সুপার লিগ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সুপার লিগ (তুর্কি উচ্চারণ: [ˈsypæɾ liɟ], তুর্কি: Süper Lig, ইংরেজি: Super League) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি তুর্কি পেশাদার লিগ।[3] এই লিগটি তুর্কি ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। তুর্কি ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত সুপার লিগে সর্বমোট ১৮টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং নিচের দিকের তিনটি দল টিএফএফ প্রথম লিগে অবনমিত হয়।
সংগঠক | তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) |
---|---|
স্থাপিত | ১৯৫৯ |
দেশ | তুরস্ক |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ১৮ |
লিগের স্তর | ১ |
অবনমিত | টিএফএফ প্রথম লিগ |
ঘরোয়া কাপ | তুর্কি কাপ তুর্কি সুপার কাপ |
আন্তর্জাতিক কাপ | |
বর্তমান চ্যাম্পিয়ন | গালাতাসারায় (২২তম শিরোপা) (২০১৮–১৯) |
সর্বাধিক শিরোপা | গালাতাসারায় (২২টি শিরোপা) |
সর্বাধিক ম্যাচ | ওয়ুজ চেতিন (৫০৩)[1] |
শীর্ষ গোলদাতা | হাকান শুকুর (২৪৯)[2] |
সম্প্রচারক | বিইন স্পোর্টস (সম্প্রচারকের তালিকা) |
ওয়েবসাইট | tff.org |
২০১৯–২০ সুপার লিগ |
সুপার লিগের প্রতিটি মৌসুমে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী হিসেবে শিরোপা জয়লাভ করে এবং নিচের দিকের ৩টি দল স্বয়ংক্রিয়ভাবে তুর্কি ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, টিএফএফ প্রথম লিগের চ্যাম্পিয়ন, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দল স্বয়ংক্রিয়ভাবে সুপার লিগে উন্নীত হয়।
সাধারণত কোন এক বছরের আগস্ট মাসে মৌসুম শুরু হয় এবং এর পরবর্তী বছরের মে মাসে শেষ হয়। ম্যাচগুলো প্রতি সপ্তাহে শুক্রবার হতে সোমবারের মধ্যে অনুষ্ঠিত হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.