Loading AI tools
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বাংলা চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্বপ্নজাল হল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ২০০৯ সালে মনপুরা নির্মাণের পর এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। অন্যান্য পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ। চলচ্চিত্রটি ২০১৮ সালের ৬ এপ্রিল মুক্তি পায়। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে।[1][2]
স্বপ্নজাল | |
---|---|
পরিচালক | গিয়াস উদ্দিন সেলিম |
প্রযোজক | আবুল খায়ের |
রচয়িতা | গিয়াস উদ্দিন সেলিম |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | রশীদ শরীফ শোয়েব |
চিত্রগ্রাহক | কামরুল হাসান খসরু |
সম্পাদক | ইকবাল আহসানুল কবির |
প্রযোজনা কোম্পানি | বেঙ্গল ক্রিয়েশন্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির মূল চিত্রগ্রহণ শুরু হয়। চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর পারে এবং কলকাতায়ও কিছু দৃশ্যের চিত্রায়ন হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।[4]
২০১৭ সালের ৩১শে ডিসেম্বর ইউটিউবে স্বপ্নজাল চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশিত হয়।[5] ছবিটি ২০১৮ সালের ৬ই এপ্রিল বাংলাদেশে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[6]
চলচ্চিত্রটি মুক্তির আগের দিন ৫ এপ্রিল, ২০১৮ প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেলে "এমন করে বলছি" শীর্ষক গানটি প্রকাশিত হয়। গানটির গীত রচনা করেছেন উম্মে রায়হানা মুমু ও সুর করেন রশীদ শরীফ শোয়েব। গানে কণ্ঠ দেন শোয়েব ও আরমিন মুসা।[7]
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "এমন করে বলছি" | উম্মে রায়হানা মুমু | রশীদ শরীফ শোয়েব | রশীদ শরীফ শোয়েব ও আরমিন মুসা | ২:১০ |
দ্য ডেইলি স্টারের ফাহমিম ফেরদৌস ছবিটি সম্পর্কে লিখেন, "স্বপ্নজাল-এ চলচ্চিত্রের সকল উপাদান রয়েছে যা ধ্রুপদী দক্ষিণ এশীয় চলচ্চিত্রের স্বাক্ষর - প্রণয়, দ্বন্দ্ব, বিয়োগ, নায়কোচিত পণ, কাব্যিক ন্যায় বিচার ও সমাজ বাস্তবতা - সবকিছু সমানভাবে রয়েছে। সেলিমের এই উপাদানগুলোর ব্যবহার প্রশংসার যোগ্য।"[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.