Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হেপবার্ন রোমান লিপি পদ্ধতি (জাপানি: ヘボン式ローマ字 হেপবার্ন: হেবন-শিকি রোমাজি) নামকরণ করা হয় জেমস কারটিস হেপবার্ন এর নামানুসারে, যিনি এটি কে কাজে লাগিয়ে জাপানী ভাষাকে উচ্চারণ অনুসারে রোমান হরফে প্রবর্তন করেন। ১৮৮৭ সালে প্রকাশিত তার রচিত ইংরেজি-জাপানী অভিধানের তৃতীয় সংষ্করণে এর সুচনা হতে দেখা যায়। কিন্তু এর মূল প্রস্তাবকারী হিসেবে Romanization Club (羅馬字会 রোমাজিকাই) এর ১৮৮৫ সালের উদ্যোগ হিসেবে উল্লেখিত হয়। ১৯০৮ সালের রোমাজি-হিরোমি-কাই পুস্তককে বলা হয় "পরিমিত রীতির রোমানীকরণ" (標準式ローマ字 হেইউজুন-শিকি-রোমাজি) এবং একেই জাপানে হেপবার্ন পদ্ধতি হিসেবে ঐতিহ্যবাহী জাপানী ভাষা লিখন রীতিতে ব্যবহৃত হয়[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.