আর্থার হিলার পেন (ইংরেজি: Arthur Hiller Penn; জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯২২ - ২৮ সেপ্টেম্বর ২০১০)[1] ছিলেন একজন মার্কিন পরিচালক ও প্রযোজক। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ - তিন মাধ্যমেই কাজ করেছেন। পেন মঞ্চে দ্য মিরাকল ওয়ার্কার নাটক পরিচালনার জন্য ১৯৬০ সালে শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। ১৯৬০-এর দশক জুড়ে একাধিক সমাদৃত চলচ্চিত্র নির্মাণ করেন, তন্মধ্যে রয়েছে নাট্যধর্মী দ্য মিরাকল ওয়ার্কার (১৯৬২), জীবনীমূলক অপরাধধর্মী বনি অ্যান্ড ক্লাইড (১৯৬৭), হাস্যরসাত্মক অ্যালিসেস রেস্টুরেন্ট (১৯৬৯)। এই তিনটি চলচ্চিত্রের জন্য তিনি তিনবার শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি পশ্চিমা ঘরানার লিটল বিগ ম্যান (১৯৭০) ছবিতে কাজ করে সকলের নজর কাড়েন।

দ্রুত তথ্য আর্থার পেন, জন্ম ...
আর্থার পেন
Arthur Penn
Thumb
জন্ম
আর্থার হিলার পেন

(১৯২২-০৯-২৭)২৭ সেপ্টেম্বর ১৯২২
মৃত্যু২৮ সেপ্টেম্বর ২০১০(2010-09-28) (বয়স ৮৮)
নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহৃদরোগ
জাতীয়তামার্কিন
পেশাপরিচালক, প্রযোজক
দাম্পত্য সঙ্গীপেগি মাউরের (বি. ১৯৫৫; মৃ. ২০১০)
সন্তান২, ম্যাথু পেন সহ
আত্মীয়আরভিং পেন
বন্ধ

১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে তার উদ্যমে ঘাটতি দেখা যায়। ১৯৯০-এর দশকে তিনি মঞ্চ ও টেলিভিশন পরিচালনা ও প্রযোজনায় মনোযোগ দেন এবং অপরাধমূলক ধারাবাহিক ল অ্যান্ড অর্ডার-এর নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।[2]

প্রারম্ভিক জীবন

পেন ১৯২২ সালের ২৭শে সেপ্টেম্বর পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এক রুশ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হ্যারি পেন একজন ঘড়ি নির্মাতা এবং মাতা সোনিয়া গ্রিনবার্গ একজন সেবিকা ছিলেন।[3] তার ছোট ভাই আরভিং পেন একজন সফল ফ্যাশন আলোকচিত্রী।

মৃত্যু

পেন হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১০ সালের ২৮শে সেপ্টেম্বর তার ৮৮তম জন্মদিনের পরের দিন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে মৃত্যুবরণ করেন।[1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.