Loading AI tools
আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে ২০২৩ সালের মার্চ ও এপ্রিল মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[1][2][3][4] টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[5]
তারিখ | ২৬ মার্চ ২০২৩ – ৫ এপ্রিল ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | নামিবিয়া |
বিজয়ী | মার্কিন যুক্তরাষ্ট্র (১ম শিরোপা) |
রানার-আপ | সংযুক্ত আরব আমিরাত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | খেরহার্ট এরাসমাস |
সর্বাধিক রান সংগ্রহকারী | আসিফ খান (২৯৬) |
সর্বাধিক উইকেটধারী | আহসান আলি খান (১৬) |
২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শেষ চারটি অবস্থানে থাকা দল ও ২০১৯–২০২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের গ্রুপ এ ও বি-এর খেলায় বিজয়ী দুই দল চূড়ান্ত বাছাই প্লেঅফ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।[6] এ টুর্নামেন্টের সেরা দুটি দল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই-এ উত্তীর্ণ হয়।[7] এছাড়াও লিগ ২ টুর্নামেন্টের শেষ দুটি অবস্থানে থাকা দল (সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউ গিনি) ও চ্যালেঞ্জ লিগের গ্রুপদ্বয়ের বিজয়ী দুটি দল (কানাডা ও জার্সি)-এর মধ্যে এ টুর্নামেন্ট উচ্চতর অবস্থানে থেকে সমাপ্ত করা দলদ্বয় লিগ ২ টুর্নামেন্টের পরবর্তী আসরে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি একদিনের আন্তর্জাতিক মর্যাদা অর্জন করে এবং শেষ অবস্থানে থাকা দলদ্বয় চ্যালেঞ্জ লিগের পরবর্তী আসরে অংশগ্রহণ করে।[8][9]
২০২৩ সালের ২০ মার্চ টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়।[10]
টুর্নামেন্টের বিজয়ী ও রানার-আপ হিসেবে বাছাইপর্ব টুর্নামেন্টে উত্তীর্ণ হয় যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।[11][12] পয়েন্ট তালিকায় পাপুয়া নিউ গিনির চেয়ে ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করায় কানাডা ২০১৪ সালের পর প্রথম বার একদিনের আন্তর্জাতিক মর্যাদা লাভ করে এবং পাপুয়া নিউ গিনি একদিনের আন্তর্জাতিক মর্যাদা হারায়।[13][14]
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ (লিগ ২ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে শেষ অবস্থানে থাকা ৪ দল) |
১৪ আগস্ট ২০১৯ – ১৬ মার্চ ২০২৩ | বিভিন্ন | ৪ | নামিবিয়া পাপুয়া নিউগিনি মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত |
২০১৯–২০২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ | ১৬ সেপ্টেম্বর ২০১৯ – ১৩ ডিসেম্বর ২০২২ | ১ | কানাডা | |
২০১৯–২০২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি | ২ ডিসেম্বর ২০১৯ – ১৪ আগস্ট ২০২২ | ১ | জার্সি | |
মোট | ৬ |
টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[15]
কানাডা[16][17] | জার্সি[18] | নামিবিয়া[19] | পাপুয়া নিউগিনি[20] | মার্কিন যুক্তরাষ্ট্র[21] | সংযুক্ত আরব আমিরাত[22] |
---|---|---|---|---|---|
|
|
|
|
|
|
মার্কিন যুক্তরাষ্ট্র দলে প্রাথমিকভাবে অভিষেক পরাডকর, বৎসল বাগেলা ও সাইতেজ মুক্কামল্লকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[21] পরবর্তীতে চোটের কারণে সাইদীপ গণেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে সাইতেজ মুক্কামল্লকে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল দলে অন্তর্ভুক্ত করা হয়।[23]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +০.৮১৯ |
২ | সংযুক্ত আরব আমিরাত | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +০.৪৫৮ |
৩ | নামিবিয়া (H) | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.৫৯৩ |
৪ | কানাডা | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.১২৩ |
৫ | জার্সি | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −০.৮৪০ |
৬ | পাপুয়া নিউগিনি | ৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −১.১৪৮ |
বাছাইপর্বে উত্তীর্ণ
ব |
||
গজানন্দ সিং ৫৩ (৬৩) শন ফুশে ৩/৪৬ (১০ ওভার) |
শন ফুশে ৫৫ (৯৮) আহসান আলি খান ৩/২১ (৭ ওভার) |
ব |
||
মুহাম্মদ ওয়াসিম ৯৬ (১০৬) চাদ সোপার ৪/৪৩ (১০ ওভার) |
কিপলিন দোরিগা ৭৩ (৭১) কার্তিক মেইয়াপ্পান ৪/৪৫ (৮ ওভার) |
ব |
||
শ্রীমন্ত বিজয়রত্নে ৬৩ (৯১) চার্লস পারচার্ড ৩/৩৮ (১০ ওভার) |
জশুয়া লরেনসন ৬৬ (১০১) জেরেমি গর্ডন ৩/৩০ (৮.৫ ওভার) |
ব |
||
অ্যারন জনসন ৪৭ (৫২) সৌরভ নেত্রাবলকর ২/২৪ (১০ ওভার) |
সুশান্ত মোদানি ৬৪ (১২৬) কলিম সানা ৩/১৪ (৯ ওভার) |
ব |
||
খেরহার্ট এরাসমাস ১২৫ (১১৩) সেমো কামেয়া ৫/৬৮ (১০ ওভার) |
চার্লস আমিনি ১০৯ (৭৫) রুবেন ট্রুম্পেলমান ৩/৬৩ (৮.২ ওভার) |
ব |
||
জন্টি জেনার ৭৬ (৯৬) রুবেন ট্রুম্পেলমান ৩/২৪ (১০ ওভার) |
ব |
||
আসিফ খান ১০৩ (৮৪) নিসর্গ প্যাটেল ২/৩৫ (১০ ওভার) |
ব |
||
পরগত সিং ১০২ (৯৬) আয়ান আফজাল খান ৩/৩৪ (৭ ওভার) |
মুহাম্মদ ওয়াসিম ৮০ (৭৮) নিখিল দত্ত ১/৩৩ (১০ ওভার) |
ব |
||
আসা ট্রাইব ১১৫* (১৪৩) চাদ সোপার ২/৪০ (৯ ওভার) |
আসাদুল্লাহ ভালা ৭৫ (১০৭) এলিয়ট মাইলস ২/৩৫ (৮ ওভার) |
ব |
||
স্টিভেন টেলর ৮১ (১৩৩) সেমো কামেয়া ৩/৩২ (১০ ওভার) |
আসাদুল্লাহ ভালা ৪২ (৭২) গজানন্দ সিং ৪/১৫ (৬.৫ ওভার) |
ব |
||
আসিফ খান ৯৬ (৮৬) খেরহার্ট এরাসমাস ১/১৩ (২ ওভার) |
শন ফুশে ৪৭ (৬০) রোহান মুস্তফা ৩/৩৪ (৯ ওভার) |
ব |
||
শন ফুশে ৮৩ (১০৭) হর্ষ ঠাকর ২/২৭ (১০ ওভার) |
ব |
||
স্টিভেন টেলর ৭৯ (১০০) বেনজামিন ওয়ার্ড ৪/৩৯ (১০ ওভার) |
আসা ট্রাইব ৭৫ (১০৪) আহসান আলি খান ৭/৩২ (৯.৪ ওভার) |
ব |
||
আসিফ খান ৮২ (৮৬) জুলিয়াস সুমেরাউয়ার ৪/৫১ (১০ ওভার) |
ব |
||
পরগত সিং ৬৬ (১০৪) জন কারিকো ৪/৪৫ (১০ ওভার) |
টনি উরা ৩৬ (৩৮) জেরেমি গর্ডন ৬/৪৩ (১০ ওভার) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.