Loading AI tools
আরব ইরাকি কবি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবু আত তাইয়িব আহমাদ ইবনুল হুসাইন আল মুতানাব্বি আল কিন্দি ([ أبو الطيب أحمد بن الحسين المتنبّي الكندي Abū aṭ-Ṭayyib ʾAḥmad ibn al-Ḥusayn al-Mutanabbī al-Kindi] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য))[1] (৯১৫ – ২৩ সেপ্টেম্বর ৯৬৫) ছিলেন একজন আরব কবি। আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে তাকে গণ্য করা হয়। তার অধিকংশ কাব্য তার জীবনকালে সাক্ষাত পাওয়া রাজাদের প্রশংসা করে লেখা হয়েছে। কারো কারো মতে তার ৩২৬টি কবিতা তার জীবনের প্রতিচ্ছবি হিসেবে রচিত হয়েছে। নয় বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তীক্ষ্ণ বুদ্ধি ও রসবোধের জন্য তিনি পরিচিত ছিলেন। তার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সাহস, জীবনদর্শন ও যুদ্ধের বর্ণনা। তার অনেক কবিতা তৎকালীন সময়ে এবং বর্তমান আরব বিশ্বে বিস্তৃত হয়েছে। তার কবিতাকে প্রবাদতুল্য গণ্য করা হয়। তার একটি বিখ্যাত উক্তি হল, "সিংহের দাঁত দেখা গেলে তাকে হাসি ভাবতে যেও না।"
আল মুতানাব্বি Al-Mutanabbi أبو الطيب | |
---|---|
জন্ম | ৯১৫ |
মৃত্যু | ২৩ সেপ্টেম্বর ৯৬৫ (আনুমানিক ৫০ বছর) আন নুমানিয়া, ইরাক |
যুগ | মধ্যযুগ (Islamic Golden Age) |
অঞ্চল | ইরাক, আরব বিশ্ব, মুসলিম বিশ্ব |
প্রধান আগ্রহ | আরবি কবিতা |
ভাবগুরু
| |
ভাবশিষ্য
|
আল মুতানাব্বি তার মেধার কারণে তার সময়ের অনেক নেতার সান্নিধ্যলাভের সুযোগ পান। তিনি সেসব নেতা ও রাজাদের প্রশংসা করে কবিতা লিখেছেন। বিনিময়ে শাসকরাও তাকে অর্থ ও উপহার প্রদান করেন। তার নিজের যুগে তার শক্তিশালী কাব্যিক ধারা জনপ্রিয়তা অর্জন করেছিল।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.