Remove ads
রাশিয়ার ইউরোপীয় অংশের মধ্যভাগে অবস্থিত শহর; মোর্দোভিয়া প্রজাতন্ত্রের রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সারান্স্ক (রুশ: Саранск, আ-ধ্ব-ব: [sɐˈransk]) পশ্চিম রাশিয়াতে অবস্থিত মোর্দোভিয়া প্রজাতন্ত্রের রাজধানী ও অর্থনৈতিক কেন্দ্র। এটি ঊর্ধ্ব ইনসার নদীর তীরে, সারানকা নদী ও ইনসার নদীর সঙ্গমস্থলে, ভোলগা নদীর উজানের পশ্চিম অববাহিকা অঞ্চলে, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শহরটি ১৬৪১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। এখান থেকে রিয়াজান, কাজান, সামারা, নিঝনি নোভোগোরোদ এবং পেনজা পর্যন্ত রেলপথ আছে। ২য় বিশ্বযুদ্ধের সময় এখানে শিল্পকারখানার ব্যাপক বিকাশ ঘটে। বর্তমানে এখানে বহুসংখ্যক ও বহু ধরনের কারখানাতে যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, পেনিসিলিন ও ভোক্তা পণ্য উৎপাদিত হয়। ১৯৫৭ সালে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখানে মোর্দোভীয় সংস্কৃতির উপর একটি গবেষণা কেন্দ্রও বিদ্যমান। এ শহরে ৩ লক্ষাধিক লোকের বাস।
সারান্স্ক Саранск | |
---|---|
শহর[১] | |
অন্যান্য প্রতিলিপি | |
• Moksha | Саранош |
• Erzya | Саран ош |
Clockwise from top: Cathedral of St. Theodore Ushakov, Regional museum, Saransk I railway station, Musical theatre named after I. M. Yaushev, Millennium square and main building Mordovian State University | |
লুয়া ত্রুটি: ।সারান্স্কের অবস্থান | |
স্থানাঙ্ক: ৫৪°১১′ উত্তর ৪৫°১১′ পূর্ব | |
দেশ | রাশিয়া |
ফেডারেল বিষয় | Mordovia[১] |
প্রতিষ্ঠাকাল | 1641[২] |
শহর অবস্থা | 1780[৩] |
সরকার | |
• শাসক | Council of Deputies |
• Mayor[৪] | Pyotr Tultayev[৪] |
আয়তন[৫] | |
• মোট | ৩৮৩ বর্গকিমি (১৪৮ বর্গমাইল) |
উচ্চতা | ১৬০ মিটার (৫২০ ফুট) |
জনসংখ্যা (২০১০ আদমশুমারি)[৬] | |
• মোট | ২,৯৭,৪১৫ |
• আনুমানিক (2018)[৭] | ৩,১৮,৮৪১ (+৭.২%) |
• ক্রম | ২০১০ এ 64th |
• জনঘনত্ব | ৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
প্রশাসনিক অবস্থা | |
• অধীনস্ত | city of republic significance of Saransk[১] |
• রাজধানী | Republic of Mordovia[৮] |
• রাজধানী | city of republic significance of Saransk[১] |
পৌরসভা অবস্থা | |
• শহুরে জেলা | Saransk Urban Okrug[৯] |
• রাজধানী | Saransk Urban Okrug[৯] |
সময় অঞ্চল | মস্কো সময় [১০] (ইউটিসি+3) |
ডাক কোড[১১] | 430000–430013, 430015–430019, 430021, 430023–430025, 430027, 430028, 430030–430034, 430700, 430899, 430950, 995300 |
ডায়ালিং কোড | +৭ 8342[১২] |
শহর দিন | June 12 |
যমজ শহর | গরজও উইলকোপোলস্কি |
OKTMO আইডি | 89701000001 |
ওয়েবসাইট | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.