Loading AI tools
ইলেকট্রনিক আর্টস কোম্পানির একটি ব্র্যান্ড উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইএ স্পোর্টস (ইংরেজি: EA Sports; নকশারূপ EA SPORTS) ইলেকট্রনিক আর্টস কোম্পানির একটি ব্র্যান্ড যা ক্রীড়া বা স্পোর্টস ভিডিও গেম তৈরি এবং উন্নয়ন করে। পূর্বে "ইএ স্পোর্টস নেটওয়ার্ক" (EASN) নামের মাধ্যমে ইলেকট্রনিক আর্টসের একটি মনভোলানো বিপণন কৌশলের মাধ্যমে তারা বাস্তব-জীবনের ক্রীড়া নেটওয়ার্কের অণুকরণমূলক রূপ দেয়ার চেষ্টা করে থাকে বাস্তব মন্তব্যকারীদের ছবি বা নামের উপস্থাপনার পাশাপাশি যেমন, জন ম্যাডেন। এটি শীঘ্রই নিজস্ব উপ-লেবেলে পরিণত হয় এনবিএ লাইভ, ফিফা, এনএইচএল, ম্যাডেন এনএফএল, এবং নাসকার এধরনের ধারাবাহিক গেম মুক্তি দেয়ার মাধ্যমে। ইএ স্পোর্টস ধারাবাহিকের সেরা বিক্রয় হলো ফিফা ধারাবাহিক যা এখন পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
ধরন | ইলেকট্রনিক আর্টস-এর ব্র্যান্ড নাম |
---|---|
শিল্প | ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট কম্পিউটার এবং ভিডিও গেম |
প্রতিষ্ঠাকাল | ১৯৯১ | , (ইলেকট্রনিক আর্টস স্পোর্টস নেটওয়ার্ক হিসেবে)
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি | ফ্রাঙ্ক গিবয়্যু (সভাপতি, ইএ লেবেলস) অ্যান্ড্রু উইলসন (ইভিপি, ইএ স্পোর্টস) |
পণ্যসমূহ | স্পোর্টস গেম |
আয় | মার্কিন$৪.০২ billion (২০০৮)[1] |
নীট আয় | মার্কিন$৩৩৯ million (২০০৮) |
মালিক | ইলেকট্রনিক আর্টস |
কর্মীসংখ্যা | ৮,০০০ (২০১০)[2] |
মাতৃ-প্রতিষ্ঠান | ইলেকট্রনিক আর্টস |
ওয়েবসাইট | easports |
এই ব্র্যান্ড অধীনস্থ সর্বাধিক গেমসমূহ বার্নাবে, ব্রিটিশ কলাম্বিয়ার ইলেক্ট্রনিক আর্টস স্টুডিও ইএ কানাডা কর্তৃক এবং পাশাপাশি ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়ার ইএ ব্ল্যাকবক্স এবং মাইটল্যান্ড, ফ্লোরিডার ইএ টাইবুরন সহযোগে উন্নয়ন বা আধুনিকায়ন করা হয়েছে। ইএ স্পোর্টস প্রধানত প্রধানত প্রতিদ্বন্দ্ব্বিতা করে থাকে ২কে স্পোর্টসের সাথে।
ইএ স্পোর্টসের নীতিবাক্য হলো, It's in the game। এই ট্যাগ লাইন, জেফ অডিওর্নে ও মাইকেল ওয়াইল্ড কর্তৃক লিখিত এবং ডন ত্রানশেঠ কর্তৃক কৌশলায়িত হয়েছে এবং ইএ স্পোর্টসের অ্যান্ড্রু এন্থনি কর্তৃক বিতরণকৃত, যা ক্রীড়া মহাবিশ্ব জুড়ে একটি সাংস্কৃতিক পুনর্মিলনী গড়ে তোলার কাজ করে।
অধিকাংশ ইএ স্পোর্টস গেম বাৎসরিক ভিত্তিতে আলাদা করা হয়েছে এবং অধিকাংশ বাৎসরিক ভিত্তিতে মুক্তি দেয়া হয়।
ধারাবাহিক | কার্যকাল | ক্রীড়া |
---|---|---|
মেডেন এনএফএল | ১৯৮৮–বর্তমান | ফুটবল |
পিজিএ ট্যুর | ১৯৯০–বর্তমান | গল্ফ |
এনএইচএল | ১৯৯১–বর্তমান | হকি |
ফিফা | ১৯৯৩–বর্তমান | সকার |
এনবিএ লাইভ | ১৯৯৫–বর্তমান | বাস্কেটবল |
এনসিএএ ফুটবল | ১৯৯৩–২০১৪ | ফুটবল |
রাগবি | ১৯৯৫–২০০৮ | রাগবি |
ফিফা ম্যানেজার | ১৯৯৬–২০১৩ | সকার |
ক্রিকেট | ১৯৯৬–২০০৭ | ক্রিকেট |
এমভিপি বেসবল | ১৯৯৪–২০০৭ | বেসবল |
নাসকার | ১৯৯৭–২০১০ | রেসিং |
এনসিএএ বাস্কেটবল | ১৯৯৮–২০১০ | বাস্কেটবল |
ফাইট নাইট | ১৯৯৮–২০১১ | মুষ্টিযুদ্ধ |
এএফএল | ১৯৯৮–১৯৯৯ | অস্ট্রেলিয়ান রুলস ফুটবল |
এসএসএক্স | ২০০০–২০১২ | চরম ক্রীড়া |
এরিনা ফুটবল | ২০০৬–২০০৭ | এরিনা ফুটবল |
গ্র্যান্ড স্ল্যাম টেনিস | ২০০৯–২০১২ | টেনিস |
ইএ স্পোর্টস এ্যাকটিভ | ২০০৯–২০১০ | প্রশিক্ষণ |
ইউএফসি | ২০১৪ | মিশ্র মার্শাল আর্টস |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.