সেন্ট হেলেনা
আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সেন্ট হেলেনা (ইংরেজি: Saint Helena, উচ্চারণ /ˌseɪnt həˈliːnə/ saint hə-lee-nə), কন্সন্টাটিনোপলের সেন্ট হেলেনা নামে নামকরণ করা হেয়েছ, যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। এটি ১৫°৫৫' দক্ষিণ অক্ষাংশ এবং ৫°৪২' পশ্চিম দ্রাঘিমাংশের মধ্য আটলান্টিক সাগর দক্ষিণ এবং অ্যাঙ্গোলার উপকূল থেকে প্রায় ১৯০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে।
সেন্ট হেলেনা | |
---|---|
নীতিবাক্য: "Loyal and Unshakeable" | |
রাজধানী | জেমস্টাউন ১৫°৫৬′ দক্ষিণ ০৫°৪৩′ পশ্চিম |
বৃহত্তম নগরী | হাফ ট্রি হলো ১৫°৫৬′০″ দক্ষিণ ৫°৪৩′১২″ পশ্চিম |
সরকারি ভাষা | ইংরেজি |
নৃগোষ্ঠী | ৫০% আফ্রিকান, ২৫% ইউরোপীয়ান, ২৫% চীনা[1] |
সরকার | সেন্ট হেলেনা, এসেশোন এবং ত্রিস্তান দা কুনহা এর অংশ |
• রাজা | তৃতীয় চার্লস |
• গভর্নর | আন্দ্রেও গুর |
যুক্তরাজ্যর বহির্বাণিজ্যের অঞ্চল | |
• ফরমান প্রদান করেছিল | ১৬৫৯ |
আয়তন | |
• মোট | ১২১.৮ কিমি২ (৪৭.০ মা২) |
জনসংখ্যা | |
• জুলাই ২০০৯ আনুমানিক | ৭,৬৩৭ [2] (২২৫তম) |
• আদমশুমারি | ৪,৪৩৯[3] |
জিডিপি (পিপিপি) | ১৯৯৮ আনুমানিক |
• মোট | $১৮ মিলিয়ন[2] (২২৫তম) |
• মাথাপিছু | $২,৫০০ [2] (১৭৬তম) |
মুদ্রা | সেন্ট হেলেনা পাউন্ড (SHP) |
সময় অঞ্চল | ইউটিসি+০ (GMT) |
কলিং কোড | ২৯০ |
ইন্টারনেট টিএলডি | .sh |
এটি ১৫০২ সালে পর্তুগিজদের মাধ্যমে আবিষ্কার হয়েছে। এই সময় দ্বীপটিতে কোন বসতি ছিল না। দ্বীপটি পৃথিবীর সব চেয়ে প্রাচীন দ্বীপ ছিল এবং অনেক শতাব্দী ধরে এটি ইউরোপ থেকে এশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নৌকার জন্য কৌশলগত গুরত্বপূর্ণ ছিল। একে ব্রিটিশদের দ্বারা নির্বাসন দ্বীপ হিসেবে ব্যবহার করা হতো।
১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে এই দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ১৮২১ সালে এই দ্বীপেই মৃত্যুবরণ করেন নেপোলিয়ন। এই দ্বীপে অন্তরীণ থাকাকালে তিনি বই পড়া, বাগান করা আর নিজের স্মৃতি রোমন্থন করে সময় কাটাতেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫১ বছর।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.