Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমেরিকান হাসল ডেভিড ও. রাসেল পরিচালিত ২০১৩ সালের মার্কিন অপরাধধর্মী চলচ্চিত্র। ১৯৭০-এর দশকের শেষভাগ ও ১৯৮০-এর দশকের শুরুতে এফবিআইয়ের অ্যাবস্ক্যাম অপারেশন থেকে অনুপ্রাণিত হয়ে এর চিত্রনাট্য রচনা করেছেন এরিক ওয়ারেন সিঙ্গার ও রাসেল।[1] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল, অ্যামি অ্যাডামস, ব্র্যাডলি কুপার, জেনিফার লরেন্স ও জেরেমি রেনার। এতে দেখা যায় এফবিআই এজেন্ট রিচি ডিমাসো (কুপার) দুইজন কন আর্টিস্ট আরভিং রোজেনফেল্ড (বেল) ও সিডনি প্রোসারকে (অ্যাডামস) দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে স্ট্রিং অপারেশন পরিচালনা করতে বাধ্য করেন। চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয় ২০১৩ সালের ৮ই মার্চ ম্যাসাচুসেট্সের বস্টন ও উস্টার এবং নিউ ইয়র্ক সিটিতে।
আমেরিকান হাসল ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে দেশব্যাপী মুক্তি পায়।[2] এটি সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা লাভ করে, তারা মূলত এর চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের প্রশংসা করেন। চলচ্চিত্রটি ৮৬তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য, শ্রেষ্ঠ অভিনেতা (বেল), শ্রেষ্ঠ অভিনেত্রী (অ্যাডামস), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (কুপার), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (লরেন্স)-সহ দশটি বিভাগে মনোনয়ন লাভ করে, কিন্তু কোন বিভাগে পুরস্কৃত হয়নি। চলচ্চিত্রটি তিনটি বাফটা পুরস্কার, সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রসহ তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার,[3] এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করে।
পরিচালক ডেভিড ও. রাসেল ২০১৩ সালের ৩১শে জুলাই চলচ্চিত্রটির টিজার ট্রেইলার[4] এবং ২০১৩ সালের ৯ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির ট্রেইলার প্রকাশ করেন।[5] চলচ্চিত্রটি ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে দেশব্যাপী মুক্তি দেওয়া হয়।[6]
২০১৪ সালের ১৮ই মার্চ আমেরিকান হাসল চলচ্চিত্রটির ডিভিডি ও ব্লু-রে সংস্করণ প্রকাশিত হয়।[7]
ভ্যারাইটি ধারণা করে এই চলচ্চিত্রটির নির্মাণব্যয় $৪০ মিলিয়ন। প্রযোজক চার্লস রোভেনকে নির্মাণব্যয় $৪০ থেকে $৫০ মিলিয়নের মধ্যে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেছিলেন, "আমি বলব এটা ভালো পরিবেষ্টনী"।[8][9]
চলচ্চিত্রটি উত্তর আমেরিকায় $১৫০.১ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে $১০১.১ মিলিয়নসহ বিশ্বব্যাপী মোট $২৫১.২ মিলিয়ন আয় করে।[9][10] চলচ্চিত্রটির সকল ব্যয় ও আয় হিসাব করে এর নিট আয় হয় $২৭ মিলিয়ন।[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.