শুয়োরের উৎপাদন এই রাজ্যের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম কৃষি শিল্প।[62]
সরকারি বিদ্যালয় জেলা এবং স্বতন্ত্র বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে গঠিত একটি শিক্ষাব্যবস্থার সাথে ওকলাহোমাতে ২০০৮ সাল পর্যন্ত ৫৩৩ টি স্কুল জেলায় ১,৮৪৫ টি সরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং বৃত্তিমূলক বিদ্যালয়ে ৬,৩৮,৮১৭ জন শিক্ষার্থী ভর্তি হয়। ২০০৮-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ].[63] ওকলাহোমাতে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ১,২৬,০৭৮ জন শিক্ষার্থীর সাথে দেশটিতে স্থানীয় আমেরিকান শিক্ষার্থীদের সর্বাধিক তালিকাভুক্তি রয়েছে।[64] ওকলাহোমা ২০০৮ সালে প্রতিটি শিক্ষার্থীর জন্য $৭,৭৫৫ ব্যয় করে এবং প্রতি শিক্ষার্থী পিছু ব্যয়ের ক্ষেত্রে এই রাজ্যটি ৪৭তম স্থানে রয়েছে,[63] যদিও এর ১৯৯২ সাল থেকে ২০০২ সালের মধ্যে মোট শিক্ষাব্যবস্থার বৃদ্ধিতে ২২তম স্থানে রয়েছে।[65]
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারাল সরকারের কার্যনির্বাহী, আইনসভা ও বিচার বিভাগীয় শাখা সমন্বিত একটি সরকারের সাথে ওকলাহোমা একটি সাংবিধানিক প্রজাতন্ত্র।[66] রাজ্যের প্রত্যেকটি স্বতন্ত্র ডোমেন, পাঁচটি কংগ্রেসনাল জেলা ও রিপাবলিকান পার্টিতে বহুতা সহ[67] একটি ভোটের ভিত্তিতে স্থানীয় সরকারের সংক্রান্ত সর্বাধিক কার্যকারিতার উপর এখতিয়ার সহ ৭৭ টি কাউন্টি রয়েছে।[36] রাজ্য কর্মকর্তারা ওকলাহোমা রাজ্যে বহুতা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
ওকলাহোমায় সর্বোচ্চ আইনী সাজা হিসাবে মৃত্যুদন্ড কার্যকর রয়েছে এবং রাজ্যটি (১৯৭৬ সাল থেকে ২০১১ সালের মাঝামাঝি পর্যন্ত) দেশে সর্বোচ্চ মাথাপিছু মৃত্যুদণ্ড কার্যকর করেছে।[68]
২০১০ সালে ওকলাহোমার অন্তর্ভুক্ত স্থান ছিল ৫৯৮ টি, যার মধ্যে চারটি শহরের জনসংখ্যা ছিল ১,০০,০০০ জনের বেশি এবং ১০,০০০ জন জনসংখ্যা বিশিষ্ট শহরের সংখ্যা ছিল ৪৩টি।[69] মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি বৃহত্তম শহরের মধ্যে দুটি ওকলাহোমা রাজ্যে অবস্থিত, শহর দুটি হল ওকলাহোমা সিটি এবং টালসা এবং ওকলাহোমাবাসীদের ৬৫ শতাংশ মহানগর অঞ্চলে বা মার্কিন যুক্তরাষ্ট্র শুমারী ব্যুরো দ্বারা মহানগর পরিসংখ্যান অঞ্চল হিসাবে সংজ্ঞায়িত অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের ক্ষেত্রগুলিতে বাস করে। ওকলাহোমা সিটি রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর, ২০১০ সালের হিসাবে ১২,৫২,৯৮৭ জন জনসংখ্যার সাথে এটি রাজ্যের বৃহত্তম মহানগর অঞ্চল এবং টালসা মহানগরীতে ৯,৩৭,৪৭৮ জন বাসিন্দা ছিল।[70] ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধিতে শীর্ষস্থানীয় শহরগুলি হল ব্ল্যাঙ্কার্ড (১৭২.৪%), এলগিন (৭৮.২%), জেনস (৭৭.০%), পাইডমন্ট (৫৬.৭%), বিক্সবি (৫৬.৭%) এবং ওভাসো (৫৬.৩%)।[69]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.