Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইরান ৩০টি প্রদেশে বিভক্ত। ফার্সি ভাষায় এগুলির নাম ওস্তন (استان ostān ওস্তান, বহুবচনে استانها ওস্তন্হা)। প্রতিটি প্রদেশ একটি স্থানীয় (সাধারণত বৃহত্তম) শহর থেকে শাসিত হয়, যাকে প্রদেশটির রাজধানী (ফার্সি ভাষায়: مرکز মার্কাজ) বলা হয়। প্রদেশের প্রশাসক হিসেবে থাকেন একজন গভর্নর (ফার্সি ভাষায়: استاندار ওস্তনদর), এবং তাঁকে অভ্যন্তরীণ মন্ত্রণালয় নিয়োগদান করে।
প্রতিটি প্রদেশ আবার অনেকগুলি অংশে বিভক্ত, যাদেরকে ফার্সি ভাষায় বলে শাহ্রেস্তন (شهرستان)। প্রতিটি শাহ্রেস্তন আবার অনেকগুলি জেলায় বিভক্ত, যেগুলিকে বাখ্শ বলে। ( بخش)।
একেকটি শাহ্রেস্তান সাধারণত একাধিক শহর (ফার্সি ভাষায়: شهر শাহ্র) এবং অনেক গুচ্ছগ্রাম (ফার্সি ভাষায়: دهستان দেহেস্তন) নিয়ে গঠিত। শাহ্রেস্তনের একটি শহরকে সাধারণত সেটির রাজধানী বা কেন্দ্রীয় শহরের মর্যাদা দেয়া হয়।
১৯৫০ সাল অবধি ইরান ১২টি প্রদেশে বিভক্ত ছিল: আর্দালান, অজারবাইজন, বালুচিস্তান, ফারস, গিলন, আরাক-ই-আজম, খোরাসন, খুজেস্তন, কেরমান, লারেস্তন, লোরেস্তন এবং মাজান্দারান।[1] ১৯৫০ সালে ইরানকে ১০টি প্রদেশে এবং তার অধীনে অনেকগুলো গভর্নরেটে ভাগ করা হয়: গিলান; মাজান্দারান; পূর্ব আজারবাইজান; পশ্চিম আজারবাইজান; কের্মানশাহ; খুজেস্তন; ফার্স; কের্মান; খোরাসন; এসফাহন। [1] ১৯৬০ হতে ১৯৮১ সাল পর্যন্ত এক এক করে অনেকগুলো গভর্নরেটকে প্রদেশে উন্নীত করা হয়। সর্বশেষ ২০০৪ সালে তৎকালীন সর্ববৃহৎ খোরাসান প্রদেশকে তিন ভাগে ভাগ করে তিনটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। [2]
প্রদেশ | রাজধানী | আয়তন (বর্গ কিমি)[3] | জনসংখ্যা[4] | জনঘনত্ব (প্রতি বর্গকিলোমিটারে) |
শাহ্রেস্তানের সংখ্যা |
---|---|---|---|---|---|
আর্দাবিল[5] | আর্দাবিল | ১৭,৮০০ | ১,২৫৭,৬২৪ | ৭০.৭ | ৯ |
পূর্ব আজারবাইজান | তাব্রিজ | ৪৫,৬৫০ | ৩,৫০০,১৮৩ | ৭৬.৭ | ১৯ |
পশ্চিম আজারবাইজান | ঊর্মিয়া[6] | ৩৭,৪৩৭ | ২,৯৪৯,৪২৬ | ৭৮.৮ | ১৪ |
বুশেহর[7] | বুশেহ্র | ২২,৭৪৩ | ৮১৬,১১৫ | ৩৫.৯ | ৯ |
চাহার মহল ও বাখতিয়ারি[8] | শাহ্রেকোর্দ | ১৬,৩৩২ | ৮৪২,০০২ | ৫১.৬ | ৬ |
ফার্স | শিরাজ | ১২২,৬০৮ | ৪,৩৮৫,৮৬৯ | ৩৫.৮ | ২৩ |
গুইলান | রাশ্ত | ১৪,০৪২ | ২,৪১০,৫২৩ | ১৭১.৭ | ১৬ |
গোলেস্তান[9] | গোর্গান | ২০,১৯৫ | ১,৬৩৭,০৬৩ | ৮১.১ | ১১ |
হামেদান[10] | হামাদান | ১৯,৩৬৮ | ১,৭৩৮,৭৭২ | ৮৯.৮ | ৮ |
হর্মোজগান[11][12] | বন্দর আব্বাস | ৭০,৬৬৯ | ১,৩১৪,৬৬৭ | ১৮.৬ | ১১ |
ইলাম[10] | ইলাম | ২০,১৩৩ | ৫৪৫,০৯৩ | ২৭.১ | ৭ |
এসফাহন[13] | এসফাহন | ১০৭,০২৯ | ৪,৪৫৪,৫৯৫ | ৪১.৬ | ২১ |
কের্মান | কের্মান | ১৮০,৮৩৬ | ২,৪৩২,৯২৭ | ১৩.৫ | ১৪ |
কের্মানশাহ[14] | কের্মানশাহ[14] | ২৪,৯৯৮ | ১,৯৩৮,০৬০ | ৭৭.৫ | ১৩ |
উত্তর খোরাসান[15] | বোজনোউর্দ | ২৮,৪৩৪ | ৭৮৬,৯১৮ | ২৭.৭ | ৬ |
রাজাভি খোরাসান[15] | মাশহাদ | ১৪৪,৬৮১ | ৫,২০২,৭৭০ | ৩৬.০ | ১৯ |
দক্ষিণ খোরাসান[15] | বিরজান্দ | ৬৯,৫৫৫ | ৫১০,২১৮ | ৭.৩ | ৪ |
খুজেস্তান | আহ্ওয়াজ | ৬৪,০৫৫ | ৪,৩৪৫,৬০৭ | ৬৭.৮ | ১৮ |
কোহকিলুয়েহ ও বুইয়ার আহমাদ[16][17] | ইয়াসুজ | ১৫,৫০৪ | ৬৯৫,০৯৯ | ৪৪.৮ | ৫ |
কুর্দিস্তান[18] | সানান্দাজ | ২৯,১৩৭ | ১,৫৭৪,১১৮ | ৫৪.০ | ৯ |
লোরেস্তান[16] | খোর্রামাবাদ | ২৮,২৯৪ | ১,৭৫৮,৬২৮ | ৬২.২ | ৯ |
মার্কাজি[13][19] | আরাক | ২৯,১৩০ | ১,৩৬১,৩৯৪ | ৪৬.৭ | ১০ |
মাজান্দারান | সারি | ২৩,৭০১ | ২,৮১৮,৮৩১ | ১১৮.৯ | ১৫ |
কাজভিন[20] | কাজভিন | ১৫,৫৪৯ | ১,১৬৬,৮৬১ | ৭৫.০ | ৫ |
কোম[21] | কোম | ১১,৫২৬ | ১,০৬৪,৪৫৬ | ৯২.৪ | ১ |
সেম্নান[13][19] | সেম্নান | ৯৭,৪৯১ | ৫৮৯,৫১২ | ৬.০ | ৪ |
সিস্তান ও বালুচিস্তান[22] | জাহেদান | ১৮১,৭৮৫ | ২,২৯০,০৭৬ | ১২.৬ | ৮ |
তেহরান[23] | তেহরান | ১৮,৮১৪ | ১২,১৫০,৭৪২ | ৬৪৫.৮ | ১৩ |
ইয়াজ্দ্[8][24] | ইয়াজ্দ্ | ১২৯,২৮৫ | ৯৫৮,৩১৮ | ৭.৪ | ১০ |
জান্জান[13][18] | জান্জান | ২১,৭৭৩ | ৯৭০,৯৪৬ | ৪৪.৬ | ৭ |
ইরান | তেহরান | ১,৬২৮,৫৫৪ | ৬৮,৪৬৭,৪১৩ | ৪২.০ | ৩২৪ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.