Loading AI tools
ফ্রান্সভিত্তিক ইউরোপীয় বাণিজ্যিক মহাকাশ পরিবহন কোম্পানি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আরিয়ানেস্পাস (ফরাসি: Arianespace), যার পূর্ণনাম আরিয়ানেস্পাস সোসিয়েতে আনোনিম (Arianespace Société Anonyme) ১৯৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি ফরাসি ব্যবসা প্রতিষ্ঠান। এটি বিশ্বের সর্বপ্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।[2] প্রতিষ্ঠানটি আরিয়ান রকেট কর্মসূচী পরিচালনা ও বিপণনের দায়িত্বে নিয়োজিত।[3] কোম্পানিটি বেশ কিছু ভিন্ন ভিন্ন রকেটচালিত উৎক্ষেপক যানের সুবিধা প্রদান করে, যেমন ভারী-উত্তোলক আরিয়ান ৫ রকেট যা ভূস্থিতিশীল হস্তান্তর কক্ষপথে দ্বৈত উৎক্ষেপণে সক্ষম। আরও আছে সয়ুজ-২ রকেট যা একটি মধ্যম-ভারী বোঝার উত্তোলক বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। সবশেষে অপেক্ষাকৃত হালকা বহনযোগ্য বোঝার (পে-লোড) জন্য কোম্পানিটি কঠিন-জ্বালানি চালিত ভেগা রকেট ব্যবহার করে।[4]
ধরন | উৎক্ষেপণ সেবা প্রদায়ক |
---|---|
শিল্প | বায়বান্তরীক্ষ |
প্রতিষ্ঠাকাল | ১৯৮০ |
প্রতিষ্ঠাতা | ফ্রেদেরিক দালেস্ত |
সদরদপ্তর | এভ্রি-কুরকুরন , |
পরিষেবাসমূহ | রকেট উৎক্ষেপণ |
আয় | ১৪৩.৩ কোটি € (২০১৫) |
নীট আয় | ৪০ লক্ষ € (২০১৫) |
কর্মীসংখ্যা | ৩২১[1] (২০১৪) |
মাতৃ-প্রতিষ্ঠান | আরিয়ানগ্রুপ |
ওয়েবসাইট | arianespace.com |
২০২১ সালে মে মাস পর্যন্ত আরিয়ানেস্পাস ৪১ বছর সময়সীমায় ২৮৭টি রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে ৮৫০টিরও বেশি কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছে।[5] ১৯৮৪ সালের ২৩শে মে তারিখে কোম্পানিটি স্পেসনেট এফ১ নামবিশিষ্ট তাদের প্রথম বাণিজ্যিক মহাকাশ যাত্রাটি পরিচালনা করে। আরিয়ানেস্পাস দক্ষিণ আমেরিকার উত্তরপ্রান্তে বিষুবরেখার কাছে অবস্থিত ফরাসি গায়ানার গায়ানা মহাকাশ কেন্দ্রটিকে তাদের প্রধান উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। স্টারসেম নামক আরেকটি কোম্পানির শেয়ারের অধিকারী হবার সুবাদে এটি কাজাখস্তানের বাইকোনুর মহাকাশ বন্দর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে সয়ুজ রকেট উৎক্ষেপণ করে থাকে। কোম্পানিটির প্রধান কার্যালয় ফ্রান্সের এসন জেলার (দেপার্ত্যমঁ) এভ্রি-কুরকরন শহরে অবস্থিত।[6][7]
বর্তমানে আরিয়ানেস্পাস ৩টি উৎক্ষেপক যান পরিচালনা করে, যার মধ্যে আরিয়ান ৫ রকেটের দুইটি সংস্করণ অন্তর্ভুক্ত:
নাম | নিম্ন ভূ-কক্ষপথ পর্যন্ত বহনকৃত বোঝা (সূর্য-সমকালিক কক্ষপথ অন্তর্ভুক্ত) | ভূ-স্থিতিশীল হস্তান্তর কক্ষপথ পর্যন্ত বহনকৃত বোঝা |
---|---|---|
ভেগা | ১,৪৫০ কিলোগ্রাম (৩,২০০ পা) | - |
সয়ুজ | ৪,৪০০ কিলোগ্রাম (৯,৭০০ পা) | ৩,২৫০ কিলোগ্রাম (৭,১৭০ পা) |
আরিয়ান ৫ ইসিএ | - | ১০,৫০০ কিলোগ্রাম (২৩,১০০ পা) |
আরিয়ান ৫ ইএস | ২১,০০০ কিলোগ্রাম (৪৬,০০০ পা) | - |
এছাড়া আরিয়ানেস্পাস উৎক্ষেপণ সেবা মৈত্রীর মাধ্যমে এইচ-২এ রকেটে করে ঐচ্ছিক সমর্থক উৎক্ষেপক সেবা প্রদান করে থাকে।[8]
১৯৭৯ খ্রিস্টাব্দে প্রথম উৎক্ষেপণের পর থেকে আরিয়ান রকেট তথা উৎক্ষেপক যানগুলির অনেকগুলি সংস্করণ মুক্তি পেয়েছে:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.