উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ (NT বা NWT; ফরাসি: les Territoires du Nord-Ouest, TNO; অ্যাথাবাসকন ভাষা: Denendeh; Inuinnaqtun: Nunatsiaq; ইনুক্টিটুট: ᓄᓇᑦᓯᐊᖅ) হচ্ছে কানাডার একটি ফেডারেল অঞ্চল। আনুমানিক ১১,৪৪,০০০ কিমি২ (৪,৪২,০০০ মা২) আয়তন এবং ২০১১-এর হিসেবে ৪১,৪৬২ জন জনসংখ্যা নিয়ে এটি আয়তনে উত্তর কানাডার দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল অঞ্চল।[৭] ২০১৬-এর হিসেবে এর আনুমানিক জনসংখ্যা ৪৪,২৯১জন।[৪] ১৯৬৭-এ ইয়েলোনাইফ এই অঞ্চলের আঞ্চলিক রাজধানী হয়, কেরোথার্স কমিশন এর সুপারিশ অনুসরণ করে।
উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ
| |
---|---|
নীতিবাক্য: (সরকারি কোন নীতিবাক্য নেই)[১] | |
কনফেডারেশন | জুলাই ১৫, ১৮৭০ (Hudson's Bay Company cedes territory to Canada) (৬ষ্ঠ) |
রাজধানী | Yellowknife |
বৃহত্তর শহর | Yellowknife |
বৃহত্তর মেট্রো | Yellowknife |
সরকার | |
• ধরন | সাংবিধানিক রাজতন্ত্র |
• কমিশনার | মার্গারেট থম |
• প্রধানমন্ত্রী | বব ম্যাকলিওড (consensus government) |
আইনসভা | Legislative Assembly of the Northwest Territories |
ফেডারেল প্রতিনিধিত্ব | (কানাডীয় সংসদে) |
সভায় আসন | ৩৩৮টির মধ্যে 1টি (0.3%) |
সিনেটে আসন | ১০৫টির মধ্যে 1টি (1%) |
আয়তন[২] | |
• মোট | ১৩,৪৬,১০৬ বর্গকিমি (৫,১৯,৭৩৪ বর্গমাইল) |
• স্থলভাগ | ১১,৮৩,০৮৫ বর্গকিমি (৪,৫৬,৭৯২ বর্গমাইল) |
• জলভাগ | ১,৬৩,০২১ বর্গকিমি (৬২,৯৪৩ বর্গমাইল) ১২.১% |
এলাকার ক্রম | ক্রম ৩য় |
কানাডার 13.5% | |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ৪১,৭৮৬ [৩] |
• আনুমানিক (2017 Q4) | ৪৪,৭১৮ [৪] |
• ক্রম | ক্রম ১১তম |
• জনঘনত্ব | ০.০৪/বর্গকিমি (০.১/বর্গমাইল) |
বিশেষণ | Northwest Territorian[৫] |
প্রাতিষ্ঠানিক ভাষা | |
জিডিপি | |
• ক্রম | 11th |
• মোট (২০১১) | C$৪.৭৯১ বিলিয়ন[৬] |
• মাথা পিছু | C$১০৮,৩৯৪ (১ম) |
সময় অঞ্চল | ইউটিসি-৭ |
ডাককোড সংক্ষেপণ | NT |
ডাক কোডের উপসর্গ | X0, X1 (Yellowknife) |
আইএসও ৩১৬৬ কোড | CA-NT |
ফুল | Mountain avens |
গাছ | Tamarack Larch |
পাখি | Gyrfalcon |
ওয়েবসাইট | www |
ক্রমায়নে সব প্রদেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে |
উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ, হচ্ছে পুরাতন উত্তর-পশ্চিম অঞ্চলের অংশ, কানাডীয় কনফেডারেশনে প্রবেশ করে জুলাই ১৫, ১৮৭০-এ, কিন্তু বর্তমান সীমানা গঠিত হয় এপ্রিল ১, ১৯৯৯-এ, যখন পূর্বে নুনাভুট সৃষ্টি করতে এই অঞ্চলটি বিভক্ত হয়, নুনাভুট আইন এবং নুনাভুট ভূমি দাবি চুক্তি অনুসারে।[৮][৯] যখন নুনাভুট অধিকাংশ ক্ষেত্রে আর্কটিক তুন্দ্রা, উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহে সামান্য উষ্ণ জলবায়ু এবং উভয় অবাচী বন (জলাভূমিময় পাইনগাছের বন) এবং তুন্দ্রা, এবং অধিকাংশ উত্তরাঞ্চল কানাডীয় আর্কটিক দ্বীপমালার অংশ দ্বারা গঠিত হয়েছে।
উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ কানাডার অন্য দুটি অঞ্চল, পূর্বে নুনাভুট ও পশ্চিমে ইউকন এর সঙ্গে সীমানা রয়েছে, এবং দক্ষিণে ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা, এবং সাসক্যাচুয়ান প্রদেশের সঙ্গে সীমানা রয়েছে।
নামটি বর্ণনামূলক, ঔপনিবেশিক যুগের সময় ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত হয়েছিলো এটি ইঙ্গিত করতে যে যেখানে এটা রুপার্ট ভূমির সঙ্গে সম্পর্ক রাখে। এটি উত্তর-পশ্চিম অঞ্চল থেকে সংক্ষিপ্ত হয়। ইনুক্টিটুট-এ, উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ উল্লেখিত হয় (Nunatsiaq), "সুন্দর ভূমি" হিসেবে।[১০]
নুনাভুট-এর বিভাজন বন্ধের পর সেখানে উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ এর নাম পরিবর্তন নিয়ে কিছু আলোচনা ছিল, সম্ভবত একটি আদিবাসী ভাষা থেকে একটি শব্দ। একটি প্রস্তাব ছিল "Denendeh" (একটি অ্যাথাবাসকন ভাষা শব্দের অর্থ "আমাদের ভূমি"), সাবেক প্রিমিয়ার স্টিফেন কাকফুই কর্তৃক সমর্থন হিসাবে, অন্যান্যদের মাঝে। অঞ্চলটির নাম রাখার জন্য নতুন নামের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় প্রস্তাব ছিল "Bob" – একটি তামাশা হিসাবে শুরু হয়, কিন্তু কিছু সময়ের জন্য এটি জন-জনমতের শীর্ষের কাছাকাছি ছিল।[১১][১২]
জরিপের শেষের পূর্বে বিভাগ দেখায় যে "উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ" নামটি রাখার জন্য শক্ত সমর্থন রয়েছে। এই নাম তর্কসাপেক্ষ ওঠে, বিভাগকে অনুসরনের চেয়ে এই নামটি আরো উপযুক্ত হয়ে ওঠে যখন অঞ্চলগুলো কানাডার উত্তর-কেন্দ্রীয় এবং উত্তর-পূর্ব অঞ্চল পর্যন্ত বিস্তৃত।[১৩][১৪]
অঞ্চলটি উত্তর কানাডায় অবস্থিত, অঞ্চলটির কানাডার অন্য দুটি অঞ্চলের সঙ্গে সীমানা রয়েছে, পশ্চিমে ইউকন ও পূর্বে নুনাভুট অবস্থিত, এবং তিনটি প্রদেশ: দক্ষিণ-পশ্চিমে ব্রিটিশ কলাম্বিয়া, ও অ্যালবার্টা এবং দক্ষিণে সাসক্যাচুয়ান অবস্থিত। এটি সম্ভবত দক্ষিণপূর্বের শেষপ্রান্তে চতুর্মাত্রিক বিন্দুতে ম্যানিটোবা প্রদেশের সঙ্গেও মিলিত হয়েছে। যদিও সার্ভে সম্পন্ন হয়নি। এটি ১১,৮৩,০৮৫ কিমি২ (৪,৫৬,৭৯২ মা২) আয়তন নিয়ে বিস্তৃত।
ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গ্রেট বিয়ার হ্রদ, কানাডার মধ্যে সম্পূর্ণরূপে বৃহত্তম হ্রদ,[১৫] এবং গ্রেট স্লেভ হ্রদ, উত্তর আমেরিকার সবচেয়ে গভীরতম জলের অংশ যা ৬১৪ মি (২,০১৪ ফু), সেইসাথে ম্যাকেঞ্জি নদী এবং নাহান্নি ন্যাশনাল পার্ক রিজার্ভ এর গিরিখাত, যেটি একটি জাতীয় উদ্যান এবং ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ এর আঞ্চলিক দ্বীপগুলোর মধ্যে রয়েছে ব্যাংকস দ্বীপ, বার্ডেন দ্বীপ, প্রিন্স প্যাট্রিক দ্বীপ, ও parts of ভিক্টোরিয়া দ্বীপের অংশ এবং মেলভিল দ্বীপ। এর সর্বোচ্চ বিন্দু হচ্ছে ইউকনের সীমান্তের কাছাকাছি নির্ভানা পর্বত, এটির উচ্চতা ২,৭৭৩ মি (৯,০৯৮ ফু)।
উত্তরপশ্চিম অধীনস্থ অঞ্চলসমূহ হচ্ছে কানাডার দুইটি বিচারব্যবস্থার একটি – নুনাভুট হচ্ছে অন্যটি – যেখানে আদিবাসী মানুষের সংখ্যাগরিষ্ঠতা বেশি, মোট জনসংখ্যার ৫০.৩%।[১৬]
২০০৬-এর কানাডীয় জনসংখ্যা অনুযায়ী, ১০টি প্রধান জাতিগত গোষ্ঠী ছিলো:[১৭]
২০০১ সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সংখ্যক প্রথাগত অনুগামী রোমান ক্যাথলিক ১৬,৯৪০ জন (৪৬.৭%); অ্যাংগুলিক চার্চ অব কানাডা ৫,৫১০ (১৪.৯%); এবং ইউনাইটেড চার্চ অব কানাডা ২,২৩০ (৬.০%), যেখানে মোট ৬,৪৬৫ জন (১৭.৪%) তাদের নিজেদের কোন ধর্মের অনুসারী নয় হিসেবে বিবৃতি দিয়েছে।[১৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.