Loading AI tools
যুক্তরাষ্ট্রের প্রধান বিমান সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমেরিকান এয়ারলাইন্স, ইনক. (এএ) ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সের মধ্যে টেক্সাসের ফোর্ট ওয়ার্থে অবস্থিত একটি প্রধান আমেরিকান বিমান সংস্থা। এটি বহরের আকার, নির্ধারিত উড়ানের যাত্রী সংখ্যা ও উপার্জন অনুযায়ী বিশ্বের বৃহত্তম বিমান সংস্থা। আমেরিকান, তার আঞ্চলিক অংশীদারদের সাথে ৫০ টিরও বেশি দেশের প্রায় ৩৫০ টি গন্তব্যে প্রতিদিন প্রায় ৬,৮০০ টি উড়ানের মাধ্যমে একটি বিস্তৃত আন্তর্জাতিক ও দেশীয় নেটওয়ার্ক পরিচালনা করে।[9] আমেরিকান এয়ারলাইন্স বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থার জোট ওয়ানওয়ার্ল্ড জোট-এর প্রতিষ্ঠাতা সদস্য। আঞ্চলিক পরিষেবাটি আমেরিকান ঈগল নামে স্বতন্ত্র ও সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত হয়।[10]
| |||||||
প্রতিষ্ঠাকাল | ১৫ এপ্রিল ১৯২৬ (earliest predecessor airline as American Airways, Inc.) শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র[3] | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ২৫ জুন ১৯৩৬[3] | ||||||
এওসি # | এএএলএ০২৫এ[4] | ||||||
হাব |
| ||||||
নিয়মিত যাত্রী প্রোগ্রাম | AAdvantage | ||||||
জোট | ওয়ানওয়ার্ল্ড | ||||||
বিমানবহরের আকার | ৮৭৭ (মূল লাইন)[5] | ||||||
গন্তব্য | ৩৫০[6] | ||||||
প্রধান কোম্পানি | আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ | ||||||
লেনদেন করে যে নামে | ন্যাসড্যাক: AAL | ||||||
প্রধান কার্যালয় | ফোর্ট ওয়ার্থ, মার্কিন যুক্তরাষ্ট্র | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি |
| ||||||
আয় | মূল সংস্থাটি দেখুন | ||||||
পরিচালন আয় | মূল সংস্থাটি দেখুন | ||||||
নিট আয় | মূল সংস্থাটি দেখুন | ||||||
=মোট সম্পদ | মূল সংস্থাটি দেখুন | ||||||
মোট ইক্যুইটি | মূল সংস্থাটি দেখুন | ||||||
কর্মচারী | 133,700 (2020)[8] | ||||||
ওয়েবসাইট | www |
আমেরিকান এয়ারলাইন্স ও আমেরিকান ঈগল ১০ টি ঘাঁটির মাধ্যমে পরিচালিত হয়; এর বৃহত্তম ঘাঁটিটি ডালাস/ফোর্ট ওয়ার্থ (ডিএফডাব্লু) রয়েছে। বিমানসংস্থাটি দৈনিক গড়ে ৫,০০,০০০ জনেরও বেশি যাত্রীর সাথে বছরে ২০০ মিলিয়নেরও বেশি যাত্রী পরিচালনা করে। ২০১৯ সালের হিসাবে, সংস্থাটি প্রায় ১, ৩০,০০০ জনকে নিয়োগ করেছে।[11]
আমেরিকান এয়ারলাইন্সের ঘাঁটি ও রক্ষণাবেক্ষণের স্থানগুলি ছাড়াও তুলসায় বিমান সংস্থাটি প্রাথমিক এবং বৃহত্তম রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের (এমআরও) ঘাঁটি পরিচালনা করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.