আগামী প্রজন্ম হলো এমন অনুমানমূলক মানুষের দল যারা এখনও জন্মগ্রহণ করেনি। বর্তমান এবং অতীত প্রজন্মের সাথে বিপরীত এবং আন্তঃপ্রজন্মীয় সমতার চিন্তাভাবনাকে উৎসাহিত করার জন্য আগামী প্রজন্মের উদ্ভব হয়েছে।[1] দার্শনিকদের মধ্যে আগামী প্রজন্মের ধৈৰ্য্যশীলতার বিষয়টি যুক্তিসহকারে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এই ধৈৰ্য্যশীলতার বিষয়টিকে কার্যকর পরোপকারী সম্প্রদায় দ্বারা একটি গুরুত্বপূর্ণ অবহেলিত কারণ বলে ভাবা হয়েছে।[2]

টেকসই এবং জলবায়ু সম্পর্কিত আন্দোলনগুলি দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার নীতিগুলিকে আইনে অন্তর্ভুক্ত করার একটি হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে।[3] ধারণাটি প্রায়শই পারিপাৰ্শ্বিক ক্রিয়াকলাপের নীতি হিসাবে দেশীয় চিন্তাধারার সাথে যুক্ত থাকে। যেমন ইরোকুইস ঐতিহ্যের সাথে সাত প্রজন্মের ধারণাটি জড়িয়ে রয়েছে।[4]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.