Loading AI tools
পাকিস্তানের সাবেক সাহিত্য পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আদমজী সাহিত্য পুরস্কার, যা আদমজী পুরস্কার নামেও পরিচিত, হল একটি সাহিত্য পুরস্কার যা পাকিস্তান সরকার কর্তৃক প্রদান করা হত। এটি পাকিস্তানের রাষ্ট্রপতি প্রাপকদের হাতে তুলে দিতেন। পাকিস্তানের সাহিত্যে "অসামান্য অবদান" রাখা ব্যক্তিদের স্বীকৃতিদানে এই পুরস্কার দেয়া হত। এই পুরস্কার পাকিস্তান লেখক সংঘ কর্তৃক ১৯৫৯ সালে প্রবর্তন করা হয়েছিল। ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কারের স্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
বছর | বিজয়ী | সূত্র |
---|---|---|
১৯৫৯ | গুলাম আব্বাস ও শওকত সিদ্দিকী (উর্দু) সৈয়দ আবদুল সাত্তার এবং রওশন ইজদানী (বাংলা) | [1] |
১৯৬০ | জামিলা হাশমি ও জামিলউদ্দিন আলি | [2][3] |
১৯৬১ | আফজাল আহসান রন্ধাওয়া (দেবা তে দরিয়া) | [4] |
১৯৬২ | শামসুর রাহমান এবং শহীদুল্লাহ কায়সার | [5] |
১৯৬৩ | আবদুল্লাহ হুসেন (উদাস নাসলিন), মাহবুব-উল আলম, খাদিজা মাস্তুর (আঙ্গান) | [6][7][8] |
১৯৬৪ | আহসান হাবিব | |
১৯৬৫ | সুফি মোতাহার হোসেন | [9] |
১৯৬৬ | শওকত ওসমান, আবুল ফজল ও ফররুখ আহমদ | [10][11] |
১৯৬৭ | খালিদ আখতার, আদা জাফরি ও আবদুল কাদির এবং হাসান হাফিজুর রহমান | [12][13] |
১৯৬৮ | মির্জা আদিব এবং কিশোর নাহিদ | [14] |
১৯৬৯ | সৈয়দ শামসুল হক ও রশিদ করিম | [15] |
১৯৭৮ | পারভিন শাকির | [16] |
১৯৭৯ | উমরাও তারিক | [17] |
১৯৮০ | হাসান আকবর কামাল | [18] |
১৯৮২ | মুহাম্মদ ইজহার উল হক | |
ইনতিজার হুসাইন | [19] | |
হাসান আজিজুল হক | [20] | |
আবু রুশদ | [21] | |
জহির রায়হান | ||
কাতিল শিফাই | ||
বেগম আক্তার রিয়াজুদ্দিন (ধনক পার কদম) | ||
রহিম গুল (দস্তান চোর আয়ে) | ||
মুন্সি রইসউদ্দিন |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.