Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ একধরনের পদবিশেষ। ১৯৮৬ সালে সর্বপ্রথম এ পদ সৃষ্টি করা হয়। ২০১৬ সাল পর্যন্ত সর্বমোট দশজন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তন্মধ্যে, পিটার মুরস দুইবার এ পদে ছিলেন। একজন কোচ মূলতঃ দলের খেলোয়াড়দের নির্বাচন করা, প্রথম একাদশ নির্বাচনসহ গণমাধ্যমে স্বাক্ষাৎকার প্রদান করে থাকেন। সচরাচর কোচ হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হলেও অতীতে তারা দলীয় ব্যবস্থাপক বা দলীয় পরিচালকরূপে পরিচিতি পেতেন।
নিম্নবর্ণিত ব্যক্তিগণ ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের মর্যাদা পেয়েছেন। ডানকান ফ্লেচার সর্বাধিক আট বছর এ দায়িত্ব পালন করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে পিটার মুরস দুইবার দলকে পরিচালনা করেছেন। বর্তমান কোচ হিসেবে রয়েছেন ক্রিস সিলভারউড। তিনি ট্রেভর বেলিসের ২০১৯ সালে চুক্তির মেয়াদ শেষ হলে তার স্থলাভিষিক্ত হন।
নাম | মেয়াদকাল | জাতীয়তা |
---|---|---|
মিকি স্টুয়ার্ট | ১৯৮৬-১৯৯২ | ইংরেজ |
কিথ ফ্লেচার | ১৯৯২-১৯৯৫ | ইংরেজ |
রে ইলিংওয়ার্থ | ১৯৯৫-১৯৯৬ | ইংরেজ |
ডেভিড লয়েড | ১৯৯৬-১৯৯৯ | ইংরেজ |
ডানকান ফ্লেচার | ১৯৯৯-২০০৭ | জিম্বাবুয়ীয় |
পিটার মুরস | ২০০৭-২০০৯ | ইংরেজ |
অ্যান্ডি ফ্লাওয়ার | ২০০৯-২০১৪ (টেস্ট: ২০১২-২০১৪) | জিম্বাবুয়ীয় |
অ্যাশলে জাইলস | ২০১২-২০১৪ (ওডিআই ও টি২০আই) | ইংরেজ |
পিটার মুরস | ২০১৪-২০১৫ | ইংরেজ |
ট্রেভর বেলিস | ২০১৫-২০১৯ | অস্ট্রেলীয় |
ক্রিস সিলভারউড | ২০১৯-বর্তমান | ইংরেজ |
২০১২ সালে অ্যান্ডি ফ্লাওয়ার ওডিআই এবং টি২০আইয়ের কোচের দায়িত্ব থেকে অব্যহতি নেন। কিন্তু, টেস্টে কোচ হিসেবে স্ব-পদে ছিলেন তিনি। অ্যাশলে জাইলস সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলকে পরিচালনার দায়িত্ব পেলেও টেস্ট দলে জড়িত হননি।[1] ব্যতিক্রম হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ার ও পুনরায় দায়িত্ব পাওয়া পিটার মুরসের সাথে অ্যাশলে জাইলস দায়িত্ব পালন করেছেন।[2]
পিতা-মাতা ইংরেজ হওয়া স্বত্ত্বেও ডানকান ফ্লেচার প্রথম বিদেশী কোচ হিসেবে ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছিলেন। জিম্বাবুয়েতে জন্মগ্রহণকারী অ্যান্ডি ফ্লাওয়ার এবং পূর্বতন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস অস্ট্রেলীয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.