Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অ্যামেলিয়া এয়ারহার্ট (ইংরেজি: Amelia Earhart; জন্ম: [২৪ জুলাই ১৮৯৭; অন্তর্ধান: ২ জুলাই ১৯৩৭) ছিলেন একজন মার্কিন বিমান অগ্রগামী এবং লেখিকা।[1] তিনি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে যাওয়া প্রথম মহিলা বিমানচালক ছিলেন।[2] এই কৃতিত্বের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস পুরস্কার পান।[3] তিনি অনেক রেকর্ড অর্জন করেছেন,[1] তার অভিজ্ঞতা নিয়ে সেরা বিক্রয় বই লিখেছেন এবং দ্য নাইনটি নাইন নামের একটি নারী বিমানচালকদের সংগঠন প্রতিষ্ঠান করার সাহায্য করেছেন।[4] ১৯৩৫ সালে এয়ারহার্ট পারডু বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদে যোগ দেন, যেখানে তিনি মহাকাশ প্রোকৌশলের অধ্যাপক এবং ছাত্রীদের পেশা সংক্রান্ত পরামর্শক হয়ে কাজ করেন।[5] তিনি জাতীয় নারী পার্টির সদস্য ছিলেন এবং সমান অধিকার সংশোধনকে প্রাথমিক সমর্থন করেছেন।[6][7]
অ্যামেলিয়া এয়ারহার্ট | |
---|---|
জন্ম | Amelia Mary Earhart ২৪ জুলাই ১৮৯৭ অ্যাচিসন, ক্যান্সাস, যুক্তরাষ্ট্র |
অন্তর্ধান | ২ জুলাই ১৯৩৭ (৩১ বছর) প্রশান্ত মহাসাগর |
অবস্থা | মৃত্যু ঘোষণা ৫ জানুয়ারি ১৯৩৯ (বয়স ৪১) |
দাম্পত্য সঙ্গী | জর্জ পি পুটনাম (বি. ১৯৩১) |
ওয়েবসাইট | ameliaearhart.com |
স্বাক্ষর | |
১৯৩৭ সালে এয়ারহার্ট পৃথিবী জুড়ে বিমান চালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি এবং নাবিক ফ্রেড নুনান প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হয়ে যান।[8][9] বর্তমানকালে এয়ারহার্টের জীবন, কর্মজীবন ও অন্তর্ধান নিয়ে জল্পনা অব্যাহত।[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.