Loading AI tools
বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও গায়ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইমন সাহা (জন্ম: ১৬ অক্টোবর) একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীতশিল্পী। তিনি বাংলা টেকনো, লোকগীতি ও চলচ্চিত্রের গানের জন্য সমধিক পরিচিত। ২০১৩ সালে কুসুম কুসুম প্রেম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সুরকার অর্জন করেন।[1]
ইমন সাহা | |
---|---|
জন্ম | ১৬ অক্টোবর ঢাকা, বাংলাদেশ |
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | টেকনো, লোকগীতি, পপ, চলচ্চিত্রের গান |
পেশা | সঙ্গীপ শিল্পী, সঙ্গীত পরিচালক, সুরকার |
বাদ্যযন্ত্র | কিবোর্ড, গিটার, ভোকাল্স |
কার্যকাল | ২০০০ - বর্তমান |
লেবেল | সংগীতা, একাত্তর, লেজার ভিশন, ডেটলাইন মিউজিক |
পিতা-মাতা |
|
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৫টি) |
ইমন ১৬ অক্টোবর (সাল জানা নেই) ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সত্য সাহা, যিনি একজন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী ও বাংলা চলচ্চিত্রের সংগীত পরিচালক।[2]
ইমন তার শৈশব ঢাকাতেই কাটেন। তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল অনুরাগ।[3]
বছর | পুরস্কারের নাম | পুরস্কারের ধরন | চলচ্চিত্র/গান | ফলাফল |
---|---|---|---|---|
২০০৮ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | চন্দ্রগ্রহণ | বিজয়ী |
২০১১ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | কুসুম কুসুম প্রেম | বিজয়ী |
২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | ঘেটুপুত্র কমলা | বিজয়ী |
২০১২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | পিতা | বিজয়ী |
২০১৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | মেয়েটি এখন কোথায় যাবে | বিজয়ী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.